Lopas world

Lopas world Greetings from Lopa's world. I'm Nasrin Lopa.
(2)

I'm passionate to do Crochet🧶Arts & Crafts 🎨 Embroidery|Sewing🪡DIY|Gardening🪴Home decor|Cooking🍲Photography & travelling

বহুদিন পর 😌🥰
14/08/2025

বহুদিন পর 😌🥰

‎عَنْ عَدِىِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا مِنْكُمْ أَحَدٌ إِلاَّ سَيُكَ...
18/07/2025

‎عَنْ عَدِىِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا مِنْكُمْ أَحَدٌ إِلاَّ سَيُكَلِّمُهُ رَبُّهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلاَّ مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلاَّ مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلاَّ النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ.

আদী ইবনে হাতেম (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার সাথে তার রব কথাবার্তা বলবেন না। তার ও তার রবের মধ্যে কোন দোভাষী এবং এমন কোন পর্দা থাকবে না, যা তাকে আড়াল করে রাখবে। সে তার ডানে তাকাবে, তখনও পূর্বে প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আবার বামে তাকাবে, তখনও পূর্ব প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর সম্মুখের দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। যা একেবারে চেহারার সম্মুখে অবস্থিত। সুতরাং খেজুর ছালের বিনিময়ে হলেও জাহান্নাম হতে বাঁচতে চেষ্টা কর’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৫৫৫০; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩১৬)।

ঊপদেশ, হাদিস নং ১১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ

🌿 Remember🌿 One day you will smile and say:"Ya Allah, this is more than what I prayed for, Alhamdulillah.....
12/07/2025

🌿 Remember🌿
One day you will smile and say:
"Ya Allah, this is more than what
I prayed for, Alhamdulillah.....

শুভসকাল 💛
03/07/2025

শুভসকাল 💛

নিজের ব্যক্তিগত কারণে কাউকে কথা দিয়ে বা প্রডাক্ট রেডিকরেও সেটা সময়মত রাখতে না পারার কষ্ট একমাত্র যারা ক্লায়েন্ট হ্যান্ডে...
18/06/2025

নিজের ব্যক্তিগত কারণে কাউকে কথা দিয়ে বা প্রডাক্ট রেডিকরেও সেটা সময়মত রাখতে না পারার কষ্ট একমাত্র যারা ক্লায়েন্ট হ্যান্ডেল করে শুধু তারাই বুঝতে পারবে। 🥺😥

18/06/2025

স্বার্থে আঘাত মানুষকে পরিবর্তন করে,
তাই বলে এতো পরিবর্তন 😳

"বুঝেশুনে খরচ করুন। ধনী না হলেও অন্তত ঋণী হবেন না।কথাটা খুব মনে ধরলো।আসলেই সত্য। লাইফস্টাইল সবাই আমরা ভাল চাই।  অনেক ক্ষ...
10/06/2025

"বুঝেশুনে খরচ করুন।
ধনী না হলেও অন্তত ঋণী হবেন না।

কথাটা খুব মনে ধরলো।

আসলেই সত্য। লাইফস্টাইল সবাই আমরা ভাল চাই। অনেক ক্ষেত্রে অন্যের দেখে, আশেপাশের ইনফ্লুয়েন্সে আমরা সবকিছু চাই লেটেস্ট। সোশ্যাল মিডিয়াও বড় রোল প্লে করে আজকাল। বাসাও হাইফাই লাগবে, বাসন কোসনও লাগবে হরেক পদের, ব্র‍্যান্ডের ব্যাগ না হলে বাইরে বেরোতে ইচ্ছে করেনা, বছরে দুইটা হলিডে না হলে জাতে ওঠা যায় না- এগুলো ভুল ধারণা। জীবন মধ্যমপন্থাতেই সুন্দর আর সাবলীল। জিনিসের চাইতেও মেন্টাল পিস বেশি জরুরি। স্যাটিসফাইড থাকার প্র‍্যাক্টিস করতে হবে। সব ভাল হলে খুবই ভাল সেটা অবশ্যই হালাল ইনকামে কাউকে কষ্ট না দেয়া টাকায় হতে হবে। অন্যের জন্য না, নিজের সখের জন্য সুন্দর করে বেঁচে দেখুন। জীবন সিম্পলের মধ্যেও সুন্দর!

