Arham And Mom

Arham And Mom আসসাামুআলাইকুম সবাইকে ❤️
কেমন আছেন সবাই

19/05/2025

এ দেশের সমস্যা কি🤔
বিমান চাকা রেখে চলে যায়🤔
ট্রেন বগি রেখে চলে যায়
বউ জামাই রেখে চলে যায় 🤔
সরকার জনগন রেখে চলে যায় 🤔
সমস্যা কী??

মমতাজ আপা কট 🙄😆😁এখন সুন্দর সুন্দর গান কে উপহার দিবে😆ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়🙈
13/05/2025

মমতাজ আপা কট 🙄😆😁
এখন সুন্দর সুন্দর গান কে উপহার দিবে😆
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়🙈

দুপুরবেলা যেই মেয়েটাকে হিরো বানাইলেন, তদন্তের পর জানা গেছে সে মা''দকা*সক্ত ও লে''সবি*য়ান(স''মকা*মী) এবং সে তার ম/হি/লা প...
09/05/2025

দুপুরবেলা যেই মেয়েটাকে হিরো বানাইলেন, তদন্তের পর জানা গেছে সে মা''দকা*সক্ত ও লে''সবি*য়ান(স''মকা*মী) এবং সে তার ম/হি/লা পার্টনার কে নিয়ে ফ্ল্যাটে অ*নৈতিক কাজ করতো। তার বাবা তাকে এসব কাজে বাঁধা দিলে, ধ''র্ষ*ণের মিথ্যা নাটক সাজিয়ে তাকে হ//ত্যা করে।

"স*ম''কা/মী/তা মা*নসিক ব্য*ধি ছাড়া কিছুই না"

আমার ছোট বেলা থেকে দেখার খুব ইচ্ছে ছিলো। জ্যামের প্রথম গাড়ি টা আসলে কি করে!ইচ্ছে ডান🥴
05/05/2025

আমার ছোট বেলা থেকে দেখার খুব ইচ্ছে ছিলো।
জ্যামের প্রথম গাড়ি টা আসলে কি করে!
ইচ্ছে ডান🥴

আইনশৃংখলা বাহিনি রাফিকে ৯ দিনে জীবিত উদ্ধার করতে সক্ষম না হলেও  তাদের কাছে দৃষ্টান্তমুলক বিচার চাই আমরা*****************...
26/04/2025

আইনশৃংখলা বাহিনি রাফিকে ৯ দিনে জীবিত উদ্ধার করতে সক্ষম না হলেও তাদের কাছে দৃষ্টান্তমুলক বিচার চাই আমরা
***********************************************

ছবিতে ফুটফুটে সোনাটা মোঃ রাফি। ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামে তার বাড়ি। অপহরণের ০৯ দিন পর আজ তার মৃতদেহ উদ্ধার করা হলো!!

এই নিষ্পাপ মাছুম বাচ্চাটার কি অপরাধ ছিল!! প্রতিহিংসা, হত্যা এগুলো তো সে বুঝতই না। অথচ তাকেই হত্যাকান্ডের শিকার হতে হলো।

জীবন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। সেক্ষেত্রে রাষ্ট্র দূর্বৃত্তদের হাত থেকে তাকে ৯ দিনেও জীবিত উদ্ধার করতে পারেনি!!

এখন হয়ত মামলা হবে। তদন্ত হবে। কোর্টের বারান্দায় বছরের পর বছর তার বাবা মা কে ঘুরতে হবে। নানান হয়রানি ও ভয়- ভীতির মধ্যে পড়তে হবে।

পুলিশ ডিবি সিআইডিতে হয়ত ঘুরেফিরে তদন্ত হবে। তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ রাখতে হবে। আসামি পক্ষের কাড়িকাড়ি টাকার সাথে ওর বাবাকেও ছেলে হত্যার বিচারের জন্য খরচের প্রতিযোগীতায় নামতে হবে!!

বছরের পর বছর আইনী লড়াইয়ে রাফির বাবা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক সময় ঝিমিয়ে পড়বে। আর্থিকভাবেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানসিক চাপে বিধস্ত হবে।

আদালতে আইনী লড়াইয়ে বিপক্ষের উকিল সাহেবের নানামুখী প্রশ্নে বিপর্যস্ত হবে! সরকারি উকিল উভয় পক্ষের নিকট বাড়তি সুবিধা আদায়ে কসাই হবে। সাক্ষীদের বিভ্রান্ত করে আইনের ফাঁক ফোকর থেকে আইনি ব্যাখ্যা বের হবে!! আসামি পক্ষ সুবিধা পাবে!!

