22/07/2025
সিএনজি রিক্সাওয়ালারা ভাড়া বাড়িয়ে দিলো। ফার্মেসিতে ঔষুধ বিক্রেতা স্যালাইনের দাম বাড়িয়ে দিলো। পানি বিক্রেতা পানির দাম ২লিটার পানির মূল্য ৬০০ টাকা বাড়িয়ে দিলো। শুধু বিনা স্বার্থে কোনো কিছু না ভেবে জীবন বাঁচাতে কাজ করে গেলো ডাক্তার নার্স। হাসপাতালের খালা ওয়ার্ড বয় সহ পুরা টিম।
যাদেরকে আপনারা দিন রাত কত শত কথা শুনান। কত বাজে বাজে কথা বলেন 🥲আজকে তারাই দিন রাত সেবা করে 🥲যারা বলেন নার্সরা ভালো না নার্সরা খারাপ সেই নার্সরাই হাসপাতালে বাচ্চাদের সেবা করে যাচ্ছে!
আর আপনারা কি করলেন? এক লিটার পানির দাম ৩০০/৬০০টাকা,দশমিনিট দূরত্বের সিএনজি ভাড়া ১০০০ টাকা,সাহায্যের বদলে শতশত মানুষ রাস্তা অবরোধ করে করলেন ভিডিও।নার্স ভালো না ডাক্তার ভালো না বলার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি ভালো তো?