Life Changer Tips

  • Home
  • Life Changer Tips

Life Changer Tips Welcome to Life Changer Tips Our page is dedicated to empowering you with the knowledge and strategies to make profound positive changes in your life.

Don't forget to hit that "Like" and "Follow" button to turn on the notification, so you never miss our life-changing content.

১: তুমি যাকেই বিয়ে করো না কেন,. তার খুঁত থাকবেই।  দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে ...
22/09/2024

১: তুমি যাকেই বিয়ে করো না কেন,. তার খুঁত থাকবেই। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না .কোনোদিনই।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০২.
প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে.। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে, দাম্পত্যের. বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি.।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০৩.
প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, .যুদ্ধক্ষেত্রও নয়। ল্যভ-ম্যারেজ বা সেটল্ড, যে-প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্যজীবনই এরকম.। এই সমস্যাগুলোকে দু'জনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম। দাম্পত্য-সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান.।

দাম্পত্য-সমস্যায় সংসারসাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০৪.
প্রত্যেক দাম্পত্যই আলাদা.। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা কোরো না.। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে, নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত কোরো না.।

পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়.।

০৫.
সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো.─ তুমি তোমার জীবন থেকে সংসার-বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার. সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার-বিরুদ্ধ অভ্যাসগুলি─.
ক. মূর্খতা,.
খ. উচ্ছৃঙ্খলতা,.
গ. শৃঙ্খলাহীনতা,.
ঘ. পরচর্চা,.
ঙ. পরশ্রীকাতরতা,.
চ. তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস,.
ছ. আলস্য,.
জ. অশ্রদ্ধা,.
ঝ. প্রেমহীনতা,.
ঞ. ভাষার বাজে ব্যবহার,.
ট. বিশ্বাসের সাথে প্রতারণা,.
ঠ. পারস্পরিক আলাপে অনীহা।.

উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়.।

০৬.
নিখুঁত দাম্পত্যজীবন বলে কিছু নেই.। রেডিমেড সংসার বলে কিছু নেই। শর্টকাট দাম্পত্যসুখ বলে কিছু নেই.। সংসার অর্থ─ দু'টি মানুষের একইমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্যজীবন হলো সেই .চারাটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়; পরিচর্যা না-করলে, ধুঁকতে-ধুঁকতে, .দ্রুতই মরে যাবে।

তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো,. সংসার তোমার জন্য নয়।

০৭.
সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের .পরিপূরক। সংসার রক্ষা করার জন্য, সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা।. এ অপরাধ। আর, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে, তবে, সংসার শুরু করার আগে, কখনোই উদ্বিগ্ন হয়ো না─ .এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা! নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের .অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের, কারও সাথে দাম্পত্য করতে যেয়ো না; কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দু'জন মানুষের দাম্পত্যে .আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা, এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ.।

এই ঝুঁকি নেওয়ার সাহস না-থাকলে, .সংসার তোমার জন্য নয়।

০৮.
প্রেমভালোবাসাহীন সংসার একটি. অভ্যাসমাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব. ও মালিকানায়। এই পরিস্থিতির নামই─ চুক্তি। এই চুক্তির, বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে গণিকালয়। অর্থাৎ, প্রেমভালোবাসাহীন. সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে, ডিভোর্স না-হওয়া মানে এই নয় যে─ এরা সুখী; .কারণ─ ডিভোর্স সবসময় কাগজেকলমে হয় না, ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই.।

তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, .সংসার তোমার জন্য নয়।

০৯.
সংসার আরম্ভ করার আগেই,. অতীতের তৃতীয় কারও প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেমস্মৃতিকে, চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্যসাথীর সাথে প্রতারণার আরেক নাম─ .প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা।

এ বদভ্যাস পরিত্যাগ করতে না-.পারলে, সংসার তোমার জন্য নয়।

১০.
সংসার করো। সংসারই পরিপূর্ণতা.। কিন্তু, সংসার তখনই কোরো, যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায়, আরেকটি .মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিয়ো না।
মানুষকে ভালোবাসো, সংসার না-.করে হলে ওল.