হয়ত রাফির বাবা মৃত্যুর আগে ছেলে হত্যার বিচারে ক্ষুব্ধ হবে। ফাঁসির পরবর্তে জেল ডাকবে জজ সাহেব। আসামিরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

আসামিরা উচ্ছ্বসিত হয়ে উচ্চ আদালতে আপিল করবে।অন্য দিকে রাফির বাবা নেতিয়ে পড়বে। হতাশায় বিধস্ত হবে। সর্বোপরি আল্লাহর কাছে ছেড়ে দিবে বিচারের ভার। এভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হয়ত খবর আসবে আসামিরা উচ্চ আদালত থেকে মুক্ত হয়েছে!!
এটাই বাংলাদেশে আইনি প্রক্রিয়া!!
এখানেও সংস্কার দরকার। শুধুই আইনি সংস্কার নয় মানবিকতার সংস্কার করতে হবে।

নইলে এ ধরনের ন্যাকারজনক হৃদয়স্পর্শী ঘটনা ঘটতেই থাকবে। ভিকটিমরা প্রতিকার পাবে না কখনো!!!

22/04/2025

২১ তারিক রাত ৯ টার ঘটনা।এক মহিলার ফোন ছিনতাই করে পালানোর সময় জনতার হাত এ আটক হয় এই ছিনতাইকারী।পড়ে তাকে উত্তম মধ্যম দিয়ে জনগণ পুলিশ এর হাত এ তুলে দেয়।উত্তরা সেক্টর ৪ এ হলি ল্যাব এর সামনে এই ঘটনা ঘটে।

21/04/2025

উত্তরা ৪ নাম্বার সেক্টর এ আজ এক মহিলার ফোন ছিনতাই করার সময় ছিনতাইকারী হাত এ নাতে ধরা পড়ে।অতঃপর পাবলিক এর উত্তম মধ্যম।

20/04/2025

মানুষ পরিবর্তনশীল,এটা মাথার ভেতর ভালোমতো গেঁথে নেওয়া জরুরি, সবার জন্যই। আজ আপনার ঠান্ডা জ্বরেও যে চিন্তিত, একদিন হয়তো আপনার মৃত্যুও তাকে কাঁদাবে না। যার সমস্ত ছটফটানিতে আপনার অস্তিত্ব, কখনো দেখবেন- সে ছটফটানি এখন অন্য কারো জন্য।

আজ যার সাথে নানা দুঃখের গল্প শেয়ার করছেন, হুট করে একদিন সে নিজেও হয়ে যাবে 'দুঃখের গল্প'! আপনার দিক থেকে সব ঠিক থাকলেও, কিছু মানুষ বদলে যাবে। পরিবর্তন হয়ে যাবে। যার যে ভার্সনটা আজ দেখছেন- সেটা সবসময় দেখার প্রত্যাশা রাখলে, কষ্ট পেতে পারেন... মানুষ কিন্তু সত্যিই পরিবর্তনশীল!

আমার মৃত্যুর আগে যেন আমার অর্জিত সব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা বা বন্টন করে মরতে পারি আল্লাহ ।অন্তত শেষযাত্রায় যেন কারো অনী...
29/03/2025

আমার মৃত্যুর আগে যেন আমার অর্জিত সব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা বা বন্টন করে মরতে পারি আল্লাহ ।অন্তত শেষযাত্রায় যেন কারো অনীহার পাত্র না হই🙏
হায়রে জীবন😅

29/03/2025

সবার মুখেই ভালোবাসার গল্পঃ
কিন্তু ভিতরে লুকিয়ে থাকে স্বার্থের গল্পঃ,,,
আজকাল সম্পর্ক নয়,,,,
স্বার্থই সবথেকে বেশি টিকে থাকে,,,,

02/03/2025

"আমি এমনই" বলা লোকদের সাথে আপনি তাদের মতো ব্যবহার করলে দেখবেন হজম করতে পারবেনা। তখন আপনি খারাপ আর তারা "এমন'ই"।

Address

Joypur
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arham And Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share