17/07/2025
আসসালামু আলাইকুম / আদাব,
আজকের দিনে অনেকেই পেয়েছেন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন।
এই আনন্দের মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
একটা কনটেন্ট তৈরি করতে যে পরিশ্রম, সময়, চিন্তা আর সহ্যশক্তি লাগে—তা কেবল একজন কনটেন্ট ক্রিয়েটরই বোঝেন।
কত মানুষের কটু কথা, কত অনিশ্চয়তা—তারপরও যারা থেমে যাননি, হার মানেননি—তাদের প্রতি রইল অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।
আমি নিজেও একজন কনটেন্ট নির্মাতা।
ফেসবুকের নানা দিক নিয়ে যতটা বুঝি, আলহামদুলিল্লাহ, তা দিয়েই কাজ করছি।
কিন্তু দুঃখের বিষয়, আমার অফিসিয়াল পেজ “নীল পলাশ মাল্টিমিডিয়া” সম্প্রতি হ্যাক হয়েছে।
আমি চাই না এমন পরিস্থিতির শিকার আর কেউ হোক।
আপনার যদি পেজ সেটআপ, নিরাপত্তা বা কনটেন্ট মনিটাইজেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে—
আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ, আমার সীমিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে পাশে থাকার চেষ্টা করবো।
দশে মিলে করি কাজ, হারি-জিতি নাই লাজ।
চলুন, একে অন্যের পাশে থেকে গড়ে তুলি একটি সৃজনশীল, নিরাপদ ও সহানুভূতিপূর্ণ কনটেন্ট জগৎ।