
02/08/2025
📸 গাইসাল ট্রেন দুর্ঘটনার ছবিগুলোর সেই ‘অচেনা’ নায়ক – শ্রী সম্পদ পাল
🗓️ ২ আগস্ট ১৯৯৯ | আজ ২৬ বছর
১৯৯৯ সালের এই দিনে, রাত ১টা ৪০ মিনিটে গাইসাল স্টেশনের কাছে সংঘটিত হয়েছিল ভারতের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান প্রায় ২৮৫ জন, আহত হন শতাধিক।
আজও সেই মর্মান্তিক ছবি আমাদের চোখের সামনে ফিরে আসে — কিন্তু আমরা কজন জানি, সেই ছবিগুলো তোলার নেপথ্য নায়ক কে?
👤 তিনিই হলেন ইসলামপুরের গর্ব, Northern Photographic Society-র অন্যতম অভিভাবক — শ্রী সম্পদ পাল।
📷 যেদিন দুর্ঘটনা ঘটে, সেদিন উত্তরবঙ্গ এতটা সংযুক্ত ছিল না মূলধারার মিডিয়ার সাথে। ডিজিটাল মিডিয়া পৌঁছাতে কমপক্ষে ১২ ঘণ্টা সময় লেগে যেত। সেই শূন্যতায় স্থানীয়ভাবে ছবি দরকার হয়ে পড়ে, আর তখনই অনেকেই মনে করেন সম্পদ পাল-কে।
তিনি তখন নিজের জন্য কিছু ছবি তুলেছিলেন, ভবিষ্যতের রেফারেন্স হিসেবে রাখবেন বলে। কিন্তু পরবর্তীতে প্রিন্ট মিডিয়ার অনেকে এসে তাঁর থেকে সেই ছবিগুলো চেয়ে নেন — এবং তিনিও বিনা দ্বিধায় নিজে হাতে ডার্করুমে ওয়াশ করে সেগুলো দিয়ে দেন।
🎞️ সেই ছবিগুলিই পরে ছড়িয়ে পড়ে দেশজুড়ে — ভাইরাল হয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। আজও গুগলে সার্চ করলে ওই ছবিগুলোই প্রথমে উঠে আসে, কিন্তু ছবিগুলোর পেছনের মানুষটিকে কেউ চেনে না।
✊ ৬০ বছর পার করেও তিনি আজও মোটরসাইকেল নিয়ে পাহাড়-জঙ্গল পেরিয়ে ঘুরে বেড়ান — ফটোগ্রাফি, চিন্তা আর সাহসিকতার এক জীবন্ত উদাহরণ তিনি।
🙏 শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সম্পদ পালের প্রতি।
তিনি সত্যিই ইসলামপুর শহরের এক গর্বিত মুখ — এক নিঃশব্দ নায়ক।
২৬টি বসন্ত পেরিয়ে গেলেও, কিছু সত্য আজও অপ্রকাশিতই থেকে যায়...
- ©️ Pronay Banik .
Sampad Paul