28/03/2024
এই সিম্বলটা কিসের আশা করি আপনারা সবাই জানেন। তাও যদি না জানেন তাহলে বলে দেই, এইটা সম*কা*মিতার সিম্বল। গুগল করে নিয়েন।
আপনি ছবিটার দিকে খেয়াল করলে দেখতে পাবেন, পাঞ্জাবিটা 'ফর কিডস' সেকশন এ তারা রেখেছে। কারণ তাদের টার্গেট সবসময়ই কোমলমতি শিশু।
এর আগেও Imran Hossain Limon নামের একটা ছেলেকে দাড়ি রাখার কারণে আড়ং এ চাকরি দেওয়া হয় নাই। অনেকে ভুলে গেলেও আমি সেটা কখনো ভুলি নাই। ভুলবো না। কারণ উম্মার একজন এর সাথে অন্যায় মানে সবার সাথে অন্যায়।
আড়ং BRAC এর একটা অঙ্গ প্রতিষ্ঠান। তারা ইসলাম বিদ্বেষী কিনা সেটা আপনাদের বুদ্ধিমত্তার কাছেই ছেড়ে দিলাম। বাংলাদেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, বুঝদারের জন্য, বেশি কথা লিখার প্রয়োজন দেখছি না!
বাচ্চাদের পাঞ্জাবির মধ্যে এইসব? তাও ঈদের আগে? তারা ঈদগাহে যাবে সম*কা*মিতার পাঞ্জাবি গায়ে দিয়ে? অবিভাবক, আলেম ওলেমা কেও কিছু বুজবে না?
আল্লাহ আমাদের রক্ষা করুক, আমীন।
নোটঃ রংধনুর রং হয় সাতটি আর সম*কা*মিতার সিম্বলের রং হয় ছয়টা! এইবার মিলিয়ে দেখেনতো, পাঞ্জাবিতে কি রংধনুর ৭ রং নাকি সমকামিতার ৬ রং?