06/09/2025
🌸 ড্রাই স্কিনের যত্নে এক্সফোলিয়েশন কেমন হওয়া উচিত?
ড্রাই স্কিনে ন্যাচারালি সিবাম কম উৎপন্ন হয়। তাই অনেকেই এক্সফোলিয়েশন করতে ভয় পান, ভাবেন আরও ড্রাই হয়ে যাবে।
🌿 কিন্তু সত্যি হলো, ড্রাই স্কিনেও এক্সফোলিয়েশন দরকার। তবে সেটা হতে হবে খুব জেন্টল।
মানে, মৃত কোষ তুলতে হবে, কিন্তু হাইড্রেশনও ধরে রাখতে হবে।
✨ড্রাই স্কিনে বেস্ট এক্সফোলিয়েটর হলো Lactic acid (৩–৫%)। ল্যাকটিক অ্যাসিড এর মলিকুলার সাইজ বড় হওয়াতে এটি ড্রাই স্কিনের জন্য সবচেয়ে ভালো অপশন।
কারণ এটা একদিকে এটি স্কিনের বেশি ভিতরে যায়না, আবার মৃত কোষ সরায়, কিন্তু NMF হিসেবে পানি ও ধরে রাখে।
ফলে স্কিন নরম, স্মুথ হয় আর হাইড্রেশনও বাড়ে।
✨কিন্তু যদি কারও জেদি ডার্ক স্পট বা পিগমেন্টেশন থাকে, তখন Glycolic acid ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে মাঝে মাঝে glycolic mask দেওয়া যেতে পারে, তবে এটা রেগুলার নয়, শুধু ট্রিটমেন্ট হিসেবে।
💡 Dry-skin exfoliation rules:
- সপ্তাহে ২ রাতের বেশি ল্যাকটিক ব্যবহার করা ঠিক না।
- একদিনে একটাই acid → ল্যাকটিক আর গ্লাইকোলিক একসাথে নয়।
- একই সপ্তাহে দুটোই ব্যবহার করলে দুটোর মাঝে অন্তত ৩ দিনের গ্যাপ রাখতে হবে।
- এক্সফোলিয়েশনের পর সবসময় hydrating (Sodium PCA/Peptide) টোনার/সিরাম + lipid-rich moisturizer (Urea/Ceramide বেইজড) ব্যবহার করতে হবে।
- গ্লাইকোলিক অ্যাসিড মাস্ক ব্যবহার করলে স্কিন যদি বেশি ড্রাই হয়, এক্সফোলিয়েশন মাস্কের পর sheet মাস্ক ও ব্যবহার করা যেতে পারে। (অপশনাল)।
- Sunscreen বাদ দেওয়া যাবে না, exfoliated স্কিন UV damage এ বেশি সেনসিটিভ।
- যদি এজিং স্কিন হয় এবং হেলদি থাকে, তবে ল্যাকটিক বাদ দিয়ে সপ্তাহে দুইবার গ্লাইকোলিক ব্যবহার করা যেতে পারে।
- এজিং স্কিনে যদি ল্যাকটিক ব্যবহার করতে হয় (for extreme dry skin) তাহলে সপ্তাহে ম্যাক্স তিন/চার রাত পর্যন্ত করা যেতে পারে।
🌸 মানে দাঁড়ালো: ড্রাই স্কিনকে এক্সফোলিয়েট করতে হবে জেন্টলি, সাথে সাথে পানি ধরে রাখার আর ব্যারিয়ার মেরামতের ব্যবস্থা ও রাখতে হবে।
তাহলেই স্কিন healthy থাকবে 🌿
——-
——-
© 2025 Skincare with Salmeen- Bangla. এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা, চিকিৎসা পরামর্শ নয়। অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ।