Boichitro - বৈচিত্র সংবাদ

  • Home
  • Boichitro - বৈচিত্র সংবাদ

Boichitro  - বৈচিত্র সংবাদ বৈচিত্রময় দুনিয়া

20/05/2025

নির্বাচনী ও সাংগঠনিকভাবে ক্রমবর্ধমান সক্রিয় গ্রীনপার্টি বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এলিজা রহমান সম্প্রতি দেশের চলমান সংস্কৃতিগত ধারা ও মূল্যবোধ বিষয়ক এক বিবৃতিতে অপসংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন,

“বাংলাদেশের প্রাচীন ও বৈচিত্র্যময় সংস্কৃতি আজ গভীর সংকটে। মূলধারার গণমাধ্যম, চলচ্চিত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপসংস্কৃতির চর্চা সমাজে বিভ্রান্তি, অস্থিরতা ও মূল্যবোধহীনতা তৈরি করছে। এই অপচর্চা রোধ করা এখন সময়ের দাবি।”

এই প্রেক্ষাপটে, সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে যেসব গুঞ্জন ও আলোচনা সৃষ্টি হয়েছে, সে বিষয়েও এলিজা রহমান তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন,

“নুসরাত ফারিয়া আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার মতপ্রকাশের স্বাধীনতা আছে, এবং সেটা সংবিধানসম্মত। যদি কেউ তার মতামত বা শিল্পচর্চা নিয়ে ভিন্নমত পোষণ করে, সেটি আলোচনা ও যুক্তির মাধ্যমে মোকাবিলা করা উচিত — গ্রেফতারের মাধ্যমে নয়। আমরা গ্রীনপার্টি বাংলাদেশ দৃঢ়ভাবে এ ধরণের নিপীড়নের প্রতিবাদ জানাই।”

এলিজা রহমান মনে করেন, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতে হলে সংস্কৃতি ও শিল্পের গঠনমূলক বিকাশ, নৈতিক শিক্ষা এবং সচেতন শিল্পচর্চা জরুরি। তিনি আরও বলেন,

“সংস্কৃতি কোনো দমনমূলক মাধ্যমে শুদ্ধ হয় না। বরং শিল্পের স্বাধীনতাকে মর্যাদা দিয়ে, সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে সমাজের নৈতিক ও সাংস্কৃতিক ভিত্তি মজবুত করা যায়।”

এ বক্তব্যের মাধ্যমে গ্রীনপার্টি বাংলাদেশের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়।

উল্লেখ্য, এলিজা রহমান একজন সাহিত্যমনা সংগঠক ও সংস্কৃতিচর্চার নিবেদিতপ্রাণ কর্মী, যিনি দেশের তরুণ ও নারী শিল্পীদের অংশগ্রহণে একটি মানবিক, ন্যায়ের ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

17/05/2025

সংবিধান পুনর্লিখনে একনায়কতন্ত্র জোরদার – বদিউলের বক্তব্যের সমালোচনায় আবু মহি মুসা
Boichitro - বৈচিত্র সংবাদ
ঢাকা, ১৩ মে ২০২৫:
সংবিধান পুনর্লিখন করে দেশে একনায়কতন্ত্রকে আরও কার্যকর করা হয়েছে—জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিশিষ্ট নাগরিক বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের সমালোচনা করেছেন গ্রীনপার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মনিটরিং ইউনিট প্রধান দার্শনিক আবু মহি মুসা।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘ইনসাইড আউট’ নামের এক আলোচনা অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, “বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো মূলত ক্ষমতা কেন্দ্রীভূত করার অনুকূল পরিবেশ তৈরি করেছে। এর ফলে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হয়েছে।” তিনি আরও বলেন, “২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান কার্যত পুনর্লিখন করা হয়, যার মাধ্যমে একনায়কতান্ত্রিক কাঠামোকে আরও মজবুত করা হয়েছে।”

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় দার্শনিক আবু মহি মুসা বলেন, “সুন্দর সুন্দর কথা বলা সহজ, কিন্তু বাস্তবে রূপ দেওয়া কঠিন। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তারা আগে যেন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রজ্ঞাপনটি ভালো করে দেখেন।” তিনি অভিযোগ করেন, “বর্তমান প্রজ্ঞাপনে যে কঠিন কঠিন শর্ত দেওয়া হয়েছে, তা কোনো ভদ্রলোকের পক্ষে পূরণ করা সম্ভব নয়। বরং কালো টাকা ও পেশিশক্তি যাদের আছে, তারাই পারে মাসে মাসে বিপুল অর্থ দিয়ে সারাদেশে অফিস ভাড়া নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের নামে আজকে যে বিধিবদ্ধ শোষণমূলক কাঠামো তৈরি করা হয়েছে, তা গণমানুষের রাজনীতিকে গলা টিপে হত্যা করছে। গ্রীনপার্টি বাংলাদেশ মনে করে, বাস্তব গণতন্ত্র কাগজে-কলমে নয়, তা প্রতিষ্ঠিত হয় মাঠে-ময়দানে মানুষের অংশগ্রহণের মাধ্যমে।”

আবু মহি মুসা রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক বৈষম্য ও দমনমূলক কাঠামোর অবসান ঘটিয়ে একটি সবার জন্য সমান সুযোগসম্পন্ন গণতান্ত্রিক পরিবেশ গঠনের আহ্বান জানান।

প্রতিবেদন: গ্রীন মিডিয়া ডেস্ক
তারিখ: ১৩ মে ২০২৫

16/05/2025
আমাদের পরিস্কার কথা ;ফ্যাসিস্ট লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়া...
11/05/2025

আমাদের পরিস্কার কথা ;
ফ্যাসিস্ট লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, গণহত্যার বিচার করা এবং জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।
✒️
নুরুল হক নুর
সভাপতি
গণ অধিকার পরিষদ

21/04/2025

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কিছু কথা। ডিউক হুদা

17/04/2025

ডেসটিনির রফিকুল আমীন সম্পর্কে কি বললেন তুখোড় নেতা ডিউক হুদা?

11/04/2025

তারিখঃ ০২ এপ্রিল ২০২৫।
ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভায় জনসাধারণের সাথে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন আনোয়ারুল মোমিন।
Date: 02 April 2025.
Anwarul Momin exchanged Eid greetings with the public at Nandail Municipality, Mymensingh dist of Bangladesh.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Boichitro - বৈচিত্র সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share