Daily Faridpur Barta

  • Home
  • Daily Faridpur Barta

Daily Faridpur Barta দৈনিক ফরিদপুর বার্তা ফরিদপুরের একটি পুরাতন সংবাদপত্র। ৪৭ বছর পূর্বে এই সংবাদপত্রটি প্রথম প্রকাশনা শুরু করে।

ফরিদপুরে শ্রম সচিবের সঙ্গে মতবিনিময় সভাশ্রমিকদের কল্যাণে সরকার আন্তরিক—এএইচএম সফিকুজ্জামানবার্তা ডেস্ক  : শ্রম ও কর্মসং...
11/07/2025

ফরিদপুরে শ্রম সচিবের সঙ্গে মতবিনিময় সভা
শ্রমিকদের কল্যাণে সরকার আন্তরিক—এএইচএম সফিকুজ্জামান

বার্তা ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান ফরিদপুরে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, ফরিদপুর-এর উপ-পরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন মল্লিকসহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে সচিব বলেন, “শ্রম আইন-২০০৬ অনুযায়ী বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। পোশাক শিল্পের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে দেশীয় ও আন্তর্জাতিক মহলে নানা ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দকে সতর্ক ও সচেতন থাকতে হবে।” তিনি শ্রমিকদের সমস্যা ও দাবি-দাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে শ্রম সচিব ফরিদপুর শহরের গোয়ালচামট সড়কে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক কার্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন ও পরিদর্শন করেন।

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যুবার্তা ডেস্ক  : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্...
11/07/2025

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

বার্তা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্গুরি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শারসাকান্দি এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই গ্রামের আরশাফ শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই শিক্ষিকা আত্মহত্যা করেছেন। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুরে হাসপাতাল চত্বরে মাটি ফেটে ধোঁয়া, আতঙ্কে রোগীর স্বজন ও বাসিন্দারাবার্তা ডেস্ক  : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্ব...
11/07/2025

ফরিদপুরে হাসপাতাল চত্বরে মাটি ফেটে ধোঁয়া, আতঙ্কে রোগীর স্বজন ও বাসিন্দারা

বার্তা ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের পাশ থেকে রহস্যজনকভাবে ধোঁয়া নির্গত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাটি ফেটে বের হওয়া এই উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতালে অবস্থানরত রোগীর স্বজন ও আবাসিক ভবনের বাসিন্দাদের মধ্যে।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল চত্বরের পরিবার পরিকল্পনা বিভাগের আবাসিক ভবনের পশ্চিম পাশে মাটিতে কয়েকটি ফাটল দেখা গেছে। সেখানে বৈদ্যুতিক একটি পিলারের গোড়া ঘেঁষে প্রায় ৭-৮ ফুট এলাকা জুড়ে গর্ত সৃষ্টি হয়ে সেখান থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছে। গর্ত থেকে শোঁ শোঁ শব্দের সঙ্গে বের হওয়া ধোঁয়াটি শুধু দুর্গন্ধযুক্তই নয়, এর ফলে আশপাশের মাটি উত্তপ্ত হয়ে গাছপালা পর্যন্ত পুড়ে যাচ্ছে। পাশের ড্রেনের পানিতে উঠছে ফেনা ও বুদবুদ।

আবাসিক ভবনের একাধিক বাসিন্দা জানান, প্রায় এক মাস ধরে ধোঁয়া নির্গত হতে দেখা গেলেও সাম্প্রতিক বৃষ্টির পর ধোঁয়ার তীব্রতা ও গর্তের পরিমাণ বেড়ে গেছে। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও গত কয়েকদিনে পরিস্থিতির অবনতি হওয়ায় সবাই আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা জানান, প্রথমে গর্তগুলো ছোট ও ধোঁয়া তুলনামূলকভাবে হালকা ছিল। তবে বৃষ্টির পর ধোঁয়ার তীব্রতা ও গন্ধ বেড়ে যায়। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান বলেন, “ঘটনাটি ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎকে জানানো হলে তারা এটি তাদের আওতাভুক্ত নয় বলে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ভূগর্ভস্থ কোনো দাহ্য পদার্থ থেকে নির্গত গ্যাসীয় ধোঁয়া। ইউএনও মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের চেষ্টা করছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “ঘটনাটি অস্বাভাবিক এবং উদ্বেগজনক। আমি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করেছি, তবে এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা করলেই প্রকৃত কারণ জানা যাবে। আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকাটি লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হচ্ছে।”

