27/12/2024
#লাফিং_বুদ্ধ আসলে চিনের লোককথা এবং বৌদ্ধ ধর্মের এক জনপ্রিয় ব্যক্তিত্ব। বড় পেট এবং উষ্ণ হাসিই এই মূর্তির মূল বৈশিষ্ট্য। এই আকর্ষণীয় চেহারার জন্যই তাঁকে 'লাফিং বুদ্ধ' ডাকনাম দেওয়া হয়েছে। চিনা লোককথা অনুযায়ী, মনে করা হয় তিনি ১০ শতকের কাছাকাছি সময়ের এক জনপ্রিয় বৌদ্ধ সন্নাসী ছিলেন।