বহুভূজের অন্তঃকোণ ও বহিঃকোণ সম্পর্কিত সূত্রাবলী ও আলোচনা
21/09/2023
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখা
12/07/2023
বিদ্যাধরী
25/06/2023
১৯৪২ সালে নজরুল অসুস্থ হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।
তার অনেক আগেই তিনি 'সংকল্প' কবিতাটি লিখেছেন।
যেখানে তিনি লিখেছেন-
"হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরেঃ"
অথচ প্রথম রকেট ব্যবহার করা হয় কবি অসুস্থ হয়ে যাবার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
তিনি আরো লিখেছেন-
"বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।"
অথচ ইন্টারনেট আবিষ্কার হয় ১৯৬০ সালে।
আর বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম তো সেদিনের আবিষ্কার।
এ থেকেই বোঝা যায় তিনি কতটা দূরদর্শী ছিলেন।
বাংলাসাহিত্যের এক অপার বিস্ময়ের নাম
কাজী নজরুল ইসলাম।
Collected
25/06/2023
14/06/2023
Zoom করে সামনের তাল গাছের তালের সংখ্যা অনুমান করুন
30/05/2023
চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।
Be the first to know and let us send you an email when Rabiul Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.