20/05/2025
নির্বাচনী ও সাংগঠনিকভাবে ক্রমবর্ধমান সক্রিয় গ্রীনপার্টি বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এলিজা রহমান সম্প্রতি দেশের চলমান সংস্কৃতিগত ধারা ও মূল্যবোধ বিষয়ক এক বিবৃতিতে অপসংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন,
“বাংলাদেশের প্রাচীন ও বৈচিত্র্যময় সংস্কৃতি আজ গভীর সংকটে। মূলধারার গণমাধ্যম, চলচ্চিত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপসংস্কৃতির চর্চা সমাজে বিভ্রান্তি, অস্থিরতা ও মূল্যবোধহীনতা তৈরি করছে। এই অপচর্চা রোধ করা এখন সময়ের দাবি।”
এই প্রেক্ষাপটে, সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে যেসব গুঞ্জন ও আলোচনা সৃষ্টি হয়েছে, সে বিষয়েও এলিজা রহমান তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন,
“নুসরাত ফারিয়া আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার মতপ্রকাশের স্বাধীনতা আছে, এবং সেটা সংবিধানসম্মত। যদি কেউ তার মতামত বা শিল্পচর্চা নিয়ে ভিন্নমত পোষণ করে, সেটি আলোচনা ও যুক্তির মাধ্যমে মোকাবিলা করা উচিত — গ্রেফতারের মাধ্যমে নয়। আমরা গ্রীনপার্টি বাংলাদেশ দৃঢ়ভাবে এ ধরণের নিপীড়নের প্রতিবাদ জানাই।”
এলিজা রহমান মনে করেন, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতে হলে সংস্কৃতি ও শিল্পের গঠনমূলক বিকাশ, নৈতিক শিক্ষা এবং সচেতন শিল্পচর্চা জরুরি। তিনি আরও বলেন,
“সংস্কৃতি কোনো দমনমূলক মাধ্যমে শুদ্ধ হয় না। বরং শিল্পের স্বাধীনতাকে মর্যাদা দিয়ে, সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমাজের নৈতিক ও সাংস্কৃতিক ভিত্তি মজবুত করা যায়।”
এ বক্তব্যের মাধ্যমে গ্রীনপার্টি বাংলাদেশের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।
উল্লেখ্য, এলিজা রহমান একজন সাহিত্যমনা সংগঠক ও সংস্কৃতিচর্চার নিবেদিতপ্রাণ কর্মী, যিনি দেশের তরুণ ও নারী শিল্পীদের অংশগ্রহণে একটি মানবিক, ন্যায়ের ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।