11/07/2025
মধুপুর থেকে ৩ কি.মি পশ্চিমে ঢাকা-জামালপুর মহাসড়কের উত্তর পাশের ২০০ গজ মাটির রাস্তায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম শ্রেণির প্রথম হওয়া শহীদ আবু বকর এর পায়ের স্পর্শ।
২০১০ সালের ছাত্রলীগের দু'গ্রুপের গুলাগুলিতে স্যার এ. এফ. রহমান হলের ৪০৪ নং কক্ষে মাথার পেছনে গুলিতে অসাভাবিক রক্ত প্রবাহের কারণে শহীদ হন উত্তর টাঙ্গাইলের এই মেধাবী মুখ।
প্রথম মৃত্যুবার্ষিকী ৩ ফেব্রুয়ারি ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে নিয়ে "শহীদ আবু বকর স্মৃতি সড়ক" উদ্বোধন করেন।
গত কয়েক মাস আগে একটি সড়ক দূর্ঘটনায় ট্রাকের ধাক্কায় স্মৃতি ফলকটি ভেঙ্গে যায়। বিষয়টি স্থানীয় সরকারের দৃষ্টিতে আসলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হোসেন স্যার মেরামতের ব্যবস্থা করেন। ফলকটি সহ কবরের মেরামতেও ইউএনও স্যার ও স্থানীয় মেম্বারের রয়েছে আর্থিক সহযোগিতা।
আজ শুক্রবার পুনর্নির্মিত ফলকটি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হোসেন।
উপস্থিত ছিলেন রাজিব আল রানা, প্রকল্প অফিসার মধুপুর উপজেলা এবং চেয়য়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিষমারা ইউনিয়ন পরিষদ, শেখ আবরারুল হক শিমুল, সহকারী প্রোগ্রামার মধুপুর উপজেলা এবং চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ৫ নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ, মোঃ রফিকুল ইসলাম সোহেল জোয়ারদার, মেম্বার ৬ নং ওয়ার্ড, অধ্যাপক আবু সাঈদ, ভাইঘাট আইডিয়াল কলেজ, মুফতি আমিনুল ইসলাম, সুপারেনটেনডেন্ট, রামনগর দাখিল মাদরাসা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয়রা।
উদ্বোধন শেষে সবাইকে উদ্যেশ্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "আবু বকরের স্মৃতিকে ধরে রাখার জন্য এটি ছিল মধুপুরের সর্বস্তরের মানুষের দাবি"
উদ্বোধন ও কবর জিয়ারতের মোনাজাত সম্পন্ন করেন মুফতী মোঃ শওকত আলী, মুহাদ্দিস, দারুল জান্নাত কওমিয়া মহিলা মাদরাসা গোলাবাড়ী।