হাসপাতাল চত্বরে এমন অজানা গ্যাস বা ধোঁয়া নির্গমনের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।

বোয়ালমারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৬১ সদস্যের কমিটি গঠনবার্তা ডেস্ক  : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ...
10/07/2025

বোয়ালমারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৬১ সদস্যের কমিটি গঠন

বার্তা ডেস্ক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নিতাই রায় এবং সঞ্চালনা করেন মহানগর কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাধীন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিশ্বজিৎ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুব্রত কুমার ঘোষ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর নানাভাবে নিপীড়ন চালিয়েছে। তাদের বাড়িঘর দখল করে, ইচ্ছেমতো ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। সংখ্যালঘু আখ্যা দিয়ে ভোটব্যাংক হিসেবে ব্যবহারের পরও তারা কোনো বাস্তব সুযোগ-সুবিধা পায়নি। তাই আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় আরও জানানো হয়, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও পর্যায়ক্রমে কমিটি গঠন করা হবে। নবগঠিত বোয়ালমারী উপজেলা কমিটি দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব সুব্রত রবিদাস, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সুব্রত রায়, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলা ব্লকেডের বর্ষপূর্তি উপলক্ষ্যে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিতবার্তা ডেস্ক  :  বাংলা ব্লকেডের এক বছর পূর্তি উপলক...
10/07/2025

বাংলা ব্লকেডের বর্ষপূর্তি উপলক্ষ্যে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

বার্তা ডেস্ক : বাংলা ব্লকেডের এক বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জুলাই এলায়েন্স অফ ফরিদপুরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় পরিণত হয়।

পথসভায় বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য এনামুল চৌধুরী, রিয়াজুল ইসলাম, শাহ মোহাম্মদ আরাফাত, হাসিবুল হাসান ও এনামুল হক। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "১০ জুলাই ২০২৩ সালে সরকারি রাজেন্দ্র কলেজ থেকে যে ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল, তা ছিল রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের প্রতিবাদের প্রতিচ্ছবি।" তারা আরও বলেন, "আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে—ক্ষমতার অপব্যবহার করবেন না, জনগণকে উপেক্ষা করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবেন না।"

বক্তারা সংগঠনের সদস্যদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমরা যেন কখনও সাধারণ মানুষের ক্ষতির কারণ না হই—সেদিকে সতর্ক থাকতে হবে।"

পথসভা থেকে 'জুলাইর চেতনা'কে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ফরিদপুরে এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধনবার্তা ডেস্ক  :  এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে মানববন্...
10/07/2025

ফরিদপুরে এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন

বার্তা ডেস্ক : এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রবল বর্ষণ উপেক্ষা করে কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হাসনাইন মাহমিদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. খালেদ সাইফুল্লাহ ও মঈন খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী ইজাহারুল, রেজোয়ান হায়দার আলিফ ও সাইফ হাসান শুভ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমান উল্লাহ খান।

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করে বিআইটি আদলে স্বতন্ত্র কমিশনের আওতায় আনার এক দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ দাবির পক্ষে সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দুই কর্মদিবসের মধ্যে মিটিংয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফরিদপুরে চরাঞ্চলে প্রাণিসম্পদের হাঁস বিতরণবার্তা ডেস্ক  :  ফরিদপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের হতদরিদ্র নারী-পুরুষদের স্বাবলম...
09/07/2025

ফরিদপুরে চরাঞ্চলে প্রাণিসম্পদের হাঁস বিতরণ

বার্তা ডেস্ক : ফরিদপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের হতদরিদ্র নারী-পুরুষদের স্বাবলম্বি করে তুলতে হাঁস-মুরগি ও ছাগল-ভেড়া পালনের কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব পরিবারকে বিনামূল্যে হাঁস বিতরণসহ খামার ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

আজ বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ১৩০টি হতদরিদ্র পরিবারের নারী সদস্যদের প্রত্যেককে ১৩টি করে হাঁস প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান আনুষ্ঠানিকভাবে এ হাঁস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

