Arham And Mom

Arham And Mom আসসাামুআলাইকুম সবাইকে ❤️
কেমন আছেন সবাই

22/09/2025

কিছু দিনের মধ্যে এদের প্রতি এতো মায়া কাজ করছে 🥺কিন্তু এখন ওদেরকে ছাড়তে হবে, বিক্রি করতে হবে 😭😭😭
゚viralfbreelsfypシ゚viral

22/07/2025

সিএনজি রিক্সাওয়ালারা ভাড়া বাড়িয়ে দিলো। ফার্মেসিতে ঔষুধ বিক্রেতা স্যালাইনের দাম বাড়িয়ে দিলো। পানি বিক্রেতা পানির দাম ২লিটার পানির মূল্য ৬০০ টাকা বাড়িয়ে দিলো। শুধু বিনা স্বার্থে কোনো কিছু না ভেবে জীবন বাঁচাতে কাজ করে গেলো ডাক্তার নার্স। হাসপাতালের খালা ওয়ার্ড বয় সহ পুরা টিম।
যাদেরকে আপনারা দিন রাত কত শত কথা শুনান। কত বাজে বাজে কথা বলেন 🥲আজকে তারাই দিন রাত সেবা করে 🥲যারা বলেন নার্সরা ভালো না নার্সরা খারাপ সেই নার্সরাই হাসপাতালে বাচ্চাদের সেবা করে যাচ্ছে!
আর আপনারা কি করলেন? এক লিটার পানির দাম ৩০০/৬০০টাকা,দশমিনিট দূরত্বের সিএনজি ভাড়া ১০০০ টাকা,সাহায্যের বদলে শতশত মানুষ রাস্তা অবরোধ করে করলেন ভিডিও।নার্স ভালো না ডাক্তার ভালো না বলার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি ভালো তো?

19/05/2025

এ দেশের সমস্যা কি🤔
বিমান চাকা রেখে চলে যায়🤔
ট্রেন বগি রেখে চলে যায়
বউ জামাই রেখে চলে যায় 🤔
সরকার জনগন রেখে চলে যায় 🤔
সমস্যা কী??

আমার ছোট বেলা থেকে দেখার খুব ইচ্ছে ছিলো। জ্যামের প্রথম গাড়ি টা আসলে কি করে!ইচ্ছে ডান🥴
05/05/2025

আমার ছোট বেলা থেকে দেখার খুব ইচ্ছে ছিলো।
জ্যামের প্রথম গাড়ি টা আসলে কি করে!
ইচ্ছে ডান🥴

22/04/2025

২১ তারিক রাত ৯ টার ঘটনা।এক মহিলার ফোন ছিনতাই করে পালানোর সময় জনতার হাত এ আটক হয় এই ছিনতাইকারী।পড়ে তাকে উত্তম মধ্যম দিয়ে জনগণ পুলিশ এর হাত এ তুলে দেয়।উত্তরা সেক্টর ৪ এ হলি ল্যাব এর সামনে এই ঘটনা ঘটে।

21/04/2025

উত্তরা ৪ নাম্বার সেক্টর এ আজ এক মহিলার ফোন ছিনতাই করার সময় ছিনতাইকারী হাত এ নাতে ধরা পড়ে।অতঃপর পাবলিক এর উত্তম মধ্যম।

20/04/2025

মানুষ পরিবর্তনশীল,এটা মাথার ভেতর ভালোমতো গেঁথে নেওয়া জরুরি, সবার জন্যই। আজ আপনার ঠান্ডা জ্বরেও যে চিন্তিত, একদিন হয়তো আপনার মৃত্যুও তাকে কাঁদাবে না। যার সমস্ত ছটফটানিতে আপনার অস্তিত্ব, কখনো দেখবেন- সে ছটফটানি এখন অন্য কারো জন্য।

আজ যার সাথে নানা দুঃখের গল্প শেয়ার করছেন, হুট করে একদিন সে নিজেও হয়ে যাবে 'দুঃখের গল্প'! আপনার দিক থেকে সব ঠিক থাকলেও, কিছু মানুষ বদলে যাবে। পরিবর্তন হয়ে যাবে। যার যে ভার্সনটা আজ দেখছেন- সেটা সবসময় দেখার প্রত্যাশা রাখলে, কষ্ট পেতে পারেন... মানুষ কিন্তু সত্যিই পরিবর্তনশীল!

আমার মৃত্যুর আগে যেন আমার অর্জিত সব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা বা বন্টন করে মরতে পারি আল্লাহ ।অন্তত শেষযাত্রায় যেন কারো অনী...
29/03/2025

আমার মৃত্যুর আগে যেন আমার অর্জিত সব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা বা বন্টন করে মরতে পারি আল্লাহ ।অন্তত শেষযাত্রায় যেন কারো অনীহার পাত্র না হই🙏
হায়রে জীবন😅

29/03/2025

সবার মুখেই ভালোবাসার গল্পঃ
কিন্তু ভিতরে লুকিয়ে থাকে স্বার্থের গল্পঃ,,,
আজকাল সম্পর্ক নয়,,,,
স্বার্থই সবথেকে বেশি টিকে থাকে,,,,

02/03/2025

"আমি এমনই" বলা লোকদের সাথে আপনি তাদের মতো ব্যবহার করলে দেখবেন হজম করতে পারবেনা। তখন আপনি খারাপ আর তারা "এমন'ই"।

Address

Gawair Madrasa Road
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arham And Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share