25/09/2025
একটি শোক সংবাদ
কস্টের সাথে জানাচ্ছি যে , মধুপুরের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, উত্তর টাংগাইলের অন্যতম কি বোর্ড বাদক মামুন খান আর আমাদের মাঝে নেই
ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ ভোরে স্ট্রোকজনিত কারনে তিনি না ফেরার দেশে চলে যান।
মধুপুর সহ সারা দেশেই একজন অক্টোপ্যাড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের বিভিন বেসরকারী টিভি চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম করতেন মধুপুরের এই গুনী শিল্পী।
তার মৃত্যুতে মধুপুরে শোকের ছায়া নেমে এসেছে
আলোকিত পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করছে, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।