
19/07/2025
এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত একটি বিশেষ আগ্নেয়গিরি যার নাম কাওয়াহ ইজেন (Kawah Ijen)। এই আগ্নেয়গিরির বিশেষত্ব হচ্ছে এর নীল রঙ। অন্যান্য আগ্নেয়গিরি থেকে সাধারণত লাল বা কমলা রঙের লাভা নির্গত হয় কিন্তু এখানে আগ্নেয়গিরির ফাটল থেকে সালফার গ্যাস নির্গত হয়। এই সালফার বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে এবং উজ্জ্বল নীল শিখা তৈরি করে। আসলে লাভা লাল বা কমলা রঙেরই কিন্তু এই নীল শিখার কারণে মনে হয় নীল রঙের লাভা গড়িয়ে পড়ছে। আর এই নীল আগুন শুধু রাতের বেলাতেই দেখা যায়।