সংসার।

আমরা প্রায়ই আফসোস করি- ‘ইশ! কাজটা করতে ভুলে গেলাম। একদমই মনে ছিলো না।’ 🤦🏼‍♂️🙆‍♂️ আমরা সাধারণত যেসব কাজ করতে ভুলে যাই সেগ...
22/09/2024

আমরা প্রায়ই আফসোস করি- ‘ইশ! কাজটা করতে ভুলে গেলাম। একদমই মনে ছিলো না।’ 🤦🏼‍♂️🙆‍♂️

আমরা সাধারণত যেসব কাজ করতে ভুলে যাই সেগুলো হলো ছোটো কাজ। পরে করবো ভেবে আর করা হয় না। এসব কাজ করার জন্য একটা নিয়ম আছে। এটাকে বলে ‘টু মিনিটস রুল’।

যে কাজ করতে দুই মিনিট লাগে, সেই কাজ ফেলে না রাখা। সাথে সাথে করে ফেলা। এতে করে ঐ কাজ ভুলে যাবার সম্ভাবনা নেই।

✅‘২ মিনিটের কাজ’ নিয়মটি কাজে লাগিয়ে আমরা যেসব কাজ করতে পারি:

১. কাউকে ফোন দেবার কথা। দেবো দেবো বলেও দেয়া হয় না। হঠাৎ যখন মনে পড়বে তাকে ফোন দেয়া দরকার, তখন সময় বিবেচনা করে সাথে সাথেই ফোন দিলে আর ভুলে যাবার সম্ভবনা নেই।

২. মা-বোন-স্ত্রী ফোন দিয়ে বলেছেন তার মোবাইলে রিচার্জ করে দিতে। ফোন রেখে চিন্তা করছেন একটু পর দিবেন বা রাতে দিবেন। পরে দেখা গেলো ভুলে গেছেন। এই কাজটাও ফেলে না রাখা। ফোন রাখার পরপরই বিকাশ/রকেটে ঢুকে রিচার্জ করে দিন।

৩. কেউ আপনাকে ম্যাসেজ দিলো। সিন করেছেন। পরে রিপ্লাই দিবেন বলে রেখে দিয়েছেন। ৩-৪ দিন পর হঠাৎ মনে পড়বে- আরে রিপ্লাই দেয়া হলো না! স্বাভাবিক কথোপকথন বা কাউকে কিছু জানানো, জিজ্ঞেস করার জন্য ম্যাসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দিন। ফেলে রাখলে পরবর্তীতে ভুলে যেতে পারেন কী বলতে চেয়েছিলেন।

৪. প্রতিদিন ভাবেন এক্সারসাইজ করবেন, খাওয়া শেষে হাঁটবেন। কিন্তু, ‘সময়ের অভাবে’ হাঁটা হয় না। আপনি ২ মিনিটের কাজ হিশেবে এটা মাথায় নিন। খাওয়া শেষে ২ মিনিট হাঁটবো। এভাবে যখন চিন্তা করবেন, তখন সেটাকে আর ‘চাপ’ মনে হবে না। ২ মিনিট হেঁটে হয়তো কিছুই হবে না, কিন্তু অভ্যাস গড়ে তুলতে পারবেন। আস্তে আস্তে সেটা বাড়াতে পারেন।

৫. অনেকেই জামায়াতে নামাজ মিস করেন বা এক/দুই রাকআত নামাজ ছুটে যায়। এসব ক্ষেত্রে চিন্তা করুন, আজ অন্যদিনের চেয়ে ২ মিনিট আগে বাসা থেকে বের হবো। ৫/১০ মিনিট আগে বের হবার প্ল্যান করলে হয়তো বাস্তবায়ন করতে অনেক কষ্টকর মনে হতে পারে। কিন্তু, ২ মিনিট আগে চিন্তা করলে সহজ হবে।

৬. অনেকেই রমযান মাস ছাড়া কুরআন পড়ার ‘সময়’ (!) পান না। সারাবছর এতো এতো কাজ করেন, আল্লাহর কালাম পড়ে দেখার সুযোগ হয় না। এমন ব্যস্ত মানুষজন চাইলে প্ল্যান করতে পারেন- “আজ ২ মিনিট কুরআন পড়বো।”

দুই মিনিটে কী পড়তে পারেন? কুরআনের ছোট্ট একটা সূরা, আয়াতুল কুরসি বা অর্থসহ একটা আয়াত।

দিনের ১৪৪০ মিনিটের মধ্যে মাত্র ২ মিনিট কুরআন পড়ার জন্য সময় বের করা কোনো ব্যাপার না। কিন্তু, একটানা এক সপ্তাহ এভাবে ২ মিনিট সময় বের করলে দেখবেন একসময় ২ মিনিট ২০ মিনিটে রূপ নিবে।

