
16/08/2025
📰 আগামী ১৫ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
আগামী ১৫ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের বার্কিংস্থ জুমিরা হলে অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। যুক্তরাজ্যে প্রবাসী গোলাপগঞ্জবাসীদের ঐক্যবদ্ধতা, সামাজিক কর্মকাণ্ড ও প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই সংগঠন নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫। এ আয়োজনে যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জের শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে স্বীকৃতি জানানো হবে। এবারে ১২ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হবে, যার মধ্যে থাকবেন ৬ জন জিসিএসসি পরীক্ষার্থী এবং ৬ জন এ লেভেল পরীক্ষার্থী।
যোগ্যতার শর্ত অনুযায়ী:
জিসিএসসি পরীক্ষার্থীদের অন্তত ৩টি নাইন (৯) অর্জন করতে হবে।
এ লেভেল পরীক্ষার্থীদের অন্তত এএবি (AAB) অর্জন করতে হবে।
📌 মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫।
অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার জন্য।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
👉 যোগাযোগের জন্য:
মোহাম্মদ জাকারিয়া (চেয়ারম্যান): 07983 801505
তারিক রহমান ছানু (জেনারেল সেক্রেটারি): 07713 727249
সাইফুল ইসলাম (ট্রেজারার): 07846 772623
আব্দুর রহমান খান সুজা (এডুকেশন সেক্রেটারি): 07918 557026
🌐 ওয়েবসাইট: www.golapganjsocialtrust.com
📌 Charity Number: 1190653