Welcome Madhupur

  • Home
  • Welcome Madhupur

Welcome Madhupur News/Media Madhupur Upazila is located in the Tangail district of Bangladesh and 50 kilometers from Tangail, Jamalpur and Mymensingh district headquarters.

Madhupur has a land area of 500.67 km and is bounded by the Jamalpur district in the north and west, Mymensingh district in the East, Ghatail, and Gopalpur Upazila in the South. Madhupur has 10 Unions/Wards, 242 Mauzas/Mahallas, and 343 villages. Here the land is very fertile producing famous pineapple, banana, jackfruits, etc. Madhupur Upazila has very beautiful national park, covering around 850

0 hectares. It is one of the last remaining patches of old-growth Sal forest left in the country. Pirghacha rubber garden of Madhupur Upazila is very famous for tourist as a picnic spot. The upazila consists of two municipalities that are Madhupur and Dhanbari. Madhupur Upazila have three private banks (National, NCC and Islami Bank) and the economic activities are growing fast day by day. Madhupur Upazila is very strong. The people of the Madhupur Upazila have long been demanding declaration of Madhupur as a new district for ensuring overall development. So we request the government for announcing Madhupur as a new district for fulfilling the long cherished demand of the people

11/07/2025

ঢাকার মিডফোর্ডে যুবদলের সন্ত্রাসীদের হাতে নৃশংস ভাবে নিহত ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের দ্রুত বিচার এবং সারাদেশে সংগঠিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্থান- মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্ত্বর

সময়- বিকেল ৪ টা

আহবানে- মধুপুরের শান্তিকামী ছাত্র- জনতা

জুলাই স্মরনে জুলাই ৩৬ হলময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ!!
11/07/2025

জুলাই স্মরনে জুলাই ৩৬ হল
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ!!

মধুপুর থেকে ৩ কি.মি পশ্চিমে ঢাকা-জামালপুর মহাসড়কের উত্তর পাশের ২০০ গজ মাটির রাস্তায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ই...
11/07/2025

মধুপুর থেকে ৩ কি.মি পশ্চিমে ঢাকা-জামালপুর মহাসড়কের উত্তর পাশের ২০০ গজ মাটির রাস্তায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম শ্রেণির প্রথম হওয়া শহীদ আবু বকর এর পায়ের স্পর্শ।

২০১০ সালের ছাত্রলীগের দু'গ্রুপের গুলাগুলিতে স্যার এ. এফ. রহমান হলের ৪০৪ নং কক্ষে মাথার পেছনে গুলিতে অসাভাবিক রক্ত প্রবাহের কারণে শহীদ হন উত্তর টাঙ্গাইলের এই মেধাবী মুখ।

প্রথম মৃত্যুবার্ষিকী ৩ ফেব্রুয়ারি ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে নিয়ে "শহীদ আবু বকর স্মৃতি সড়ক" উদ্বোধন করেন।

গত কয়েক মাস আগে একটি সড়ক দূর্ঘটনায় ট্রাকের ধাক্কায় স্মৃতি ফলকটি ভেঙ্গে যায়। বিষয়টি স্থানীয় সরকারের দৃষ্টিতে আসলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হোসেন স্যার মেরামতের ব্যবস্থা করেন। ফলকটি সহ কবরের মেরামতেও ইউএনও স্যার ও স্থানীয় মেম্বারের রয়েছে আর্থিক সহযোগিতা।

আজ শুক্রবার পুনর্নির্মিত ফলকটি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হোসেন।
উপস্থিত ছিলেন রাজিব আল রানা, প্রকল্প অফিসার মধুপুর উপজেলা এবং চেয়য়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিষমারা ইউনিয়ন পরিষদ, শেখ আবরারুল হক শিমুল, সহকারী প্রোগ্রামার মধুপুর উপজেলা এবং চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ৫ নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ, মোঃ রফিকুল ইসলাম সোহেল জোয়ারদার, মেম্বার ৬ নং ওয়ার্ড, অধ্যাপক আবু সাঈদ, ভাইঘাট আইডিয়াল কলেজ, মুফতি আমিনুল ইসলাম, সুপারেনটেনডেন্ট, রামনগর দাখিল মাদরাসা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয়রা।

উদ্বোধন শেষে সবাইকে উদ্যেশ্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "আবু বকরের স্মৃতিকে ধরে রাখার জন্য এটি ছিল মধুপুরের সর্বস্তরের মানুষের দাবি"

উদ্বোধন ও কবর জিয়ারতের মোনাজাত সম্পন্ন করেন মুফতী মোঃ শওকত আলী, মুহাদ্দিস, দারুল জান্নাত কওমিয়া মহিলা মাদরাসা গোলাবাড়ী।

ভালো কিছু যদি চান তা হলে এখান থেকে অর্ডার করতে পারেন
11/07/2025

ভালো কিছু যদি চান তা হলে এখান থেকে অর্ডার করতে পারেন

যারা হোম মেড কেক অর্ডার করতে চান তাদের জন্য-🎂 হোম মেড কেক এখন মধুপুরেই! 🎂🥰 ভালোবাসা, স্বাদ আর নিরাপত্তায় ভরপুর কেক – এখন...
11/07/2025

যারা হোম মেড কেক অর্ডার করতে চান তাদের জন্য-
🎂 হোম মেড কেক এখন মধুপুরেই! 🎂
🥰 ভালোবাসা, স্বাদ আর নিরাপত্তায় ভরপুর কেক – এখন আপনার নিজের শহরে!