৭. কারেন্টের বিল এখন অনেকেই ‘অটো পে’ করে রাখে। ব্যাংকে গিয়ে দেয় না, অতিরিক্ত সময় লাগে না। আলসেমির কারণে অনেকেই অটো পে অন করে রাখতে পারে না। একদিন সময় নিয়ে এই ধরনের কাজগুলো শিখে নিন। ২ মিনিটের শিক্ষা প্রতি মাসে আপনার ২০ মিনিট সময় বাঁচাবে।

৮. যারা শিক্ষার্থী, তাদেরকে শব্দার্থ, ভকাবুলারি শিখতে হয়। এছাড়াও মুখস্থ করতে হয় কিছু কিছু জিনিস। পড়ার সময়ের বাইরে চিন্তা করুন- আমি আজ ডিকশনারি বের করে ২ মিনিট চোখ বুলাবো। দ্যাটস ইট।

৯. অনেকের বই পড়ার অভ্যাস নেই। প্রতিদিন বই পড়ার সুযোগ হয় না। টেবিলের ওপর, কাজের জায়গায়, কলেজ ব্যাগে একটা বই রাখুন। প্রতিদিন চেষ্টা করুন পড়ি বা না পড়ি ২ মিনিট বইটি উল্টেপাল্টে দেখবো। তখন দেখবেন হঠাৎ মজার কোনো চ্যাপ্টার চোখে পড়বে, পড়তে ইচ্ছে করবে।

১০. আমরা এতো ব্যস্ত, নিজেকে সময় দিতে পারি না। চিন্তার জন্য সময় দেই না, সারাক্ষণ কাজ করে যাই। অফিসে বসে আছেন বা পড়ার টেবিলে বসে আছেন, অনেকক্ষণ কাজ করার পর ২ মিনিটের জন্য চোখ বন্ধ করুন। নির্দিষ্ট কিছু চিন্তা করার দরকার নেই। চোখ বন্ধ করলে কিছু দেখতে পারবেন না, কিন্তু চিন্তার জগৎ তখন খুলে যায়। নিজেকে রিভিউ করার সুযোগ আসে, নতুন প্ল্যান মাথায় আসে।

‘২ মিনিটের কাজ’ –এর দশটা উদাহরণ দেয়া হলো। কিন্তু, আপনার কাছে এরকম অনেক উদাহরণ আছে যার আলোকে নিজের জীবন সুন্দর করতে পারেন, নিজের সময় বাঁচাতে পারেন। আপনি আপনার মতো করে ২ মিনিট কাজে লাগান। দেখবেন জীবনটা সুন্দর হবে।


লেখাটি পড়ে উপকৃত হলে অন্যদেরকেও উপকৃত হবার সুযোগ দিন। Share করুন। ❤️

◆ জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।👇👇👇যা যা লাগবেঃ👇👇১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি২) এস এ খতিয়ান...
22/09/2024

◆ জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।
👇👇👇

যা যা লাগবেঃ👇👇
১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি
২) এস এ খতিয়ান, আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেইটার কপি
৩) ওয়ারিশান সনদ (হাল) এর কপি যদি ওয়ারিশ সম্পত্তি হয়
৪) ছবি (যদি জন্ম নিবন্ধন দিয়া নামজারী হয়)
৫) বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয়
৬)মোবাইল নাম্বার
৭) এনআইডি/জাতীয় পরিচয়পত্র
৮) কর/খাজনার রশিদ

প্রথম কাজঃ
এইসবগুলা ডকুমেন্ট নিয়ে নাগরিক/কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করবেন। একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলে সাথে সাথে এসএমএস পাবেন।

দ্বিতীয় কাজঃ
আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিস এ যাবে তদন্তে আপনার সব কিছু ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে।

তৃতীয় কাজঃ এসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এসএমএসের মাধ্যমে। কাজ সম্পন্ন হলে তারপর ডিসিআর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোডযুক্ত নামজারি তুলতে পারবেন।

পুরো প্রক্রিয়া শেষ হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। মোট খরচ হবে ১১৭০ টাকা।
সংগীত পোস্ট

08/12/2023

How to make her Tutorial **sm

**sm

08/12/2023

How To Have Safe S*X WITHOUT C*NDOMS
"Leeza Mangaldas"

08/12/2023

5 self defense moves everyone should know

08/12/2023

5 Tips You MUST KNOW Before Having S*X (HINDI) with Leeza Mangaldas.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Changer Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Changer Tips:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share