
22/06/2025
I feel incredibly blessed in life. I have no one, yet everyone. Above all, Allah has sent three extraordinary people into my life who are such blessings that they turn even the toughest problems into simple solutions with ease.
আমি আমার জীবনে অসম্ভবভাবে আশীর্বাদিত বোধ করি। কিছু মানুষ বাইরে থেকে আপন মনে হলেও ভেতর থেকে তারা সত্যিই আপন হয় না, আর এটা সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। তবুও, আল্লাহ আমার জীবনে হঠাৎ করে এমন এক বা দুজন মানুষ পাঠান, who are nothing short of divine blessings.
জীবনে অনেক ভুল করছি, আবার অনেক ঠিক কাজও করছি। কিন্তু life-এ এমন কিছু মানুষ থাকবেই , যারা শুধু তোমার ভুলগুলোকে খোঁচাবে, তোমার সঠিক কাজগুলো কখনো highlight করবে না। এরা হতে পারে আপনের মতো দেখতে , আত্মীয়ের মতো, even অপরিচিত কেউও হতে পারে। On the other hand, কিছু মানুষ থাকে, হয়তো শুভাকাঙ্ক্ষী! who break their own limits to help you rise again. তারা আশীর্বাদের মতো তোমার life-এ এসে উপস্থিত থাকে, তোমাকে গড়তে একদম উঠে পরে লেগে যায়।
যার সামনে নেগেটিভ মানুষ গুলো আপনার বিপক্ষে কোনো কথা বলতে অন্তত ১০০ বার চিন্তা করে তারাই আশীর্বাদস্বরূপ বা শুভাকাঙ্খী। আর যারা শুনবে,সায় দেবে, একটা দুটা কথাতে সুর ও মেলাবে "Stay away from them."
Btw তুমি যা চাও থেকে শুরু করে তুমি পেয়েও গেছো এর মাঝখানে র সময় টা বা পথ টায় জীবন। বিরাট একটা proccess এর ব্যাপার ,ধর্য্য ধরে follow করতে পারলে তুমি success তুমি সুখী 🥀
~স্বরনী