12/08/2024
বৈষম্যবিরোধি_ছাত্র_আন্দোলনে হাজারো ছাত্রছাত্রীর হত্যাকারী ফ্যাসিস্ট #শেখ_হাসিনা কে ফিরিয়ে এনে ক্ষমতার চেয়ার দেওয়ার বিশাল চক্রান্ত চলছে । বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম. শাখাওয়াত হোসেনের বক্তব্যে তার বিশাল আভাস পাওয়া যাচ্ছে । স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নতুন মুখ নির্ধারণ করে দল পুনর্গঠন করতে হবে । কিন্তু এই সেই আওয়ামীলীগ তারা, যারা ইন্টারনেট বন্ধ করে হাজারো ছাত্রকে গুম করেছে ও হত্যা করেছে । যার প্রমান সংসদের গণ কবরে দেখা গেছে । এমন কি বিভিন্ন সূত্রে জানা গেছে তাদের অনেককেই ভারতে পাচার করে দেওয়া হয়েছে । এই সেই আওয়ামী লীগ তারা, যারা ইন্টারনেট বন্ধের বিভিন্ন অজুহাত তৈরি করে ছাত্র জনতা ও দেশের মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে । এই সেই আওয়ামী লীগ তারা, যারা বিএনপি জামাত নাম নির্ধারণ করে হাজারো ছাত্র-ছাত্রীদের উপর র্যাব, পুলিশ, আওয়ামী সন্ত্রাসী ও ভারতের গোপন গোয়েন্দা সংস্থা এর মাধ্যমে হামলা চালায় । এই সেই আওয়ামী লীগ, যারা ভারতের হাতে মংলা বন্দর ছেড়ে দেশের মানুষদের সাথে বেইমানি করেছে । আরো অনেক কিছুই গোপনে আছে, যা প্রকাশ করতে চাইনা । আমরা শিক্ষার্থীরা চাই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের আইনের আওতায় এনে কঠোরতর শাস্তি প্রদান করে পরবর্তী প্রজন্মকে বা পরবর্তী সরকারকে সাবধান করে দেয়া উচিত । যাতে, কেউ যদি দেশের সাথে গাদ্দারি বা বেইমানি করার চেষ্টা করে তাহলে তার সাথে কি করা হবে । আমরা শিক্ষার্থীরা এটাও মনে করে দিতে চাই বা বলে দিতে চাই, বর্তমানে যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের কেউ যদি আওয়ামী সন্ত্রাসীদের গোপনে সাহায্য করার চেষ্টা করেন । তাহলে আমরা যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করেছি । সেইভাবে আপনাদেরও গদি ছাড়াতে দ্বিধাবোধ করব না । আপনাদের জেনে রাখা উচিত, এই স্বাধীনতা শিক্ষার্থীদের মাধ্যমে এসেছে । উপদেষ্টাদের নিকট আমাদের আবেদন, আপনারা দেশের সাথে বেঈমানী না করে দেশের মানুষদের পাশে থাকার চেষ্টা করুন ।
-মোঃ নাজমুল হোসেন
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
Asif Mahmud Sarjis Alam