Tareq Laddu

Tareq Laddu তুমি আমার কবর খোঁজে পাচ্ছো না, পাবেও না তবে কোন সমস্যা নেই, যেকোনো কবরস্থানের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করো।💔🥀🖤
TAREQ LADDU🇧🇩🇸🇦

📌...........সময়- অনেক দ্রুত চলে যাচ্ছে, সুতরাং মৃত্যুর দিকে ততই বেশি আগাচ্ছি।🖤ইয়া রাহনুমার রাহিম, আমাকে সহ সবাইকে হিদায়ে...
26/07/2025

📌...........সময়- অনেক দ্রুত চলে যাচ্ছে, সুতরাং মৃত্যুর দিকে ততই বেশি আগাচ্ছি।🖤
ইয়া রাহনুমার রাহিম, আমাকে সহ সবাইকে হিদায়েত দান করুন। 🌸🥀(আমিন)
🇸🇦🇧🇩

রাত ১.০০ টার পর ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমার পুরোনো আইডিতে ঢুকে ফেলি,তারপর আবার স্ক্রলিং করতে করতে নিচের দিকে যেতে লাগলা...
25/07/2025

রাত ১.০০ টার পর ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমার পুরোনো আইডিতে ঢুকে ফেলি,তারপর আবার স্ক্রলিং করতে করতে নিচের দিকে যেতে লাগলাম। ৭ বছর আগের আমার একটি পোস্টে খুব কাছের একজনের কমেন্ট দেখতে পেলাম কিন্তু সে আজ দুনিয়াতে নেই। ২০২২ সালে সৌদি আরবে রোড এক্সিডেন্ট মারা গিয়েছিলো। (আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক) অতপর তার আইডিতে গিয়ে পুরোনো স্মৃতির পাশাপাশি মনে করিয়ে দিলো দুনিয়া আসলে কিছুই না। তাকে কতোজন এই বা মনে রাখে কতোজন এই বা তার জন্য দোয়া করে। অতএব সকলের প্রতিই অনুরোধ নামাজ পড়ুন ,নামাজ টা ছাইড়েন না। মৃত্যুর আগেই আপনার পরকালের জন্য আমল করুন।
ইয়া রাহনুমার রাহিম, দয়াময় মহান আল্লাহ প্রত্যেক মৃত ব্যক্তির কবরের আজাব থেকে মুক্তি দান করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। রাসুল মোহাম্মদ সা: সকল উম্মত দের ঈমানের সহিত মৃত্যু দান করুক। আমিন 💙
🇧🇩🇸🇦

বেশি রাত জাগলে মানুষ তারাতারি মারা যায়!...🖤Tareq Laddu 🇸🇦🇧🇩
25/07/2025

বেশি রাত জাগলে মানুষ তারাতারি মারা যায়!...🖤

Tareq Laddu 🇸🇦🇧🇩

23/07/2025

একজন গোলাম যদি লিখতে জানে, তবে মালিকের জন্য সেটা নিয়ামত স্বরুপ। সেটা ক-জনেই বা বুঝে অথবা সঠিক মূল্যায়ন করে!..📌
🇸🇦🇧🇩

23/07/2025

যা কিছুই করি না কেনো সারাদিন , অথবা ভবিষ্যৎ নিয়ে কতোই না কল্পনা-জল্পনা করি-- শেষে হিসেব শুধুই মৃত্যু ছাড়া কিছুই সত্যি না। প্ল্যান করতে যেয়ে মৃত্যু কেই খুঁজে পায়।💔
🇸🇦🇧🇩

23/07/2025

“সবাই বলে সময় ঠিক করে দেয় সব কিছু। কিন্তু কেউ বলে না—সময় পেরিয়ে গেলে আর কেউ ফিরেও তাকায় না।”
🇸🇦🇧🇩

22/07/2025

লাটির গল্প
— ছোটবেলার মক্তব স্মৃতি

ছোটবেলায় সকালবেলা, কাঁধে খাতা বই,
হুজুর বলতেন: “এই ছেলেরে, একটা লাটি আন তুই!”
বলতেন, “মজবুত হোক, বাঁশ যেনো না ফাঁকা,
লাঠি হইলে শাসন হইবো, মিলবো আল্লাহর দেখা!”

আমি ভাবতাম—বড় দায়িত্ব, হুজুরের লাটি আনি,
মন দিয়ে খুঁজি—সোজা, শক্ত, যেনো লাঠি মানি।
একটা পেয়ে আনন্দে দৌড়, হাতে করে দিই,
হুজুর বলেন, “বাহ্! বেশ হইছে, এখন চোখ বুঝি!”

চোখ বুঝতেই পরলো ঝাড়, সেই লাটিতেই চাবুক,
“কেন কোরআন ভুলে গেছো?” হুহু করে গালিগালাজে থাবুক।
আমি বলি, “হুজুর, আমি-তো আনছিলাম আপনার কাজের লাঠি…”
বললেন, “তাইতো শাস্তিও লাগবে, শিক্ষা দিতে তো ফাটে হাঁড়ি!”

সেই লাটি আজও মনে পড়ে, বাঁশি নয়—একটা বাজনা,
মনের ভেতর ঠুকঠাক করে, দেয় স্মৃতির মাঝখান হানা।
হুজুর গেলেন হজে, লাটি পড়ে রইল কোণে,
আর আমি লিখি—সেই লাটির নাম আজ কবিতার বর্ণে।


🇸🇦🇧🇩

21/07/2025

📌 মানুষ! - জীবনে কতো শত প্ল্যান করছি সফলতা আসবে কি না জানা নেই অথচ মৃত্যু ঠিকই আসবে।আর জান্নাত না পেলে সবই বৃথা...! 😪
🇸🇦🇧🇩

21/07/2025

কিছুই বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছি, ওপারে ভালো থাকুক ওরা। আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন।😪

20/07/2025

সামলে রেখো
আমার শখের
তোমার গলার তিল
🐸🥴

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Laddu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tareq Laddu:

Share