TravelEight

TravelEight Travel eight is the place for your travelling desire

মিগ৩৩ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপর ফেসবুকে আসা, সবাই মিলে গেট টুগেদারে মজা করা, সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নেয়া- এভাবে এত আপন হয়ে গিয়েছি আর একসাথে এতগুলো বছর কাটিয়েছি যে এখন আর মনেই হয় না আমরা সবাই ইন্টারনেট থেকে পরিচিত হয়েছি। ফেসবুকে আমাদের গ্রুপ আছে তারপরেও একটা পেইজের দরকার কেন? আসলে সবাই এত ব্যাস্ত হয়ে পড়েছি যে এখন মিগ৩৩তে হয়ত অনেকে যাই না, আর আমাদের ফেসবুকেও অনেক পরিচিত মানুষ আছে যাদ

ের সাথে মিগ৩৩ দিয়ে পরিচয় হয়নি। সবার সাথেই কানেক্টেড থাকার জন্য একটা পেইজ দরকার, সবাই সবার সাথে ফান করার জন্য, আমাদের মাঝে যারা সৃজনশীল তাদের নিজেদের লেখা গল্প-কবিতা শেয়ার করার জন্য একটা প্লাটফর্ম দরকার। আর সবচেয়ে বড় কথা আমরা চাই শুধু পাজী না হয়ে সমাজের জন্য কিছু গঠনমূলক কাজও করতে, এ জন্য আমাদের পাজীর দলের ব্যাপ্তি ফেসবুকেও ছড়িয়ে দিতে চাই। কি? যোগ দিবেন পাজীর দলে? হবেন আমাদের পরিবারের অংশ?

18/05/2025

পাহাড়ের গহীনে বাজার নাই যে গরু মুরগী কিনে এনে খাবেন। এখানে আসলে শিকার করে রান্না করে খেয়ে বাচতে হবে...। :P

23/04/2025

পাহাড়ের মাঝখানে ঝিড়ি
ক্যাম্পিং এর সরঞ্জাম রেডি করা
রান্না বান্না করা.....।
পাহাড়ের দিন রাত্রি এভাবেই কাটে

মালায়শিয়ার একটা ছোট শহর নিলাই। মালয়েশিয়ায় সব শহরই পাহাড়ে ঘেরা, নিলাইয়ের চারপাশেও খুব সুন্দর সুন্দর পাহাড়। মালয়েশিয়াতে বে...
15/03/2025

মালায়শিয়ার একটা ছোট শহর নিলাই। মালয়েশিয়ায় সব শহরই পাহাড়ে ঘেরা, নিলাইয়ের চারপাশেও খুব সুন্দর সুন্দর পাহাড়। মালয়েশিয়াতে বেশিরভাগ সময়ে নিলাই শহরে অবস্থান করাটা এজন্য আমার কাছে খুব আনন্দদায়ক একটা অনুভূতি ছিল। তাছাড়া শহরের খুব কাছেই একটা ঝর্নার সন্ধান পেলাম। পাহাড় ঝর্না যেহেতু আমাকে হাতছানি দিয়ে ডাকে আমি কি না গিয়ে পারি?

Genting Highlands ❤️
15/03/2025

Genting Highlands ❤️

জুমঘরে বসে রুংরাং পাহাড় দেখি
12/12/2024

জুমঘরে বসে রুংরাং পাহাড় দেখি

Keep your eyes on Genbd24 page
11/11/2024

Keep your eyes on Genbd24 page

'২৪ এর গনুভ্যুত্থানে আমরা পেয়েছি একজন ক্যাপ্টেন বাংলাদেশ। তার সাহসী গল্প আমরা শুনব খুব তাড়াতাড়ি। আমাদের জেনারেশন এর রিয়েললাইফ এক সুপারহিরোর এক্সক্লুসিভ ইন্টারভিউ আসছে শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।
মিস করতে না চাইলে আমাদের পেইজ ফলো করে রাখুন এখনই।

সময় গেলে ভ্রমণ হবে না 😑
05/10/2024

সময় গেলে ভ্রমণ হবে না 😑

বাড়ি গাড়ি আর ব্যাংকে কোটি টাকা রেখে যেতে চাই না। আমি সারা দুনিয়া ঘুরে দেখতে চাই
28/09/2024

বাড়ি গাড়ি আর ব্যাংকে কোটি টাকা রেখে যেতে চাই না। আমি সারা দুনিয়া ঘুরে দেখতে চাই

**পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর সঠিক উপায়**অনেকেই আমরা পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাই, কিন্তু কিছু ভুলের...
26/09/2024

**পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর সঠিক উপায়**

অনেকেই আমরা পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাই, কিন্তু কিছু ভুলের কারণে সঠিকভাবে তা করতে পারি না। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যা আপনাকে ট্রাভেল হিস্ট্রি শক্তিশালী করতে সহায়তা করবে:

1. **নূন্যতম ৭২ ঘন্টা অবস্থান করুন:**
যখন আপনি একটি দেশে ভ্রমণ করতে যান, বিশেষ করে ভিসা-অন-অ্যারাইভাল বা ভ্রমণ ভিসায়, সেখানে নূন্যতম ৭২ ঘন্টা অবস্থান করা উচিত। মাত্র একদিনের জন্য গিয়ে ফিরে আসা আপনার ট্রাভেল হিস্ট্রিকে শক্তিশালী করবে না।

2. **গ্রুপ ট্যুরের সময় পরিকল্পিত থাকুন:**
অনেক সময় আমরা গ্রুপ ট্যুরের মাধ্যমে ভ্রমণ করি কিন্তু সঠিকভাবে সময় না কাটানোর কারণে ট্রাভেল হিস্ট্রি তৈরি হয় না। গ্রুপ ট্যুরেও চেষ্টা করুন প্রতিটি দেশে ৩ রাত করে অবস্থান করতে।

3. **ট্রাভেল ডকুমেন্ট সঠিকভাবে রেকর্ড করুন:**
অনেক দেশে পরবর্তী ভিসার জন্য আপনার পূর্বের ভ্রমণের দিনগুলো এবং সময়কাল সঠিকভাবে দেখাতে হয়। সেজন্য নিশ্চিত হন যে আপনার পাসপোর্টে সিল সঠিকভাবে লেগেছে এবং সেই অনুযায়ী সব তথ্য লিখে রাখুন।

4. **কম খরচের প্যাকেজ ট্যুর এবং ট্রাভেল হিস্ট্রি:**
কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজতে গিয়ে ভুল করে বসবেন না। আপনার মূল লক্ষ্য হওয়া উচিত একটি ভালো ট্রাভেল হিস্ট্রি তৈরি করা, যার জন্য পর্যাপ্ত সময় প্রতিটি দেশে থাকা জরুরি।

5. **একসাথে একাধিক দেশ ভ্রমণ:**
থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এই চারটি দেশ একসাথে ঘুরে আসতে পারেন। এছাড়া ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মিলিয়ে ট্রাভেল প্ল্যান করতে পারেন। তবে প্রতিটি দেশে অন্তত ৩ রাত থাকা আবশ্যক।

6. **ট্যুরের মধ্যে সময়ের গ্যাপ রাখুন:**
টানা ট্যুর প্ল্যান না করে একবার ভ্রমণের পর অন্তত ২-৩ মাসের গ্যাপ দিন। এতে আপনার ট্রাভেল হিস্ট্রি আরও শক্তিশালী হবে।

আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হলে এই টিপসগুলো অনুসরণ করুন, তাতে আপনার ভ্রমণ অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when TravelEight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share