
24/07/2025
নিজের dream নিয়ে কাউকে কখনো কিছু বলো না! নিজের dream fullfill করার জন্য কারোর ওপর আশাও করোনা। তোমার dream তোমার responsibility, অন্য কারোর না।
কেউ চুক্তি নেয়নি তোমার dream fullfill করার, কেউ চুক্তি নেয়নি সারাজীবন তোমাকে সাপোর্ট করার, কেউ চুক্তি নেয়নি always তোমাকে positive vibes দেয়ার, কেউ চুক্তি নেয়নি তোমার স্বপ্ন নিজের স্বপ্নের মতো করে দেখার!
ভয় দেখাবেই সবাইইইইই। পরের মানুষ দেখাবে প্রথমে তারপর দিন যাবে নিজের মানুষ ও ভয় দেখানো শুরু করবে। Motivition এর জন্য কারোর ওপর কখনোই deeply ডিপেন্ড হওয়া বোকামি। Dream নিজে নিজে মাথায় পালতে হয়, পেলে পুষে চুপচাপ কাউকে কিছু না বলে বড় করতে হয়। তারপর যতটুকু এচিভ করা যায় চুপচাপ এচিভ করতে হয় আর যেটুকু পারা যায়না এচিভ করতে সেটার কথা অন্তত মানুষ জানবেনা, খোঁচাবেনা।
দুর্বলতা জানা থাকলে মানুষ খোঁচায় বেশি, ভয় দেখায় বেশি। এক কথায় তোমার স্বপ্ন তোমারি স্বপ্ন আর কারোর স্বপ্ন না, আর কারোর responsibility না!
তেলের মাথায় তেল সবাই ঢালে! তবে কিছু মানুষ থাকে তোমার জন্য অনেক করলো, তারপর হুট্ করে আর তোমার জন্য ভাবলোনা, তোমার খোঁজ নিলো না, তোমাকে সামলাতে এলো না তারমানে এই না যে তুমি তার আগের মুহুর্ত গুলো ভুলে অকৃতজ্ঞ হয়ে যাবে! এটা স্বাভাবিক একটা ব্যাপার। কেউ সারাজীবন তোমার জীবনে প্রথম দিনের মতো করে না থেকে যেতেই পারে এই অধিকার তাঁদের আছে। সমস্যাটা আমাদের যে আমরা বিষয়টা মেনে নিতে পারিনা হজম করতে পারিনা! তাই বলে অকৃতজ্ঞ হওয়ার সুযোগ নাই! কৃতজ্ঞতা সারাজীবন থাকতে হবে।
কোনো মানুষ যদি এই যুগে এসেও এ জীবনে এক ঘন্টার জন্য ও তোমাকে নিয়ে দুশ্চিন্তা করে থাকে, তোমার ভালো চেয়ে থাকে,তোমার জন্য কিছু করে থাকে সে জন্য অবশ্যই কৃতজ্ঞ থাকা আবশ্যিক!
তবে কি,
তুমি দুর্বল এটা একটা মানুষ একবার বুঝে ফেললে অথবা দিনের পর দিন যদি দেখে তুমি ভীষণ ই দুর্বল, তারপর একটা সময় যেকোনো কেউ ই হাল ছেড়ে দেয়। তখন সাপোর্ট এর বদলে বা স্বপ্ন দেখার বদলে ভয় দেখানোটা অস্বাভাবিক কোনো ব্যাপার না কিন্তু।
কারোর একজনের মুখে শুনেছিলাম কথাটা যে, যেটুকু ঘর সেটুকুনি বিছানা পারা উচিৎ। কথা যেমন তাঁদের বলার বেলায় যুক্তির তেমনই অনেক ক্ষেত্রে আমাদের শোনার বেলায় অযৌক্তিক ! মানুষ চাইলে পারেনা বলতে কিচ্ছু নাই! যদি ইচ্ছা থাকে,যদি স্বপ্ন থাকে, আশা থাকে,জেদ থাকে,পাগলামি থাকে অবশ্যই সব কিছু সম্ভব। বরং " বাস্তবতাই কথা বলছি" টাইপ ২টা অযথা লাইন শুনে নিজের জীবন, স্বপ্ন, বেঁচে থাকাটাকে মেরে ফেলতে দেয়া উচিৎ না। মানুষ বলবে, মানুষ তোমাকে ছাড়বে, মানুষ তোমাকে ভয় দেখাবে, মানুষ তোমাকে বাঁধা দেবে মানুষই কাছে আসবে আবার সেই মানুষ ই দূরে যাবে আর তুমিও একটা একা মানুষ চুপিচুপি নিজের স্বপ্ন পূরণ করবে !
~স্বরনী