🍰 ১০০% হোমমেড
🍫 কোনো প্রিজারভেটিভ নয়
🧁 ফ্রেশ উপকরণে তৈরি
🎉 বার্থডে, অ্যানিভারসারি বা যেকোনো স্পেশাল দিনে
📦 কাস্টম ডিজাইন ও অর্ডার নেওয়া হয়

👩‍🍳 আপনার মনের মতো কেক তৈরি করে দিচ্ছি আমরা, Modhupur Cake House থেকে -
“যেখানে কেক নয়, ভালোবাসা বানানো হয়!”

📞 অর্ডার করতে কল করুন:
[01642-910044 Whatsapp / imo]
📍 লোকেশন: মধুপুর, টাঙ্গাইল

📩 Page link- https://www.facebook.com/share/1FcmfQopTE/?mibextid=wwXIfr

📢 পোস্টটি শেয়ার করুন আপনার প্রিয়জনের জন্য 🎁

#মধুপুরকেকহাউজ

মধুপুরের সর্বস্তরের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে আমরা মধুপুরের তিনটি তেলের পাম্প থেকে তেল সংগ্রহকারী। একেক পাম্পে একে...
11/07/2025

মধুপুরের সর্বস্তরের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে আমরা মধুপুরের তিনটি তেলের পাম্প থেকে তেল সংগ্রহকারী। একেক পাম্পে একেক ধরনের তেলের মাপ দেখা যাচ্ছে। তাই Uno স্যারের কাছে আকুল আবেদন স্যার একটু বিষয়টি দেখবেন তেলের গুনগত মান ঠিক আছে কিনা এবং তেলের সঠিক মাপ দিচ্ছে কিনা???আমি এখানে ১০০ টাকা করে তিনটি তেলের পাম্প থেকেই তেল সংগ্রহ করি যার ফলে এখানে দেখা যাচ্ছে একেক পাম্পের একেক রকম মাপ।।
ক্রেতা কতৃক বর্নিত

প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আপনাদের  সদয় অবগতির জন্য জানাচ্ছি, এসএসসি পরীক্ষায় শতকরা পাসের হারে মধুপুর উপজেলা টাঙ্গাইল...
10/07/2025

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম।
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি,
এসএসসি পরীক্ষায় শতকরা পাসের হারে মধুপুর উপজেলা টাঙ্গাইল জেলায় ১ম এবং
জিপিএ ফাইভে ২য় হয়েছে।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি।

শ্রদ্ধাভাজন শিক্ষকদের শ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায় ও মেধার বিনিময়ে এটা সম্ভব হয়েছে।

০৫ আগষ্ট,২৪ সাল পরবর্তী প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃজুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করছি।
একজন অফিসার হিসেবে এটা খুবই আনন্দের।

সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি।
Uno Madhupur

10/07/2025

ফেল পড়াদের রেজাল্ট নিয়ে কেউ সমালোচনা করবেন না! প্রতিবেশীর তিক্ত সমালোচনা অঘটনের কারণ, সমালোচনা থেকে বিরত থাকুন!

আঞ্চলিক পাসপোর্ট অফিস📍টাংগাইল
10/07/2025

আঞ্চলিক পাসপোর্ট অফিস

📍টাংগাইল

মধুপুর উপজেলার সকল স্কুলের  স্কুল ভিত্তিক এসএসসি 2025পরীক্ষার ফলাফল,একনজরে দেখে নেন
10/07/2025

মধুপুর উপজেলার সকল স্কুলের
স্কুল ভিত্তিক এসএসসি 2025পরীক্ষার ফলাফল,
একনজরে দেখে নেন

10/07/2025

ঢাকা বোর্ডে ৩২.৫% ফেইল করছে।
গত ১৫-২০ বছরে এত করে নাই। 💔

আউশনারা উচ্চ বিদ্যালয়এসএসসি পরীক্ষার ফল' -২০২৫মোট পরীক্ষার্থী =১০০  জন।মোট পাশ =  ৫৩ জন।পাশের হার ৭৫.৪২%।ফেল= ৪৭ জন জিপি...
10/07/2025

আউশনারা উচ্চ বিদ্যালয়

এসএসসি পরীক্ষার ফল' -২০২৫

মোট পরীক্ষার্থী =১০০ জন।

মোট পাশ = ৫৩ জন।

পাশের হার ৭৫.৪২%।

ফেল= ৪৭ জন

জিপিএ ৫ ( A+) = ১ জন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Welcome Madhupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share