30/11/2025
মসজিদে কু্বা 🕌
ইসলামের ইতিহাস এর প্রথম মসজিদ এটি ,, এই মসজিদে ২ রাকাত নামাজ আদায় করলে একটি ওমরা হজ এর সাওয়াব পাওয়া যায়,,🥺🤲
এখানে কুবা নামে একটি কূপ ছিলো এই কূপ কে ঘিরে এখানে জন বসতি গড়ে উঠেছিলো তারপর থেকে এই এলাকার নাম হয়ে যায় কুবা,, হিজরতের পর রাসূল (সাঃ) যখন এখানে আসেন এবং এই মসজিদটি নির্মাণ করেন যেটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ তখন এই এলাকার নামে নাম করণ হয় মসজিদটির মসজিদে কুবা 🕌
সেই সময় এই জায়গাটি ছিলো হজরত কুলসুম ইবনুল হিদুম (রা.) খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আওয়ফ এর গোত্র পতি,, মক্কা থেকে মদীনায় হিজরত এর পর রাসূল সাঃ ১৪ দিন গতান্তরে ১০ দিন অবস্থান করেছিলেন এবং তার আতিথ্য গ্রহণ করেছিলেন হিজরতের প্রথম দিনই এই স্থানে এই মসজিদটির ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়েছিলো মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সাথে সয়ং রাসূল সাঃ অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রাসূল (সাঃ)যখন ভিত্তি প্রস্তর করেন তখন কিবলার দিকেই প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন আর এভাবে দুনিয়ার প্রথম মসজিদ নির্মিত হয়। মসজিদটি খুব সুন্দর এখানে প্রতিদিন হাজারো মুসলমান আসেন দেখতে এবং অবশ্যই ২ রাকাত নামায আদায় করেন,, এখানে ২ রাকাত নামাজ আদায় করলে একটি ওমরার সমান সাওয়াব পাওয়া যায়,,দুনিয়াতে যত মসজিদ রয়েছে তার মধ্যে মর্যাদার দিক থেকে চতুর্থ স্থানে মসজিদে কুবা রয়েছে,, কুরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন স্বয়ং আল্লাহ তায়ালা সূরা তাওবার (১০৮ নম্বর আয়াতে) তিনি বলেন
"যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা অধিক সংগত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করেন এবং আল্লাহ পবিত্র ব্যাক্তিদের পছন্দ করেন "
আল্লাহ প্রতিটা মুসলিম কে ওমরা হজের মাধ্যমে মসজিদে কুবা যাওয়ার , দেখার এবং দুই রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন🤲🥺