Kanta's Dairy

  • Home
  • Kanta's Dairy

Kanta's Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanta's Dairy, Digital creator, .
(1)

আদা পানি (Ginger Water) প্রাচীনকাল থেকেই নানা স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়ে আসছে — বিশেষ করে আয়ুর্বেদিক ও দেশীয় চ...
04/06/2025

আদা পানি (Ginger Water) প্রাচীনকাল থেকেই নানা স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়ে আসছে — বিশেষ করে আয়ুর্বেদিক ও দেশীয় চিকিৎসায়।

নীচে আদা পানির প্রধান উপকারিতা গুলো সুন্দরভাবে তুলে ধরলাম:

---

🟢 আদা পানির উপকারিতা:

1. 🦠 জীবাণু ও সংক্রমণ প্রতিরোধে সহায়ক

আদায় থাকে জিঞ্জারল (Gingerol), যা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল

ঠান্ডা-কাশি বা ভাইরাল ইনফেকশনে উপকারী

---

2. 🧘‍♀️ হজমে সহায়তা করে

পেট ফাঁপা, গ্যাস, বদহজম হলে আদা পানি দ্রুত আরাম দেয়

পিত্ত নিঃসরণ বাড়ায়, ফলে খাবার ভালোভাবে হজম হয়

---

3. 🔥 দেহের অতিরিক্ত চর্বি পোড়াতে সহায়তা করে

আদা পানি মেটাবলিজম বাড়ায়, ফলে ওজন কমাতে সহায়ক

সকালবেলা খালি পেটে খেলে ভালো কাজ করে

---

4. 🩸 রক্ত চলাচল ও হার্ট সুস্থ রাখে

রক্তে চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে

ব্লাড প্রেসার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে

---

5. 🌡️ জ্বর ও ঠান্ডা কমাতে সহায়তা করে

গলা ব্যথা, ঠান্ডা, নাক বন্ধ – এসবের জন্য আদা পানি খুব উপকারী

04/06/2025

🥗 সাধারণ স্বাস্থ্যকর ডায়েট চার্ট (ওজন ঠিক রাখতে বা কমাতে):

🌅 সকাল (৬টা–৮টা):

১ গ্লাস গরম পানি + ১/২টি লেবু রস

১টা কলা বা আপেল

(চাইলে ৪টা ভেজানো বাদাম)

🍳 নাশতা (৮টা–৯টা):

১টা সেদ্ধ ডিম + ১ পিস রুটি / ওটস

১ কাপ গ্রিন টি / লো-সুগার চা

(চাইলে: শসা, টমেটো কেটে খান)

🕛 দুপুর (১টা–২টা):

১ কাপ ভাত বা ২ পিস রুটি

১ পিস গ্রিল/সেদ্ধ/কম তেলে রান্না করা মাছ বা মুরগি

১ কাপ মিক্স সবজি (ঝোল ছাড়া)

১ প্লেট সালাদ (শসা, গাজর, পেঁয়াজ)

☕ বিকেলের নাস্তা (৫টা–৬টা):

১ কাপ চা (চিনি ছাড়া)

২ পিস ডায়েজেস্টিভ বিস্কুট

অথবা: ১টি ফল (কমলা, পেয়ারা, আপেল)

🌙 রাতের খাবার (৮টা–৯টা):

১/২ কাপ ভাত বা ১ পিস রুটি

১ পিস মাছ/মুরগি (ভাজা নয়)

সালাদ

১ গ্লাস গরম পানি

🛏️ ঘুমানোর আগে:

১ গ্লাস গরম পানি

(চাইলে ১ চিমটি চিয়া সিড পানিতে ভিজিয়ে খেতে পারেন)

✅ কিছু টিপস:

