Bengali Tech

Bengali Tech _লক্ষ্য ঠিক রাখুন
আজ না হয় কাল সফলতা আসবেই! 🤍🫶🏻

_আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআ...
17/08/2025

_আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে নিয়ম দেওয়া হলো—
১. Payout -এ যান
প্রথমে Meta Business Suite খুলুন।
সেখান থেকে Monetization → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিন
ব্যক্তিগত তথ্য:
আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল
ট্যাক্স সংক্রান্ত তথ্য
পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (যদি আপনার দেশে সাপোর্ট করে)।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
SWIFT কোড (আন্তর্জাতিক লেনদেনের জন্য)।
রাউটিং নম্বর (যদি প্রয়োজন হয়)।
৩. Facebook আপনার তথ্য চেক করবে।
৪. Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী সব তথ্য দিবেন যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুলো দিতে পারেন। আরো কিছু জানতে হলে কমেন্ট করুন ধন্যবাদ! 🤍

17/08/2025

প্রেকটিস করতে গিয়ে এমনটা হবে ভাবতেই পারিনি! 😱🤣

📌facebook রিচ বাড়ানোর ১২টি কৌশল দেখুন নিচে দেওয়া হলো:- 😱👇🏻১. ভিডিও কনটেন্ট নিয়মিত পোস্ট করুনভিডিও কন্টেন্টের রিচ সব ধরন...
03/05/2025

📌facebook রিচ বাড়ানোর ১২টি কৌশল দেখুন নিচে দেওয়া হলো:- 😱👇🏻

১. ভিডিও কনটেন্ট নিয়মিত পোস্ট করুন

ভিডিও কন্টেন্টের রিচ সব ধরনের পোস্টের চেয়ে বেশি হয়।

ফেসবুক রিলস এবং ছোট ভিডিও (1–3 মিনিট) অনেক বেশি রিচ এনে দেয়।

২. শুরুতেই আকর্ষণ তৈরি করুন

ভিডিওর বা পোস্টের প্রথম 3 সেকেন্ডেই কৌতূহল তৈরি করুন।

শুরুটা যেন এমন হয়, যাতে স্ক্রল থেমে যায়।

৩. পোস্ট টাইমিং সঠিক রাখুন

সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে পোস্ট করলে রিচ বেশি হয়।

আপনার অডিয়েন্স কখন সক্রিয় সেটা দেখে সময় ঠিক করুন (Insights থেকে বুঝতে পারবেন)।

৪. Live Video দিন

Facebook Live রিচ অন্য সব কনটেন্টের চেয়ে অনেক বেশি।

সপ্তাহে অন্তত ১ বার লাইভে আসার চেষ্টা করুন।

৫. এনগেজমেন্ট বাড়ান (লাইক-কমেন্ট-শেয়ার)

ক্যাপশনে প্রশ্ন করুন – যেমন: “আপনার মতামত কী?”, “কমেন্টে জানান।”

CTA (Call to Action) দিন – “শেয়ার করুন”, “ট্যাগ করুন বন্ধুদের”।

৬. থাম্বনেইল ও ক্যাপশন আকর্ষণীয় করুন

ছবি বা ভিডিওর প্রিভিউ দেখে যেন মানুষ ক্লিক করতে আগ্রহ পায়।

ক্যাপশন ছোট, স্পষ্ট ও তথ্যবহুল হোক।

৭. রিলস এবং শর্ট ভিডিও ব্যবহার করুন

Facebook Reels এখন অ্যালগরিদমে প্রাধান্য পায়।

15–30 সেকেন্ডের কন্টেন্টে ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করুন।

৮. কনসিসটেন্ট থাকুন (নিয়মিত পোস্ট করুন)

সপ্তাহে অন্তত 3–4 দিন কন্টেন্ট পোস্ট করুন।

বেশি সময় বিরতি দিলে অ্যালগরিদম রিচ কমিয়ে দেয়।

৯. ফেসবুক গ্রুপে শেয়ার করুন

আপনার কনটেন্টের সাথে মিল আছে এমন পাবলিক গ্রুপে শেয়ার করুন।

গ্রুপের নিয়ম ভেঙে না গিয়ে “ভ্যালু” যোগ করে পোস্ট দিন।

১০. হ্যাশট্যাগ ব্যবহার করুন

বাংলা এবং ইংরেজি মিলিয়ে 5–10টি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ দিন।

উদাহরণ:



১১. অডিয়েন্সকে রিপ্লাই দিন

আপনার পোস্টে কমেন্ট করলে যত দ্রুত সম্ভব রিপ্লাই দিন।

এতে Facebook বুঝে আপনি Active Creator, ফলে রিচ বাড়ে।

১২. ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করুন

অনেকেই মোবাইল মিউট করে ভিডিও দেখে, তাই সাবটাইটেল রিচ বাড়াতে সাহায্য করে।
C H O T  U ツ

কে কে এই Extra Bonuses টা পেয়েছেন? 🤑💸
22/03/2025

কে কে এই Extra Bonuses টা পেয়েছেন? 🤑💸

_আজ হঠাৎ প্রবল শিলাবৃষ্টি.. 🙀🌧️ আপনাদের ওই দিকে শিলাবৃষ্টি হয়েছে?🤔
18/02/2025

_আজ হঠাৎ প্রবল শিলাবৃষ্টি.. 🙀🌧️ আপনাদের ওই দিকে শিলাবৃষ্টি হয়েছে?🤔

আপনাদের কোন কোন Set-up গুলো Unlock হয়েছে? 🤔
07/02/2025

আপনাদের কোন কোন Set-up গুলো Unlock হয়েছে? 🤔

Good Morning Everyone 🌞🌅_Kharagpur Station 🚉
07/02/2025

Good Morning Everyone 🌞🌅
_Kharagpur Station 🚉

_কুয়াশা ভেজা কৌশল্যা বাজার! 🥦🍆🍅🍌🍏🍒
02/02/2025

_কুয়াশা ভেজা কৌশল্যা বাজার! 🥦🍆🍅🍌🍏🍒

Good Afternoon Everyone 🌅
10/12/2024

Good Afternoon Everyone 🌅

Address

Kharagpur

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share