
04/07/2024
বিশ্ব বিখ্যাত শিল্পী আশা ভোঁসলের পা নিজ হাতে ধুয়ে দিচ্ছেন আর এক বিশ্ব বিখ্যাত শিল্পী সনু নিগম। অথচ আমাদের দেশে এখনো যারা জাতীয় পর্যায়ে কোনদিন কাজ করতে পারেনি পাড়া মহল্লার ছোটখাটো দুই একটি স্টেজ শো তে গান করলেই অহংকারে মাটিতে পা পড়ে না। সিনিয়রদের সম্মান করতে তাদের যেন প্রেস্টিজে বাঁধে আর এরা জানে না জানতেও চায় না সেই সিনিয়র শিল্পী অথবা মিউজিসিয়ানের লাইফের এচিভমেন্ট সম্পর্কে।আমাদের দেশের শিল্পীদের অনেক কিছুই শেখার আছে এই ছবিটি দেখে। আমরা এটা ভুলে যাই যে আজকে আমি কোন সিনিয়রকে সম্মান করলে কালকে আমার জন্যেও সেই সেই সম্মানের প্রাপ্তির অধিকার থাকবে।