দিনে ৮–১০ গ্লাস পানি পান করুন

একবারে বেশি না খেয়ে অল্প করে বারবার খান

চিনি ও অতিরিক্ত তেল/চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন

রাতে দেরি করে খাওয়া থেকে বিরত থাকুন!
ধন্যবাদ 🤗

""ওজন কমাতে সহায়ক জিরাঃ   জিরা পানি ভালো হজমে সহায়তা করে এবং দেহ থেকে টক্সিন বার করতে পারে। পরিপাকক্রিয়া ঠিক থাকলে, শর...
05/01/2025

""ওজন কমাতে সহায়ক জিরাঃ
জিরা পানি ভালো হজমে সহায়তা করে এবং দেহ থেকে টক্সিন বার করতে পারে। পরিপাকক্রিয়া ঠিক থাকলে, শরীর থেকে টক্সিন সহজেই পরিষ্কার হয়, ফলে ওজন হ্রাস এবং ফ্যাট কমে। তাই নিয়মিত জিরা পানে ওজন নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে : জিরা পটাশিয়াম, আয়রন এবং ফাইবারের একটি চমৎকার উৎস।

05/01/2025

"ওজন কমাতে চাইলে যেসব খাবারের পরিবর্তন আনতে হবেঃ
যদি ওজন কমানোর লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে টেকসই খাদ্যতালিকাগত পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খাবারে এত বেশি বৈচিত্র রয়েছে যে স্বাদ না কমিয়েও সুষম খাদ্য খাওয়া সম্ভব। তাই দুশ্চিন্তার কিছু নেই। আপনার পছন্দের খাবারগুলো খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, ওজন কমাতে চাইলে খাবারে কোন পরিবর্তনগুলো আনবেন-

১. হোল গ্রেইন

সাদা চাল এবং ময়দার মতো মিহি শস্যের পরিবর্তে হোল গ্রেইন যেমন বাদামি চাল, কুইনোয়া এবং পুরো গম দিয়ে তৈরি আটার খাবার খাবন। গোটা শস্যে প্রচুর ফাইবার থাকে, যা ভালো হজমশক্তি বাড়ায়। এই খাবারগুলো আপনার পেট দীর্ঘ সময় পূর্ণ রাখে এবং অতিরিক্ত খাওয়া রোধ করে। যে কারণে বারবার খাওয়ার আকাঙ্ক্ষা চলে যায় এবং ওজন বৃদ্ধির ভয়ও কমে যায়।

২. মৌসুমি শাক-সবজি

মৌসুমি পণ্য শুধু তাজা এবং পুষ্টিকরই নয় বরং লাভজনকও বটে। উদাহরণস্বরূপ, শীতকালে গাজর, পালং শাক, মুলা এবং বিটের মতো সবজি সহজেই পাওয়া যায়। আপনার খাবারে এগুলো রাখলে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। ভাজা, স্যুপ বা তরকারির সঙ্গে মৌসুমি সবজি খাওয়ার অভ্যাস করুন।

৩. উদ্ভিদ ভিত্তিক প্রোটিন

আমাদের খাবারে প্রায়ই পর্যাপ্ত প্রোটিনের অভাব হতে পারে। মসুর ডাল, ছোলা, মটরশুটি, টোফু এবং সয়ার মতো উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন এক্ষেত্রে সহজলভ্য হতে পারে। এগুলো দিয়ে নানা পদের খাবার তৈরি করে খাওয়া যায়। স্বাস্থ্যকর সালাদেও রাখতে পারেন এ ধরনের সহজলভ্য প্রোটিন। আপনি যদি ডিম বা চর্বিহীন মাংস খান তবে তাও আপনাকে তৃপ্ত রাখতে এবং চর্বি ঝরানোর সময় পেশী তৈরি করতে সাহায্য করবে।

৪. চিনি এবং পরিশোধিত শর্করা কমিয়ে দিন

অতিরিক্ত চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট ওজন বৃদ্ধির পিছনে প্রধান অপরাধী। আপনার মিষ্টি, প্যাকেটজাত স্ন্যাকস এবং চিনিযুক্ত পানীয় খাওয়া কমিয়ে দিন। পরিবর্তে ফল, গুড় বা মধুর মতো প্রাকৃতিক বিকল্প বেছে নিন। স্ন্যাকসের জন্য রোস্ট করা মাখন, বাদাম, বা ঘরে তৈরি চাট স্প্রাউট খেতে পারেন।

