Nahar Poly

শুভ অপরাহ্ন💜✍️ পলি ফরহাদ। গোধূলির আলো যখন ফুরাতে শুরু করেমন কেমনের বিকেলগুলো হতে থাকে ফিকে।চলো আবার রঙিন হই ঐ বাতায়নে অ...
22/08/2025

শুভ অপরাহ্ন💜✍️ পলি ফরহাদ।
গোধূলির আলো যখন ফুরাতে শুরু করে
মন কেমনের বিকেলগুলো হতে থাকে ফিকে।
চলো আবার রঙিন হই ঐ বাতায়নে
অর্কিডের আবির এনে
আবার হারাই মন হারানোর দেশে।🍃 #কবিতা ゚

সারথীরা সব ব্যাস্ত যে যার কাজে। কবিতা তোমার নেই তবু ছুটি।
22/08/2025

সারথীরা সব ব্যাস্ত যে যার কাজে।
কবিতা তোমার নেই তবু ছুটি।

শুভ সকাল💗চেরির বনে হিল্লোল দোলে! দৃষ্টি অবিরত।          fans
21/08/2025

শুভ সকাল💗
চেরির বনে
হিল্লোল দোলে!
দৃষ্টি অবিরত।
fans

সব পাখি নীরে ফিরেসব কলি ফোটে ধীরেসব নদী বহে স্থিরে।সব তরী তীরে ফিরে! শুধু মন তরী নাহি ভিড়ে!                 ゚
21/08/2025

সব পাখি নীরে ফিরে
সব কলি ফোটে ধীরে
সব নদী বহে স্থিরে।
সব তরী তীরে ফিরে!
শুধু মন তরী নাহি ভিড়ে!

চাইছি তোকে কিছু ব্যাক্ত করার খোঁজে। তুই চলেছিস আপন মনে নিজভুবনের পানে!
21/08/2025

চাইছি তোকে কিছু ব্যাক্ত করার খোঁজে।
তুই চলেছিস আপন মনে নিজভুবনের পানে!

শুভ দুপুর🍃🍀বৃষ্টিদিনে কদম ফুলের ঘ্রাণে।ভালোবাসা ফুটলো কলির মনে।
21/08/2025

শুভ দুপুর🍃🍀
বৃষ্টিদিনে কদম ফুলের ঘ্রাণে।
ভালোবাসা ফুটলো কলির মনে।

শুভ সকাল🌷 আরো একটি 100% বৃষ্টির দিনের শুরু!         fans
21/08/2025

শুভ সকাল🌷 আরো একটি 100% বৃষ্টির দিনের শুরু! fans

শুভ রাত্রি।🍃যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ।
20/08/2025

শুভ রাত্রি।🍃
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ।

মেঘবালিকার জন্য রূপকথা- জয় গোস্বামী---আজ যদি আমাকে জিজ্ঞেস করো০৬-০৬-২০২৩আমি যখন ছোট ছিলামখেলতে যেতাম মেঘের দলেএকদিন এক ...
20/08/2025

মেঘবালিকার জন্য রূপকথা
- জয় গোস্বামী---আজ যদি আমাকে জিজ্ঞেস করো
০৬-০৬-২০২৩
আমি যখন ছোট ছিলাম
খেলতে যেতাম মেঘের দলে
একদিন এক মেঘবালিকা
প্রশ্ন করলো কৌতুহলে
‘এই ছেলেটা, নাম কি রে তোর?’
আমি বললাম, ফুস মন্তর
মেঘবালিকা রেগেই আগুন,
মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো?
আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো
সে বলল, শুনবো না যাঃ, সেই তো রাণী সেই তো রাজা
সেই তো একই ঢাল তলোয়ার
সেই তো একই রাজার কুমার পক্ষিরাজে
শুনবো না আর ওসব বাজে।
আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখব তবে।
সে বলল, সত্যি লিখবি! বেশ তাহলে মস্ত করে লিখতে হবে।
মনে থাকবে? লিখেই কিন্তু আমায় দিবি।
আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী।

Address

Sydney, NSW

Website

https://facebook.com/61556336504428

Alerts

Be the first to know and let us send you an email when Nahar Poly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share