সেভিংস রাখুন। পুরোটা খরচ করা যাবেনা।
বিপদে মানুষ, জিনিস কিছুই কাজে আসেনা।
কাজে আসে শুধু টাকা, গোল্ড আর প্রোপার্টি।
লোকদেখানো মানুষ হেল্পের ভান করে, হেল্প করেনা।
এটাই বাস্তবতা।

বিয়ের আগের জীবন কতটা সুন্দর সেইটা বিয়ে পরেই বুঝতে পারে মেয়েরা🥹বিয়ের পরে জীবনটা অনেক পাল্টে যায়, বাবা মা কাছে থাকে বা চা...
05/06/2025

বিয়ের আগের জীবন কতটা সুন্দর সেইটা বিয়ে পরেই বুঝতে পারে মেয়েরা🥹
বিয়ের পরে জীবনটা অনেক পাল্টে যায়, বাবা মা কাছে থাকে বা চাইলেই যেতে পারি তারপরও বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ে।
ঈদের দিনের সকালে উঠে মায়ের সেই ডাক আর কি কখনো আসবে?🥺
আসবেনা কারন এখন নিজেই একজন মা আলহামদুলিল্লাহ।

শেষবার যখন বাবা মায়ের সাথে ঈদ এর সৃতিগুলো ভালো করে মনেও আসেনা🥹
যদি জানতাম বেঁচে থাকতে আর হয়ত এভাবে এই অনুভূতি নিয়ে ঈদ করা হবেনা😥
বিয়ের পরে যে অনেক দায়িত্বশীল হতে হয়! নিজস্ব একরোখা জিদ আর থাকে না! সবার জন্য ছাড় দিতে হয়।

বিয়ের পরবর্তী সময়ের অনুভূতি অন‍্যরকম। স্বামীর আনুগত্য,খেদমত,সন্তানাদির দেখভাল সবই ফরজ ইবাদাহ।
সবকিছুতেই সাওয়াব।
এরপরও সব মেয়েরাই মনে করে ইশশ বিয়ের আগের সময়গুলোতে যদি আরেকটু ভালোভাবে কাটাতে পারতাম! যদি মা-কে একটু সহযোগিতা করতাম🥺 হায় যদি হেদায়াত পেতাম, বুঝতাম আরো আমল করতাম!

স্বামীর সঙ্গে তার বাড়িতে ঈদ করা সুন্নাহ্।
এটাতে কেমন যেনো অদ্ভুত আনন্দ তারপরও প্রতিবার ঈদে একই কথা মনে হয় 🥹

সবার ঈদ অনেক বেশি আনন্দে কাটুক
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা 💐

আজ আরাফার দিন " দোয়ার শ্রেষ্ঠ দিন।  এ দিনে হাজারো গুনাহ মাফ করে দেন রব, শর্ত শুধু একটাই" ফিরে আসো তাঁর দিকে।চোখের পানি, ...
05/06/2025

আজ আরাফার দিন " দোয়ার শ্রেষ্ঠ দিন।
এ দিনে হাজারো গুনাহ মাফ করে দেন রব, শর্ত শুধু একটাই" ফিরে আসো তাঁর দিকে।

চোখের পানি, তওবার কান্না আর অন্তরের ভাঙন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য ক্ষমা চাই,
কারণ এই দিনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, কবুল হওয়া তওবার তৌফিক দান করুন।

Fresh Mango juice 🥭আহ্ আমমমমমমমমমমমমমমম🧡
02/06/2025

Fresh Mango juice 🥭

আহ্ আমমমমমমমমমমমমমমম🧡

Crochet scrunchies 😍
31/05/2025

Crochet scrunchies 😍

Colours 🌈💛💙🧡
30/05/2025

Colours 🌈💛💙🧡

Address


Alerts

Be the first to know and let us send you an email when Lopas world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share