শূন্যতা

  • Home
  • শূন্যতা

শূন্যতা বুকের ভেতর যে শূন্যতা, তার নাম দীর্ঘশ্বাস...

08/07/2025

বারান্দা পেরুলেই উঠোন
তাতে লেগে থাকে নিত্যকার বদ অভ্যাস
তারই একটা কোণে পড়ে থাকুক কিছু স্মৃতি
একটু এগোলেই সিংহদ্বার
কিছু হতাশা এই পারে পড়ে থাক আজীবন

চলো শুদ্ধ হই
চলো আজ অধমের হাতে দিই উত্তম

এক একটা দিনের ক্লান্তি যখন রাত্রি ডেকে আনে
কিছু শ্লেষ মিশে থাকে গোধূলির রঙে
কিছু বিতৃষ্ণা নুয়ে পড়ে পাতার মতোন।

রাত্রি নিশুতি হলে আত্মাভিমান বেড়ে ওঠে
বুকের খাঁচায়
সেরিব্রামে ধ্বনিত হয় একটি মাত্র শব্দ
পরাজয়-পরাজয়।

।।১৮.০৯.২০২০ ।।

উত্তর কত?কমেন্টে জানান দেখি।
27/01/2025

উত্তর কত?
কমেন্টে জানান দেখি।

24/01/2025

মসলার নাম ইংরেজিতে!
1. হলুদ - Turmerics ( ঠা(র)মারিখস)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM (খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER (ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা - BAY LEAF (বেই-লিফ)

31/12/2024

প্রেম যদি গোপন না থাকে তবে তা পাপ।

-মির্জা গালিব।

15/11/2023

চলুন জেনে নিই।

29/10/2023

কাজী শুভ'র কবিতা।

Send a message to learn more

25/12/2022

পৃথিবী এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে
প্রতিদিন একটু একটু করে অনেকখানি
পথ পিছিয়ে পড়েছি
ছেলেবেলার অল্প অল্প করে জমতে থাকা
পড়ার মতোন
কাল পুষিয়ে নেব ভেবে আজন্ম অসমাপ্ত
রয়ে গেছে সিলেবাস।

এত দিনে বুঝে গেছি খুব
ইঁদুর দৌড়ে আমি হেরে যাবো
পাঠ্যবইয়ের মতো আমি পিছিয়ে থাকবো
জীবনের সিলেবাসেও।

তোমরা যখন বলছো কৃপ্টোকারেন্সি, ডাটা ব্যাংক, হাইপারলুপ
আমি তখন ডালভাতের সাথে আলুভর্তার দাম হিসেব করছি
তোমরা যখন বলে ওঠো টেস্টটিউব, সারোগেসি
আমি তখন রাস্তায় পড়ে থাকা শীর্ণকায় মা আর তার পিতৃ পরিচয়হীন সন্তানের দিকে তাকিয়ে অবাক হই।

তোমরা যখন উন্নত বিশ্বে নাগরিকত্ব চেয়ে আবেদন করো
আমি তখন জ্বলন্ত লঞ্চে বসে দোয়া ইউনুস পড়ি,
জীবনের সিলেবাসেও আমি বড্ড পিছিয়ে পড়লাম গো

পৃথিবী এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে
প্রতিদিন একটু একটু করে অনেকখানি...

-------
২৫/১২/২০২১

আমাদের ঈদ গুলো বড্ড আব্বাময় ছিলনামাজ শেষে সাদা পাঞ্জাবিতে ঢাকা আব্বা ফিরে এলেদুহাতে বুকের মধ্যে জড়ালে নাসারন্ধ্র ভরে যেত...
11/07/2022

আমাদের ঈদ গুলো বড্ড আব্বাময় ছিল
নামাজ শেষে সাদা পাঞ্জাবিতে ঢাকা আব্বা ফিরে এলে
দুহাতে বুকের মধ্যে জড়ালে নাসারন্ধ্র ভরে যেত স্নিগ্ধতায়
এমন হয়, কিছু স্নিগ্ধতা হারিয়ে যায় সারা জীবনের জন্য।

আব্বার খুৎবার বই, জরির গিলে করা সৌদি আলখেল্লা
ভাঁজে ভাঁজে পড়ে আছে মায়ের আলমারিতে
আমাদের ঈদ গুলো চুপিচুপি আব্বা সাথে করে নিয়ে গেছেন

ঈদগাহের মিম্বর থেকে আর কোন দিন সেই কণ্ঠ হতে শোনা যাবে না
নাহমাদুহু ওয়া নুসাল্লি আ'লা রাসূলিহিল কারীম
আম্মা বা'দ...
আমাদের ঈদ হারিয়েছে চুপিচুপি
আমাদের ঈদ
আমাদের আব্বা
চুপিচুপি...

২১.০৭.২০২১

01/07/2022

ভুল
কবিঃ তারাপদ রায়
কণ্ঠেঃ Arif Billah
ব্যানার ডিজাইনঃ Serajum Munira

 #নোনা_কবিতাপ্রসূতি সমুদ্রের গর্ভ থেকেজন্ম নেয় নোনা কান্নার ঢেউভেজা বালিতে লেগে থাকে প্রিয়ের দেওয়া চুমুর চিহ্ন জলরঙা লিপ...
30/06/2022

#নোনা_কবিতা

প্রসূতি সমুদ্রের গর্ভ থেকে
জন্ম নেয় নোনা কান্নার ঢেউ
ভেজা বালিতে লেগে থাকে
প্রিয়ের দেওয়া চুমুর চিহ্ন
জলরঙা লিপিস্টিক মুছে দেয়
ছাইরঙা ঝিনুক।

ক্ষণভুলো পরিব্রাজক কললে মগ্ন তখনো
কফির কাপে টুপ করে ঝরে পড়ে
বিষণ্ণতার নোনা কবিতা
ভেজা গণ্ড শুকিয়ে দেয় বেহায়া বাতাস
সীগালের ডাকে সম্বিৎ ফেরে।

দূরের ঝাউবনে জোনাকিরা পৌঁছে দেয়
নষ্ট হৃদয়ের এনজিওগ্রাম।
প্রসূতি সমুদ্রের গর্ভ থেকে
আবার জন্ম নেয় নোনা কান্নার ঢেউ।
. . . . . . .
১৩ মার্চ ২০১৯

#স্বরচিত_০১

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্যতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share