16/07/2025
নেতাকর্মীদের রেখে হাসনাতরা এপিসিতে উঠে নাই। বরং হাসনাত নাহিদরা বারবার আপত্তি করার পরেও নেতা কর্মীরাই জোর করে ওদের এপিসিতে তুইলা দিসে। কয়েক হাজার আর্মড আওয়ামী সন্ত্রাসী তখনও হামলা করতেছে, আর্মিও হাসনাতের কথা শুনে নাই। আর্মির সাথে আধাঘন্টা তর্ক করেও আর্মির সাফ কথা ছিল, নাহিদ হাসনাতদের খুন করা হতে পারে। এপিসিতেই উঠতে হবে। এখন এক দলের কথা শুনে মনে হচ্ছে, এপিসিতে না উঠে হাসনাতরা মইরা গেলেই ওরা খুশি হত।অথচ, ইতিহাস বলে, আওয়ামী লীগের পরে এই ৪ মাসের বাচ্চা দলটাই প্রথম টপ নেতাদের নিয়ে গোপালগঞ্জ যাইয়া সমাবেশ করার সাহস দেখাইলো।গত ৫০ বছরে যারা টপ লিডারদের নিয়ে গোপালগঞ্জ একবার যাইতে সাহস করে নাই, তাদের থেকে সাহসের আলাপ শুনলে হাসিই পায় আর কী।