Jamil Khan-The Hajj Muallim

  • Home
  • Jamil Khan-The Hajj Muallim

Jamil Khan-The Hajj Muallim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamil Khan-The Hajj Muallim, Social Media Agency, .

পরিচালক:- Muzahid Travel & Tours
সরকার অনুমোদিত হজ্জ এজেন্সি
হজ্জ লাইসেন্স নং:- ১০৬৪
🕋🕋হজ্জ ও উমরাহ বুকিং দিতে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন 👇🏻
https://wa.me/8801783681870
Web:- www.muzahidtravel.com
Office:- Assalam Tower, Zoo Road, Mirpur:-1

06/08/2025

হজের সময় নানা কারনে আমরা বীনা কম্পানির যৌক্তিক সমালোচনা করেছি।
আদতে আমরা সমালোচনা করলেও তাদের প্রশংসা খুবই কম করি।
আজকে বীনা কম্পানিকে অনেক ধন্যবাদ। তাদের নিজস্ব গাড়ি দিয়ে আমাদের কাফেলাকে খুব সুন্দরভাবে যিয়ারা করিয়েছেন।

ফ্লাইট এক্সপার্ট OTA (Flight Expert) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যসতর্কতা!  🔴সম্প্রতি জানা গেছে, ফ্লাইট এক্সপার্ট OTA IATA পেমে...
02/08/2025

ফ্লাইট এক্সপার্ট OTA (Flight Expert) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সতর্কতা!
🔴

সম্প্রতি জানা গেছে, ফ্লাইট এক্সপার্ট OTA IATA পেমেন্ট দিতে ব্যর্থ হয়ে হঠাৎ করে কার্যক্রম বন্ধ করে দিয়ে ১০০+ কোটি টাকা নিয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেছে।

✈️ বহু গ্রাহক যারা টিকিট বুকিং করেছেন, তারা এখন চরম অনিশ্চয়তার মুখে।
💸 অনেক এজেন্সির বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
⚠️ এই প্রতিষ্ঠান থেকে এখন কোনো ধরনের সেবা গ্রহণ থেকে বিরত থাকুন।

🔍 আমরা সবাইকে অনুরোধ করছি—

✅ যাচাই-বাছাই ছাড়া কোনো অনলাইন ট্রাভেল কোম্পানির (OTA) সাথে লেনদেন করবেন না।
✅ পরিচিত এবং বিশ্বস্ত এজেন্সি থেকে টিকেট সংগ্রহ করুন।
✅ আগাম পেমেন্ট দেওয়ার আগে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা ভালোভাবে জেনে নিন।

📢 দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হয়।

ইদানিং প্রায় সময়ই নুসুক সিস্টেম ডাউন হয়ে থাকে। যার ফলে মাদার আইডিতে ঢুকে কাজ করা যায় না। যারা গ্রুপ রেডি করছেন, দয়া...
01/08/2025

ইদানিং প্রায় সময়ই নুসুক সিস্টেম ডাউন হয়ে থাকে। যার ফলে মাদার আইডিতে ঢুকে কাজ করা যায় না। যারা গ্রুপ রেডি করছেন, দয়া করে ভিসার ব্যাপারে সিরিয়াস হোন।
গ্রুপ টিকেট নন রিফান্ডেবল হলে কমপক্ষে ফ্লাইটের ১০ দিন আগে থেকেই সিরিয়াস হোন। এখন যেহেতু নুসুক অনুমোদিত হোটেলে হোটেল দেখিয়ে ভিসা করতে হয়, তাই হোটেল থেকে এপ্রুভাল করাতেও অনেক সময় লাগে।
গতকাল আমাদের এক গ্রুপ লিডারের কথা শুনলাম, হোটেলের ফুল টাকা পরিশোধ করে ৩/৪ দিন ধরে ঘুরে হোটেল এপ্রুভাল পায় নাই। তাই এসকল বিষয়ে সকলকেই সতর্ক থাকার অনুরোধ। আর এখন টিকেটের দাম ও আকাশচুম্বী। তাই প্যাকেজ করার ক্ষেত্রে হিসেব করে করবেন। তা নাহলে বিপদে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমীন। ইয়া রব।

11/07/2025


আমাদের জুলাই ও আগস্ট মাসের উমরা কাফেলায় ধামাকা অফার চলছে.....
বিস্তারিত জানতে এখনই কল করুন
Jamil Khan-The Hajj Muallim
01783-681870

07/07/2025

আপনি কি হজ বা উমরাতে যাওয়ার প্ল্যান করেছেন?

আপনার পবিত্র হজ ও উমরাহ পালন সুষ্ঠু, সুন্দর ও পরিপূর্ণ শারীয়াহ মোতাবেক হওয়ার জন্য আমরা হতে পারি আপনার আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোগী..

মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরসের আসন্ন ২০২৫ সনের হজ ও উমরাহ বুকিং চলছে:-

বিগত বছরে আমাদের হাজী সাহেবদের অনুভূতি দেখুন:-

https://muzahidtravel.com/হাজীদের-রিভিউ

যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুনঃ

🕋 মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরস
সরকার অনুমোদিত হজ্জ লাইসেন্স নং ১০৬৪

📍আমাদের অফিস এড্রেস

🏬 হেড অফিসঃ
আসসালাম টাওয়ার, চিড়িয়াখানা রোড, মিরপুর ঢাকা।
📞01783681870 (WhatsApp, imo etc)
📞01712310570
🏬বরিশাল অফিসঃ
সৈয়দ ঈমান আলী টাওয়ার, বিবির পুকুর, সদর রোড, বরিশাল।
📞01721066347 (WhatsApp, imo etc)
📞01783681870
হাজী বাড়ী, ইছাকাঠি, কাশিপুর, বরিশাল
📨মেইল- [email protected]
📰ওয়েবসাইট- https://muzahidtravel.com

নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী Muzahid Travel & Tours

06/07/2025

১০০+ বয়সী হাজী সাহেবকে নিয়ে শুক্রবার তায়েফ থেকে মক্কায় ফিরার পথে মাঝপথে মিকাত করনিল মানাজিলে নেমে উমরার নিয়তে ইহরাম বেঁধেছি।
আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন

05/07/2025

🛂 হজ্জ ও উমরাহ সফর নিয়ে আর নেই দুশ্চিন্তা!!!
আসসালামু আলাইকুম।
আপনারা যারা হজ্ব ও ওমরাহ করেছেন কিংবা নিজে যাওয়ার পরিকল্পনা করছেন — নিশ্চয়ই " মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরস" নামটি শুনে থাকবেন।

বিগত ২৫ বছর ধরে আমরা সুনামের সঙ্গে নিজস্ব লাইসেন্সে হজ্ব ও ওমরাহ কার্যক্রম পরিচালনা করে আসছি, এবং এবছরও আমাদের প্যাকেজে রয়েছে দারুণ কিছু চমক!

🏨 কাবা শরীফ ও মদীনা শরীফ থেকে মাত্র ৫০০–৭০০ মিটার দূরে হোটেল!
এবছর আমাদের তত্ত্বাবধানে আপনারা পেতে যাচ্ছেন —
“হজ্ব ও উমরাহ মানসম্মত বিভিন্ন প্যাকেজ”

✅ কাবা শরীফ থেকে হেঁটে যাওয়ার দূরত্ব
✅ তিন তারকা মানের হোটেল
✅ ঝামেলামুক্তভাবে নুসুক সিস্টেমে ভিসা রিকোয়েস্ট এক্সেপ্ট হওয়ার শতভাগ নিশ্চয়তা!
✅ মনোরম পরিবেশ
✅ ২৪ ঘন্টা ওয়াইফাই সুবিধা ।
✅ রয়েছে আমাদের নিজস্ব তত্বাবধানে সম্পূর্ণ রুট ট্রান্সপোর্ট সুবিধা।
✅ আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত — সেবার শতভাগ নিশ্চয়তা

🛂 ভিসা নিয়ে নেই আর চিন্তা!
তাই:
✅ ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং একদম ঝামেলামুক্ত
✅ শতভাগ নিশ্চয়তা

💸 স্বল্প খরচে মানসম্পন্ন হোটেল বুকিং!
সুবিধাজনক অবস্থান, মানসম্মত সেবা ও কম খরচে সর্বোচ্চ সুবিধা ।

📞 আজই যোগাযোগ করুন:
📱 +8801783681870, +8801721066347

🏢 অফিস ভিজিট করুন:
আসসালাম টাওয়ার, চিড়িয়াখানা রোড, মিরপুর - 2, ঢাকা। বাংলাদেশ।
🏢 বরিশাল অফিস:-
সৈয়দ ঈমান আলী টাওয়ার, টপ টেইন, লিফটের ৫ তলা, বিবির পুকুর, সদর রোড, বরিশাল।

27/06/2025

মক্কার একটি প্রসিদ্ধ পাহাড় জাবালে আবী কুবাইস, তারই পাদদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর রয়েছে। তারই একটু সামনে আবু জাহেলের বাড়ী, যেখানে এখন হাজী সাহেবদের জন্য শৌচাগার বানানো হয়েছে। প্রত্যেক সফরে আমরা সকল হাজীদেরকে এসকল জায়গা ইতিহাসের আলোকে ঘুরিয়ে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সফরকে কবুল করুন।

🕋২০২৬ সালের হজের প্রাক নিবন্ধন চলছে...
🕋হজ্জ পরবর্তী উমরাহ কাফেলায় বুকিং চলছে...

#অভিজ্ঞ আলেমদের সাথে হজ্জ ও উমরাহ পালন করতে চাইলে আজই যোগাযোগ করুন:-

🕋বিস্তারিত জানতে ভিজিট করুন:-
https://muzahidtravel.com

#নিবন্ধন করতে যা প্রয়োজন-
* জাতীয় পরিচয় পত্র
* পাসপোর্ট
* সরকার নির্ধারিত হজ নিবন্ধন ফী ৩০,০০০/-

📍আমাদের অফিস এড্রেস
মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরস
হজ্ব লাইসেন্স নং: ১০৬৪
🏬 হেড অফিসঃ
আসসালাম টাওয়ার, চিড়িয়াখানা রোড, মিরপুর ঢাকা।
📞 01783-681870
📞01721066347
📨মেইল- [email protected]
🌐ওয়েবসাইট- https://muzahidtravel.com

২০২৫ সালের হাজী সাহেবদের নিয়ে মিনার তাঁবুতে অবস্থান করছি। আজ ৮ ই জিলহজ। মিনার তাঁবুতে অবস্থান করা সুন্নত। হাজী সাহেবদের...
04/06/2025

২০২৫ সালের হাজী সাহেবদের নিয়ে মিনার তাঁবুতে অবস্থান করছি। আজ ৮ ই জিলহজ। মিনার তাঁবুতে অবস্থান করা সুন্নত। হাজী সাহেবদের নিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবছর মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরসের মাধ্যমে ১৯০ জন হাজী হজব্রত পালন করছেন।
২০২৬ সালের হজের প্রাক নিবন্ধন চলছে
হজ্জ পরবর্তী উমরাহ কাফেলায় বুকিং কনফার্ম করতে আজই যোগাযোগ করুন
মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরস
হজ্জ লাইসেন্স নং ১০৬৪
www.muzahidtravel.com
01783-681870
01721066347

18/05/2025

আমি গত সপ্তাহে নিজের পোস্টে 100টি প্রতিক্রিয়া ও কমেন্ট পেয়েছি! আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

১দিনে তাওয়াফে কুরিয়ে পাওয়া অসংখ্য  নুসুক কার্ড ।নুসুক কার্ড ছাড়া আরাফাতে , মিনায় যাওয়া তো দূরের কথা , হারামে নামাজ...
16/05/2025

১দিনে তাওয়াফে কুরিয়ে পাওয়া অসংখ্য নুসুক কার্ড ।নুসুক কার্ড ছাড়া আরাফাতে , মিনায় যাওয়া তো দূরের কথা , হারামে নামাজ পড়তেও দিচ্ছে না সাউদি প্রসাশন।
তাই হাজীদের সচেতন থাকতে হবে। তথাপি
যদি আপনার নুসুক কার্ড হারিয়ে ফেলেন, তাহলে কী করবেন?*

1.মোয়াল্লেম অফিসে জানানো:
নুসুক কার্ড হারিয়ে গেলে মোয়াল্লেম অফিসে ভিসা এবং পাসপোর্ট কপি ও নুসুক এর এই ছবিটা নিয়ে আসেন।

2.ডিজিটাল কার্ড ব্যবহার করা:
নুসুক এবং তাওয়াক্কালনা অ্যাপে ডিজিটাল কার্ড ব্যবহার করতে পারেন।

3.সাপোর্ট সেন্টারে যোগাযোগ করা:
নুসুক কেয়ার এ কম্পলেইন করেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একক হটলাইন নম্বর 1966-এ কল করুন।

আগামী ৭ই এপ্রিল সৌদি বিমানে উমরা কাফেলা নিয়ে যাওয়ার নিয়ত করছি, আলহামদুলিল্লাহ !গ্রুপ বড় করবোনা,মাত্র ৩০জনের।অলরেডি ১৫ জন...
26/02/2025

আগামী ৭ই এপ্রিল সৌদি বিমানে উমরা কাফেলা নিয়ে যাওয়ার নিয়ত করছি, আলহামদুলিল্লাহ !

গ্রুপ বড় করবোনা,মাত্র ৩০জনের।

অলরেডি ১৫ জন পাসপোর্ট জমা দিছেন।

বুকিং কনফার্ম করতে দ্রত পাসপোর্ট জমা দিতে পারেন।
৩০ জনের টিকেট ধরা আছে। গ্রুপ ফিলাপ হলেই বুকিং নেওয়া বন্ধ হয়ে যাবে। আসন খালি থাকা সাপেক্ষে আপনি আপনার ফিলাপ কনফার্ম করুন

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jamil Khan-The Hajj Muallim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share