
08/05/2025
বাগাদী দরবারে তা'লিমী জলসা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত।
শতাব্দী প্রাচীন বাগাদী দরবারে সাপ্তাহিক তা'লিম ও মিলাদ অনুষ্ঠিত। তা'লিম ও দোয়া করেন পীর আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান। কুরআন তেলাওয়াত করেন ছাহেবজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, মিলাদ পাঠ করেন মাও. মো: জহিরুল ইসলাম পাটোয়ারী।
এলাকার বয়জেষ্ঠ মুরব্বি, যুবক-কিশোর ও শিশুদের উপস্থিতিতে প্রানবন্ত আয়োজনে মুখরিত ছিল মাজার ও মাদরাসা প্রাংগন। উল্ল্যেখ্য যে, প্রতি বৃহস্পতিবার নিয়মিত বাদ মাগরিব থেকে বাদ এশা পর্যন্ত তা'লিম ও দোয়া অনুষ্ঠিত হয়, তবারুক আয়োজনে মেহমানদারি করা হয়। শিরক ও বিদায়াতমুক্ত হক্ব ছিলছিলা ফুরফুরার মোজাদ্দেদে জামান ও হাফেজ আহমাদ জৈনপুরীর অন্যতম বিশিষ্ট খলিফা আলহাজ্ব মাওলানা মো ছালামত উল্যাহ খান রহ. বাগাদী আলিয়া মাদরাসা ও আধ্যাত্মিক মারকাজ প্রতিষ্ঠা করে ১৮৯০ সালে।
ইয়ামেন থেকে আগত পূর্বপুরুষদের খেদমতকে ছড়িয়ে দেন বাংলাদেশের আনাচে কানাচে। আল্লাহ পাক এ ধারাবাহিকতায় সকলের খেদমত ও অংশগ্রহণ কবুল করুন, এ প্রত্যাশা করেন এলাকাবাসী।
দোয়াতে পীর সাহেব হুজুরের ভগ্নিপতি আলহাজ্ব মো: সফিকুর রহমান খানসহ ডা. সেলিম বেপারী, আব্দুল মতিন মন্টুর সুস্থতা কামনা করা হয়। ফিলিস্তিন ও ভারতের মুসলমান এবং চলমান যুদ্ধাবস্থার অবসানে দোয়া করা হয়।