Skincare with Salmeen- Bangla

  • Home
  • Skincare with Salmeen- Bangla

Skincare with Salmeen- Bangla আমি সালমীন, একজন লাইসেন্সড স্কিনকেয়ার স্পেশালিস্ট এবং সার্টিফাইড আয়ুর্বেদিক নিউট্রিশনিস্ট।

আমার পেইজে আমি স্কিনকেয়ার টিপস পোস্ট করে থাকি।

Hi, my name is Salmeen, I am a skincare professional, and this is my page.

03/10/2025

কিভাবে বুঝবেন স্কিন ব্যারিয়ার ড্যামেজড? Skincare professional explains.

----

তিনটা জিনিস আমার ব্যাপারে যেগুলো একদমই স্কিনকেয়ার রিলেটেড না : ☑️১। আমি মাঝে মাঝে ভুলেই যাই আমার নামে একটা scientific j...
02/10/2025

তিনটা জিনিস আমার ব্যাপারে যেগুলো একদমই স্কিনকেয়ার রিলেটেড না :

☑️১। আমি মাঝে মাঝে ভুলেই যাই আমার নামে একটা scientific journal paper আছে! 🎓

আমার মাস্টার্স থিসিস (Netherlands এ করা) থেকে ওইটা publish হয়েছিল। (লিঙ্ক কমেন্টে)

☑️২। স্কিনকেয়ার ছাড়াও আমার আরেকটা প্যাশন হচ্ছে ফিলোসফি নিয়ে পড়াশানা করা। আমার পছন্দের ফিলোসফি হচ্ছে stoicism and taoism.

এছাড়াও আমি sound healing অনেক পছন্দ করি!

☑️৩। আমি ট্রাভেল এর সময় অনেক লাইট প্যাক করতে পারি (yes I consider that as a skill)!

একবার আমি নেদারল্যান্ড, আর UK এর চৌদ্দ দিনের ট্রিপ শুধু ব্যাকপ্যাক এ শেষ করেছিলাম! (Though I still took my whole skincare routine, priorities! 😝)


01/10/2025

ভিডিওর জন্য যখন এক শট এক হাজার বার নেয়া লাগে তখন এমনই কান্না আসে but you have to keep moving 😖😫

01/10/2025

Oily acne prone স্কিন এর জন্য এই হ্যাক! 😁

--

যাদের স্ক্যাল্প এ সেবরিক ডার্মাটাইটিস আছে, তাদের উদ্দেশ্যে -দয়া করে চুল ভিজানোর পর চুল / স্ক্যাল্প এয়ার ড্রাই করবেন না।...
29/09/2025

যাদের স্ক্যাল্প এ সেবরিক ডার্মাটাইটিস আছে, তাদের উদ্দেশ্যে -

দয়া করে চুল ভিজানোর পর চুল / স্ক্যাল্প এয়ার ড্রাই করবেন না। এয়ার ড্রাই করার সময় স্ক্যাল্প এ পানি/ ময়েশ্চার জমতে থাকে!

আর স্ক্যাল্প ড্যাম্প থাকলে ম্যালাসেজিয়া ইস্ট, যেটা seb derm করে, সেটা multiply হতে থাকে।

তাই আপনি যদি স্ক্যাল্প প্রপারলি না শুকিয়ে শুধু ড্যানড্রাফ শ্যাম্পু দেন seb derm কমবে না।

চুল ভিজালে অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে ঠান্ডা বাতাস/হালকা গরম বাতাস দিয়ে শুধু স্ক্যাল্প শুকিয়ে নিবেন।

ধন্যবাদ 🙏

স্কিনকেয়ার প্রিন্সিপাল যেটা আমি সবসময় ফলো করি?- আপনার স্কিন কখনো কনস্ট্যান্ট ভালো দেখাবে না। কিছুদিন থাকবে আপনি গ্লো ক...
29/09/2025

স্কিনকেয়ার প্রিন্সিপাল যেটা আমি সবসময় ফলো করি?

- আপনার স্কিন কখনো কনস্ট্যান্ট ভালো দেখাবে না।

কিছুদিন থাকবে আপনি গ্লো করবেন, কিছুদিন স্কিন dull দেখাবে।

That doesn’t define you. That doesn’t mean you are not pretty.

