11/04/2025
বৈঠক থেকে বেরোলেন চাকরিহারারা, ২১ তারিখের মধ্যে তালিকা প্রকাশের আশ্বাস
বিকাশ ভবন থেকে বেরিয়ে চাকরিহারারা জানালেন, বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে মূলত দু’টি বিষয় নিয়ে কথা বলেছেন তাঁরা। এক, যোগ্য-অযোগ্যদের নামের তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা। এবং দুই, আইনি প্রক্রিয়াগুলি নিয়ে আলোচনা। চাকরিহারাদের প্রতিনিধিরা বলেন, ‘‘শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে।’’ তবে জানানো হয়েছে,ওএমআরের প্রকৃত মিরর ইমেজ নেই। যদি তা থাকত, তা হলে সিবিআই তা খুঁজে পেত। সিহিআইয়ের কাছে যে প্রতিলিপি আছে, সেটিই প্রকাশ্যে আনা হবে।
১.এখন প্রশ্ন হচ্ছে ২২ লাখ প্রার্থীর OMR প্রকাশ করবে তো??
২. এতো দিন কোথায় ছিলে চাদু? হাইকোর্ট , সুপ্রীম কোর্ট, প্রার্থী, আইনজীবী রা বলার পরেও কেন প্রকাশ হয় নি?
৩. সঠিক ভাবে প্রকাশ হবে নাকি কমিয়ে বাড়িয়ে??
৪. মনে হচ্ছে আবার বলদ বানানোর চেষ্টা চলছে 🌝🌚