24/05/2024
সেনাবাহিনীর মৌখিক পরীক্ষার জন্য নমুনা।
১) বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে?
উওর : প্রেসিডেন্ট।
২) বাংলাদেশের সশস্ত্র বাহিনীসমূহের সুপ্রিম কমান্ডার কে?
উওর : প্রেসিডেন্ট।
৩) বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়?
উত্তর : কুর্মিটোলা, ঢাকা।
৪) বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর কোথায় ?
উত্তর : ঢাকায়।
৫) বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কী?
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্টের।
৬) বাংলাদেশ প্রথম প্রধান সেনাপতি নাম কী?
উওর : জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী।
৭) বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
উওর: ২৫ মার্চ ২০০৭ সালে।
৮) শহিদ বুদ্ধিজীবী দিবস পলন করা হয় কবে?
উওর : ১৪ ডিসেম্বর।
৯) বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কী?
উওর : এসএম শফিউদ্দিন আহমেদ।
১০) বাংলাদেশ সেনাবাহিনী স্লোগান কী?
উওর : সমরে আমরা শান্তিতে আমরা সর্বএ আমরা দেশের তরে।
👉 হ্যালো এভরি ওয়ান। সবাই কেমন আছো আশা করি। সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তোমার যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাও। এবং তোমার অনেক সপ্ন তোমার সবাই ভাবো যে আমি একজন আর্দশ সৈনিক হবে। এবং দেশের সেবা করবো। তোমার জন্য সুখবর। আমি তোমার সবাই কে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে চাই। আশা করি সবারি ভালো লাগবে। তোমার ছেলে মেয়ে উভয় গ্রুপের থাকতে পারবা। তোমার বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যা যতো প্রশ্ন আছে। যেমন লেখিত ও মৌখিক সব গুলারি উওর দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। এবং তোমাদের যদি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে জানার দরকার হয়। আশা করি আমি সবার সমস্যা সমাধানের চেষ্টা করবো। 👉 কে কে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক গ্রুপে এড এতে চাও। কমেন্ট করে বলে যাও।