It means you are human.

হরমোন, স্ট্রেস, সান ট্যান, খারাপ মুড - সবকিছুই আপনার স্কিনকে এফেক্ট করতে পারে। but that doesn’t matter.

What matters is how healthy your barrier is— so that it can bounce back quickly.

ব্যারিয়ার এর যত্ন নিন। ব্যারিয়ার ভালো থাকলে স্কিন যে কোনও ঝড় সামলাতে পারবে!

Once upon a time! 😍
28/09/2025

Once upon a time! 😍

নতুন ভিডিও এলার্ট! ব্রণের দাগ নিয়ে এত এত প্রশ্ন পাই তাই এই ভিডিও তে উত্তর দিয়ে দিয়েছি। দেখতে হলে ইউটিউব এ যেতে হবে লি...
26/09/2025

নতুন ভিডিও এলার্ট! ব্রণের দাগ নিয়ে এত এত প্রশ্ন পাই তাই এই ভিডিও তে উত্তর দিয়ে দিয়েছি।

দেখতে হলে ইউটিউব এ যেতে হবে লিঙ্ক কমেন্ট এ দিচ্ছি 😇

25/09/2025

আপনারা খেয়াল করেন কিনা জানি না কিন্তু আমি পেজে খুব স্ট্রিক্ট রুল ফলো করি।

কেউ irrelevant, আজেবাজে কথা, too personal comments, এমনকি ঠাট্টা টিটকারি মারলেও ব্লক করে দেই।

অনেকে হয়তো ভাবতে পারেন “অতিরিক্ত”, কিন্তু আমার অডিয়েন্স এর জন্য, আমার নিজের জন্য এটা আমার করা লাগে।

এখানে সবাই শিখতে আসে, দুইটা প্রবলেম বলতে আসে -

it should be a safe space যেখানে একটু দম নেয়া যায়!

25/09/2025

এক আপু বলসেন raw skin দেখবেন, ফিল্টার দেয়া স্কিন দেখবেন না তাই ভোর পাঁচটা বাজে আমি ঘুমাতে যাবো তাও ভিডিও করে দিলাম। আপু দেখে নেন স্কিন?

25/09/2025

এথিক্স থাকার সুবিধা যেমন আছে, তেমন কষ্টও আছে।

আজকে আমার এক প্রিয় কোরিয়ান ব্র্যান্ড (আপনারাও অনেকেই চেনেন) থেকে কোলাব অফার এলো।

শুনে খুশি হয়েছিলাম। ভাবলাম অবশেষে মিলে গেলো!

কিন্তু শর্তগুলো পড়ে দেখি, কোনও ক্রিয়েটিভ ফ্রিডম নেই। শুধু তাদের স্ক্রিপ্ট + গাইডলাইন পড়ে ভিডিও বানাতে হবে।

মেজাজই বিগড়ে গেলো।

আমার কাছে কনটেন্ট মানে শুধু ব্র্যান্ড কোলাব না।

নিজের অভিজ্ঞতা, জ্ঞান আর স্টাইল দিয়ে তথ্যকে ভ্যালুতে রূপ দেওয়া, যা অন্যদেরও কাজে লাগে।

তাই ব্র্যান্ড প্রিয় হলেও, আমি না করে দিয়েছি।

পছন্দের ব্র্যান্ড এর সাথে কাজের সুযোগ হারানো কষ্টের, কিন্তু নিজের ভয়েস হারানো?

সেটা কখনোই মেনে নেওয়া যাবে না।

১০০ ডলারের জিনিস কিনেও এত খুশি লাগে না দুই তিনটা ফ্রি স্যাম্পল পেলে যে পরিমাণ খুশি লাগে। বি:দ্র : স্যাম্পল খালি জমাইই কি...
25/09/2025

১০০ ডলারের জিনিস কিনেও এত খুশি লাগে না দুই তিনটা ফ্রি স্যাম্পল পেলে যে পরিমাণ খুশি লাগে।

বি:দ্র : স্যাম্পল খালি জমাইই কিন্তু ব্যবহার আর হয় না। 🥲

Address


Alerts

Be the first to know and let us send you an email when Skincare with Salmeen- Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share