11/12/2024
মানসম্মত থাকা খাওয়া সহ সর্বাধুনিক আবাসিক ব্যবস্থাপনায় মডেল নূরানী, নাজেরা ও হিফজুল কুরআন বিভাগে ভর্তি চলছে।
♦️মাদরাসা শিক্ষার পাশাপাশি নিজস্ব পরিচালিত স্কুল ও কলেজ থেকে জেনারেল উচ্চ শিক্ষার ব্যবস্থা।
🆓 মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের জন্য লেখাপড়া, থাকা খাওয়া ও শিক্ষা সামগ্রী সম্পূর্ণ ফ্রি।
🚐 যাতায়াতঃ বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে রহমতপুর বিমানবন্দর হয়ে বাহাদুরপুর, মুলাদী, বরিশাল।
👉সদকায়ে জারিয়ার নিয়াতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
প্রিয় অভিভাবক!
আপনার সন্তানকে কোথায় ভর্তি করবেন?
স্কুলে ভর্তি করলে তো দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হলো । আর মাদ্রাসায় তো জেনারেল উচ্চ শিক্ষার ব্যবস্থা নেই।
অথচ আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতের ক্ষেত্রে উত্তম প্রাপ্তির দোয়া শিক্ষা দিয়েছেন।
প্রিয় ভাই/বোন!
আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর মেহেরবানীতে এই প্রথম বরিশাল জেলার অন্তর্গত মুলাদী থানাধীন বাহাদুরপুর গ্রামে বিএইচ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য মানসম্মত থাকা-খাওয়া ও উন্নত পরিবেশে আবাসিক ব্যবস্থাপনায় মাদ্রাসা শিক্ষার পাশাপাশি নিজস্ব পরিচালিত স্কুল ও কলেজ থেকে জেনারেল উচ্চ শিক্ষার ব্যবস্থা নিয়ে সমন্বিত সিলেবাসে আদর্শ দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর মাধ্যমে আপনার সন্তান মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সমানভাবে জেনারেল শিক্ষায় অগ্রগতি লাভ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
👉 অতএব আপনার সন্তানকে আদর্শ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে আমাদের কাছে পাঠিয়ে দিন এবং আপনার পরিচিতজনদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিন।
☎️ভর্তি বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01728-017870, 01954-453851
👍মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন পূরণ ও আদর্শ মানব গঠন আমাদের লক্ষ্য।
✊এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রজন্মের পাথেয় সন্ধানে...
➡️আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদরাসা।
মডেল হিফজ ও নূরানী কমপ্লেক্স।
বরিশাল জেলার অন্তর্গত মুলাদী থানাধীন বাহাদুরপুর গ্রামে প্রকৃতি ঘেরা কোলাহলমুক্ত মনোরম পরিবেশে সর্বোচ্চ উন্নত ব্যবস্থাপনায় পরিচালিত।
🌟মডেল নূরানী , নাজেরা ও হিফজুল কুরআন বিভাগে ভর্তি চলছে।
👉অনন্য বৈশিষ্ট্যসমূহঃ
✍️দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষা কারিকুলামের পর্যালোচনায় প্রণীত গবেষণামূলক সমন্বিত সিলেবাসে পরিচালিত।
✍️ দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে স্কুল ও মাদ্রাসা সমন্বয় পরিচালিত।
✍️মারপিট মুক্ত অভিনব পদ্ধতিতে হাসি আনন্দের সাথে শিশু মনোবিজ্ঞান প্রয়োগের মাধ্যমে পাঠদান ব্যবস্থা।
✍️ মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সমন্বিত পাঠদান পদ্ধতিতে নিজস্ব পরিচালিত স্কুল ও কলেজ থেকে জেনারেল উচ্চ শিক্ষার ব্যবস্থা।
✍️ সর্বাক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা ও উন্নত আবাসন ব্যবস্থাপনা।
✍️মানসম্মত ও স্বাস্থ্যসম্মত তিন বেলা খাবার ব্যবস্থা।
✍️রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থাসহ নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।
✍️সর্বাক্ষনিক সিসিটিভি দ্বারা মনিটরিং সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
✍️আরো রয়েছে নিজস্ব পরিচালিত হসপিটালে উন্নত চিকিৎসা সেবা।
যোগাযোগঃ
হাফেজ মাওলানা মুহাম্মাদ ইসমাইল হুসাইন
01728-017870, 01954-453851
সদকায়ে জারিয়ার নিয়তে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে অশেষ সওয়াবের অধিকারী হোন।