জানা গেছে, সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল, আলিয়াবাদ ও চরমাধবদিয়া ইউনিয়নের নদীভাঙন ও দারিদ্র্যপীড়িত এলাকাগুলোর ৫ হাজার ৮৩৬ জন নারী-পুরুষকে পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রতিটি পরিবারের জন্য হাঁস-মুরগি বা ছাগল-ভেড়া পালনের খামার ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১২ হাজার টাকা করে। কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে উপকারভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের নারী-পুরুষরা অর্থনৈতিকভাবে সাবলম্বি হয়ে উঠবেন। হাঁস-মুরগি ও ছাগল-ভেড়া পালনের মাধ্যমে তারা নিজেদের আয় বাড়াতে সক্ষম হবেন, যা তাদের পরিবারের সামগ্রিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দ্বৈত প্রশাসনিক সংকট নিরসনে শিক্ষার্থীদের এক দফা দাবিবার্তা ডেস্ক  : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল এবং বাংলাদেশ ই...
09/07/2025

দ্বৈত প্রশাসনিক সংকট নিরসনে শিক্ষার্থীদের এক দফা দাবি

বার্তা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BIT) মডেলে আলাদা কমিশন গঠনের এক দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী হাসনাইন মাহমিদ। মানববন্ধন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. খালেদ সাইফুল্লাহ ও মঈন খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী ইজাহারুল ও সাইফ হাসান শুভ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমান উল্লাহ খানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রশাসনিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকলেও একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এই দ্বৈত ব্যবস্থার কারণে একাডেমিক ও প্রশাসনিক সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, যা শিক্ষার মান ও পেশাগত ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

বক্তারা জানান, তাদের এক দফা দাবি পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পথসভা অনুষ্ঠিতবার্তা ডেস্ক  :  ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ...
09/07/2025

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বার্তা ডেস্ক : ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের জামিন লাভের পর এই কর্মসূচি পালন করা হয়। মামলাটি সাবেক সংসদ সদস্য কে আজাদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগে দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। মিছিলটি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। ফরিদপুরে দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ দিয়ে দমন-পীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, ফরিদপুরকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বক্তারা বলেন, “আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দলের সকল কার্যক্রম কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনায় পরিচালিত হবে।”

তারা আরও বলেন, ফরিদপুরের মাটি ও মানুষের নেত্রী নায়াব ইউসুফকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি শেষ হয়।

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে রাতের আঁধারে হামলাবার্তা ডেস্ক  : ফরিদপুর শহরের আলিপুর এলাকায় এনসিপির যুগ্ম সমন্বয়ক এস এম জ...
08/07/2025

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে রাতের আঁধারে হামলা

বার্তা ডেস্ক : ফরিদপুর শহরের আলিপুর এলাকায় এনসিপির যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাড়িতে মধ্যরাতে দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার বাসায় ঢুকে নৃশংস তাণ্ডব চালায়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্যমতে, কয়েকজন দুষ্কৃতিকারী বাড়ির সীমানা প্রাচীর টপকে প্রবেশ করে এবং বাসার চার-পাঁচটি গেটের তালা ভেঙে দ্বিতীয় তলায় উঠে যায়। তাদের লক্ষ্য ছিল জাহিদ হোসেন ও তার ছেলেকে লক্ষ্য করে আক্রমণ চালানো। তারা ভুল ধারণা করে যে, দু’জন একই কক্ষে অবস্থান করছেন। কিন্তু ওই কক্ষে কাউকে না পেয়ে একাধিক ঘরে তছনছ করে, দরজা ভাঙার চেষ্টা চালায় এবং একটি কক্ষের বাহিরের লক খুলে ভেতরে ঢোকারও চেষ্টা করে।

জানা যায়, জাহিদ হোসেনের রুমের দরজাটি ভেতর থেকে লক করা ছিল, ফলে সন্ত্রাসীরা তা ভাঙতে পারেনি। তার ছেলের রুমেও ভিতর থেকে সিটকিনি লাগানো থাকায় তারা প্রবেশে ব্যর্থ হয়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে জাহিদ হোসেনকে দেখতে পায়। তবে ঠিক তখনই আজানের ধ্বনি ও মসজিদমুখী মুসল্লিদের আনাগোনা শুরু হলে তারা পালিয়ে যায়।