৫. স্বাস্থ্যকর ফ্যাট খান

সব ফ্যাট খারাপ নয়। বাদাম, বীজ, অ্যাভোকাডো এবং সরিষা, নারকেল বা অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর ফ্যাট বেছে নিন। পরিমিতভাবে ঘিও চর্বির একটি ভালো উৎস যা হজমে সহায়তা করে এবং খাবারের স্বাদ বাড়ায়। ভাজা বা প্যাকেটজাত খাবার থেকে ট্রান্স ফ্যাট এড়িয়ে চলুন।

☕ চা বানানোর গুরুত্বপূর্ণ টিপসঃ ⤵️☕ চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে ...
15/12/2024

☕ চা বানানোর গুরুত্বপূর্ণ টিপসঃ ⤵️

☕ চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে দেবেন না।এতে চায়ের গন্ধ নষ্ট হয়।

☕ এলাচ,লবঙ্গ,দারচিনি দেওয়া চা পছন্দ হলে তা ড্রাইরোস্ট করে থেঁতো করে তবেই ব্যবহার করুন।এতে আরও ভাল গন্ধ পাওয়া যায়।

☕ চা পাতা কখনই প্লাস্টিকের কৌটোতে নয়,কাঁচ কিংবা স্টিলের জারে সংরক্ষণ করুন।খেয়াল রাখবেন যাতে সরাসরি রোদ না লাগে কৌটোতে।

☕ রং চা বানানোর ক্ষেত্রে,পানি আর চা পাতা কিন্তু কখনই একসঙ্গে ফোটাবেন না।এতে গ্যাস নষ্ট,সময় নষ্ট সেই সঙ্গে চায়ের কোনও রকম স্বাদও পাওয়া যায় না।যেমনই চা পাতা হোক না কেন আগে পানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে তবেই চা পাতা দিন।এরপর ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে ছেঁকে নিন।

☕ দুধ চা আর লিকার চা বানানোর পদ্ধতি কিন্তু একদম আলাদা।যে চায়ের পাতায় ভাল লিকার হয়,সেই পাতা দিয়ে দুধ চা বানাবেন না।এক্ষেত্রে দানা চা ( CTC Tea) ব্যবহার করুন।ভাল রং পাবেন।

☕ আদা দিয়ে চা করতে চাইলে আদা গ্রেট করে প্রথমে গরম পানির মধ্যে দিন।তাতে দু-একটা তুলসি পাতা,তিন থেকে চারটে লবঙ্গ,গোলমরিচ ফেলে দিতে পারেন।এই পানি ভাল ভাবে ফুটলে তারপরই গ্যাস বন্ধ করে চা পাতা দিন।দুকাপ চা হলে এক চা চামচ চা পাতা দিন।এই অনুপাতে চায়ের পাতা ব্যবহার করবেন।অতিরিক্ত চা পাতা দিলেই চা খেতে ভাল হবে,এই ধারনা একেবারে ভুল।

☕ লেবু চা বা কমলালেবুর চা পছন্দ হলে আগে থেকে খোসা ছাড়িয়ে তা রোদে শুকিয়ে রাখুন।খুব ভাল করে শুকনো হলে সেই খোসা গুঁড়ো করে অল্প পরিমাণ চায়ের সঙ্গে মিশিয়ে রাখুন।

Day 01Dinner 🌼
10/12/2024

Day 01
Dinner 🌼

Day 01Lunch 🤗😋
10/12/2024

Day 01
Lunch 🤗😋

Day 1ডায়েট এডাপটেশন। সকালের নাস্তা। ব্লাক কফি, এক চিলতে আম। 🌼
10/12/2024

Day 1
ডায়েট এডাপটেশন।
সকালের নাস্তা।
ব্লাক কফি, এক চিলতে আম। 🌼

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanta's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share