13/03/2025
কত আবেগ, কত ভালোবাসা, হাসি, আনন্দ, তর্ক, জয়, পরাজয়, কিংবা কান্না। সব GLA পঞ্চপাত্তর যগের সমাপ্তি মিলিয়ে আমাদের একটা প্রজন্মের আবেগ এই ৫ জন। আমরা কাউকেই মাঠ থেকে বিদায় দিতে পারলাম না। আমার একটুও খারাপ লাগছে না, সব কিছু ক্রিকেটকে ঘিরে হলে আমরা হয়তো আরোও স্বপ্ন দেখতে পারতাম। হলো না, কিছুই হলো না। বিদায় আমাদের পঞ্চপান্ডব, পঞ্চপান্ডব কথাটা নিয়ে অনেকের গত ২ বছরে নানান সমালোচনায় আছেন। তবে আমার কাছে তারা সব সময়ই পঞ্চপান্ডব হয়েই থাকবেন। ভালো থাকুন সবাই, আপনাদের ভালোবেসেছিলাম তো, অস্বীকার করতে পারবো না।❤️❤️