পরে ভোরে জাহিদ হোসেন বাসা থেকে বেরিয়ে দেখেন, দরজার সামনে পড়ে আছে একটি কাঁচি কাটার যন্ত্র, ভাঙা তালা, এলোমেলো আসবাবপত্র এবং হামলাকারীদের ফেলে যাওয়া দুটি জোড়া স্যান্ডেল।

খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নির্দেশে দারোগা আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আলামত সংগ্রহ করে।

পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, এটি কেবল চুরির চেষ্টা নয়, বরং পূর্বপরিকল্পিত কোনো হত্যাচেষ্টাও হতে পারে। যদিও এখনো কেউ গ্রেপ্তার হয়নি, তবে তদন্ত জোরালোভাবে চলছে।

ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এনসিপি সূত্রে জানা গেছে, এস এম জাহিদ হোসেন সম্প্রতি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন। এ কারণে অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে সন্দেহ করছেন।

এখন সবার প্রশ্ন—এটি কি কেবল একটি পরিকল্পিত ডাকাতি, নাকি এর পেছনে আছে আরও গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে আছে ফরিদপুরবাসী।

ছয় দফা দাবিতে ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিবার্তা ডেস্ক  : বেতন বৈষম্য ও পেশাগত মর্যাদার দাব...
08/07/2025

ছয় দফা দাবিতে ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

বার্তা ডেস্ক : বেতন বৈষম্য ও পেশাগত মর্যাদার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে কর্মসূচি।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. সুলাইমান। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক শামীম আজাদ, সাবেক সভাপতি মো. আসাদ, স্বাস্থ্য সহকারী মুজিবুর রহমান, মিরাজুল ইসলাম, তৈয়বুর রহমান, সালমা শরীফ ও জামাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্তর্ভুক্তি,
৩. স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড এবং পরিদর্শকদের ১২তম গ্রেডে উন্নীতকরণ,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নয়ন,
৫. টেকনিক্যাল মর্যাদা প্রদান,
৬. ধারাবাহিক উচ্চতর গ্রেডে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করার ঘোষণা দেন নেতারা। সেই সঙ্গে শাটডাউন কর্মসূচিও পালনের কথা জানান।

কর্মসূচিতে ফরিদপুর জেলার ৯টি উপজেলার স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ভাঙা-ফরিদপুর মহাসড়ক সংস্কার ও লেন সম্প্রসারণের দাবিতে উন্মুক্ত মতবিনিময় সভাবার্তা ডেস্ক  :  ফরিদপুর সদর উপজেলার পশ্চিম...
07/07/2025

ভাঙা-ফরিদপুর মহাসড়ক সংস্কার ও লেন সম্প্রসারণের দাবিতে উন্মুক্ত মতবিনিময় সভা

বার্তা ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুরে ভাঙা-ফরিদপুর মহাসড়কের সংস্কার এবং চার লেনে উন্নীত করার দাবিতে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের স্টার কাবাব রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এনামুল হাসান ভিপি গিয়াস। এতে বক্তব্য রাখেন আবরার নাদিম, ইতু কাজী, রিয়াজুল ইসলাম রিয়াজ, সোহেল রানা, সাংবাদিক শ্রাবণ হাসান, ওয়ালিদ হাসান, জিহাদুল ইসলাম রত্ন, সালমান রহমান পিয়াল, আজিম মাতুব্বর, জনি শেখ প্রমুখ।

বক্তারা বলেন, “পদ্মা সেতু চালুর পর ভাঙা-ফরিদপুর মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে একদিকে যেমন সড়কের অবস্থা নাজুক হয়েছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। এখন এই মহাসড়কে চলাচল জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে।”

তাঁরা আরও বলেন, শুধু সংস্কার করেই এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান তাঁরা। পাশাপাশি, এ দাবিতে জোরদার আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভা থেকে আগামী ১৩ জুলাই ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ে দাবি পাঠানো এবং প্রয়োজনে মহাসড়ক অবরোধ কর্মসূচি গ্রহণের কথাও সভায় জানানো হয়।

সভা থেকে এই দাবির পক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Daily Faridpur Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Faridpur Barta:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share