শান্তির পথ

  • Home
  • শান্তির পথ

শান্তির পথ Assalamualaikum

28/03/2024

"ওহে যুবকেরা, আখিরাতের তালাশ করো। আমরা এমন মানুষ প্রচুর দেখেছি, আখিরাত তালাশ করতে করতে ব্যক্তি আখিরাতের পাশাপাশি দুনিয়াও পেয়ে গেছে এবং দুটোই ঠিক রেখেছে। কিন্তু এমনটা দেখিনি, দুনিয়া তালাশ করতে গিয়ে দুনিয়ার পাশাপাশি আখিরাতও পেয়ে গেছে এবং দুটোই তার ঠিক আছে।"

~ ইমাম হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহ
[ আয-যুহদুল কাবীর, ইমাম বাইহাকী, ১২]

28/03/2024
এই সিম্বলটা কিসের আশা করি আপনারা সবাই জানেন। তাও যদি না জানেন তাহলে বলে দেই, এইটা সম*কা*মিতার সিম্বল। গুগল করে নিয়েন।আপন...
28/03/2024

এই সিম্বলটা কিসের আশা করি আপনারা সবাই জানেন। তাও যদি না জানেন তাহলে বলে দেই, এইটা সম*কা*মিতার সিম্বল। গুগল করে নিয়েন।

আপনি ছবিটার দিকে খেয়াল করলে দেখতে পাবেন, পাঞ্জাবিটা 'ফর কিডস' সেকশন এ তারা রেখেছে। কারণ তাদের টার্গেট সবসময়ই কোমলমতি শিশু।

এর আগেও Imran Hossain Limon নামের একটা ছেলেকে দাড়ি রাখার কারণে আড়ং এ চাকরি দেওয়া হয় নাই। অনেকে ভুলে গেলেও আমি সেটা কখনো ভুলি নাই। ভুলবো না। কারণ উম্মার একজন এর সাথে অন্যায় মানে সবার সাথে অন্যায়।

আড়ং BRAC এর একটা অঙ্গ প্রতিষ্ঠান। তারা ইসলাম বিদ্বেষী কিনা সেটা আপনাদের বুদ্ধিমত্তার কাছেই ছেড়ে দিলাম। বাংলাদেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, বুঝদারের জন্য, বেশি কথা লিখার প্রয়োজন দেখছি না!

বাচ্চাদের পাঞ্জাবির মধ্যে এইসব? তাও ঈদের আগে? তারা ঈদগাহে যাবে সম*কা*মিতার পাঞ্জাবি গায়ে দিয়ে? অবিভাবক, আলেম ওলেমা কেও কিছু বুজবে না?

আল্লাহ আমাদের রক্ষা করুক, আমীন।

নোটঃ রংধনুর রং হয় সাতটি আর সম*কা*মিতার সিম্বলের রং হয় ছয়টা! এইবার মিলিয়ে দেখেনতো, পাঞ্জাবিতে কি রংধনুর ৭ রং নাকি সমকামিতার ৬ রং?

27/03/2024

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ঐ ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, যার নিকট রমাদান এসে চলে গেল অথচ সে তার পাপগুলো ক্ষমা করাতে পারলো না।

[জামে তিরমিজী: ৩৫৪৫]

26/03/2024

বিশ্ববিদ্যালয়ের বেপর্দা অশ্লীল মেয়েটা যত সুন্দরীই হোক আমি তাকে বিয়ে করবো না, আর একজন মুত্তাকী মেয়ে যতই অসুন্দর হোক আমি তাকে বিয়ে করবো।

- শাইখ হারুন ইজহার (হাফি:)

26/03/2024

রোজা জাহান্নাম থেকে ঢালস্বরূপ।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘রোজা জাহান্নামের আগুন থেকে ঢালস্বরূপ।’’

(ইমাম নাসায়ি, আস-সুনান: ২২৩৪; হাদিসটি সহিহ)

24/03/2024

আলি (রাদি.) থেকে বর্ণিত —

তিনি বলেন, যখন অন্তর ভালো কাজকে ভালো এবং খারাপ কাজকে খারাপ বুঝবে না, তখন তার অধঃপতন শুরু হতে থাকবে। অতঃপর তার উঁচুকে নিচুতে পরিণত করে দেওয়া হবে (অর্থাৎ, তার ভালোমন্দ পার্থক্য করার শক্তি লোপ পেয়ে যাবে)!

[মুসান্নাফে ইবনু আবি শায়বা : ৩৬৮৮৬; মাওকুফ, সহিহ]
বইঃ কিতাবুল ফিতান, ১ম খন্ড — পৃষ্ঠা ১০৭

23/03/2024

জিহাদের ময়দানে একটি রোজার মাহাত্ম্য:

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় (জিহাদে) একদিন রোজা রাখবে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন।’’

(ইমাম মুসলিম, আস-সহিহ: ২৩০৬)

22/03/2024

রোজার সমমানের কোনো আমল নেই।
আবু উমামা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ‘কোন ইবাদত সর্বোত্তম?’ উত্তরে নবিজি বলেন, ‘‘তোমার উচিত রোজা রাখা, কেননা এর সমমানের কিছু নেই।’’

(ইমাম নাসায়ি, আস-সুনান: ২২২২; হাদিসটি সহিহ)

21/03/2024

রোজা অতীতের সব গুনাহ মুছে দেয়।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
‘‘যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রামাদানে রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’’

(ইমাম বুখারি, আস-সহিহ: ১৯০১)

21/03/2024

সাদা লাল নীল কালো সব ফুলই দেখতে সুন্দর, কিন্তু সব ফুলে ঘ্রাণ থাকে না। তেমনি নারী।

প্রত্যেক নারীকে আল্লাহ যে বর্ণেরই হোক অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। অন্তরে খাঁটি (বৈধ) ভালোবাসা থাকলে সোমালিয়ান নারীর মাঝেও যুবক সৌন্দর্য্য খুঁজে পেতে পারে। কিন্তু সাবধান! সব নারীর মাঝে বিমোহিত করার ঘ্রাণ তথা গুণ থাকে না।

তাই রাসুলের নির্দেশনা হচ্ছে দ্বীনদার নারী বিয়ে করো। আরেকটা নির্দেশনা হচ্ছে অধিক সন্তান প্রসবকারী সোহাগী নারী বিয়ে করো। অর্থাৎ যেন রাসুল ﷺ বলছেন, সুঘ্রাণযুক্ত ফুলের বীজ সংগ্রহ করে বেশী বেশী তা পৃথীবিতে বপণ করো। এতে অশান্ত পৃথিবীত শান্ত হবে, মিল্লাতু ইব্রাহীমের আদর্শের বিস্তার হবে, মৃত্যুর পরে তুমি অংকুরিত বীজ থেকে ছায়াদার বৃক্ষের ফল পেতে থাকবে।

কথাঃ হাফিজ আল মুনাদি।

20/03/2024

ইমাম সুফিয়ান সাওরী রহিমাহুল্লাহর পকেটে সর্বদা একটা কাগজের টুকরা রাখতেন। যা তিনি বারবার দেখতেন আবার পকেটে ঢুকিয়ে রাখতেন। একদিন কাগজটি পকেট থেকে নিচে পড়ে গেলো। লোকজন সেটা উঠিয়ে দেখে সেখানে লিখা ছিলো:

❝ হে সুফিয়ান! মনে রেখো আল্লাহর সামনে তোমাকেও দাড়াতে হবে। ❞

[সিয়ারুস সালফে সালেহীন: ১০০৬]

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share