15/07/2024
রাজাকার জাতি
-------------------------
(By Moon)
কিসের দেশ, কিসের জাতি?
কোটা কেনো দাদার নাতির?
চাইলে শুধু ন্যায় অধিকার,
২লাখ বাদে সব রাজাকার।
হ্যা রে দেশ! উওাল বেস।
স্বৈরচারীর দিন কবে শেষ?
১৫ কোটি ৯৮ লাখ
সইছে আজ ঘাত-প্রতিঘাত।
ছাএ পেটায় ছাএলীগ,
রক্তের দাগ দিক-বেদিক।
তবে হোক প্রতিবাদ টিএসসি তে।
জ্বলুক আগুন চব্বিশেতে।
পারলে ঠেকাক কারো দাদার নাতি।
হ্যা আমরা হলাম রাজাকার জাতি।