Filmi Panchforon

  • Home
  • Filmi Panchforon

Filmi Panchforon Welcome to our page. You can get here all updates regarding movies.

সম্প্রতি পিংকভিলার একটি সাক্ষাৎকারে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে মুখ খুললেন স্বয়ং বলিউড মেগাস্টার সালমান খান 🔥 খাকির...
29/03/2025

সম্প্রতি পিংকভিলার একটি সাক্ষাৎকারে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে মুখ খুললেন স্বয়ং বলিউড মেগাস্টার সালমান খান 🔥
খাকির ক্লিপিংস দেখে তিনি ভবিষ্যতে সিরিজটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

বরবাদের পর আবারও ধামাকা নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান। মুক্তি পেলো তান্ডবের ফার্স্ট লুক। কী লুক দিয়েছে মেগাস্টারকে 🔥 ...
28/03/2025

বরবাদের পর আবারও ধামাকা নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান। মুক্তি পেলো তান্ডবের ফার্স্ট লুক। কী লুক দিয়েছে মেগাস্টারকে 🔥

রঘু ডাকাতের নতুন পোস্টার থেকে সুপারস্টার দেব 🔥শেষ হলো রঘু ডাকাতের প্রথম শিডিউলের শুটিং।            Dev fans টলিউডের এর ম...
28/03/2025

রঘু ডাকাতের নতুন পোস্টার থেকে সুপারস্টার দেব 🔥শেষ হলো রঘু ডাকাতের প্রথম শিডিউলের শুটিং।

Dev fans টলিউডের এর মেরুদণ্ড দেব Dev Fan Club-Rangpur Dev fans club bally Dev Fan Club Dev The RockStar DEV FANS CLUB Bagnan

মুক্তি পেলো দাগি ছবির টাইটেল ট্র্যাক। অভিনয়ের পাশাপাশি আফরান নিশো এই গানটি গেয়েছেনও। বেশ এনার্জেটিক একটি গান আমাদের উপ...
26/03/2025

মুক্তি পেলো দাগি ছবির টাইটেল ট্র্যাক। অভিনয়ের পাশাপাশি আফরান নিশো এই গানটি গেয়েছেনও। বেশ এনার্জেটিক একটি গান আমাদের উপহার দিলেন তিনি। সেই সঙ্গে ছবির বেশ কিছু ফুটেজ ও ব্যবহার করেছেন তাঁরা ভিডিওতে। বেশকিছু ফুটেজে নিশো ভাইয়াকে অত্যন্ত এনার্জির সাথে অ্যাকশন করতে দেখা যাচ্ছে। সবমিলিয়ে বেশ ভালো একটি গান 🔥

বাংলার সুপারস্টারদের পাওয়ার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে নেটফ্লিক্স ইতিমধ্যেই বুঝে গেছে। তাঁরা নিজেরাও হয়তো সির...
26/03/2025

বাংলার সুপারস্টারদের পাওয়ার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে নেটফ্লিক্স ইতিমধ্যেই বুঝে গেছে। তাঁরা নিজেরাও হয়তো সিরিজটা বানানোর সময় ভাবেনি যে এমনটা হবে। আশা করা যায় নেটফ্লিক্স এরপর বাংলাতে আরও কাজ করবে এবং এটাও আশা করা যায় যে জিতদার পর দেবদাকে নিয়েও কাজ করবে সামনের দিনে।
Dev fans টলিউডের এর মেরুদণ্ড দেব Dev Fan Club-Rangpur Dev fans club bally Dev Fan Club Dev The RockStar DEV FANS CLUB Bagnan

জিত যে কী করতে পারেন সেটা খাকি সিরিজের মাধ্যমে তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। সারা ভারতজুড়ে তাঁর পারফরম্যান্সের প্রশংস...
25/03/2025

জিত যে কী করতে পারেন সেটা খাকি সিরিজের মাধ্যমে তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। সারা ভারতজুড়ে তাঁর পারফরম্যান্সের প্রশংসা হচ্ছে। সেইসঙ্গে ভারত, বাংলাদেশ এমনকি পাকিস্তানেও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই মুহূর্তে ট্রেন্ডিং।

মুক্তির পর থেকেই দূর্ধর্ষ রেসপন্স পাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ভারত, বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ট্রেন্ডিংয়ে এক নম্বরে...
23/03/2025

মুক্তির পর থেকেই দূর্ধর্ষ রেসপন্স পাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ভারত, বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ট্রেন্ডিংয়ে এক নম্বরে এই সিরিজে। অত্যধিক ক্রেজের কারণে তামিল এবং তেলেগু ভার্সন মুক্তি দেওয়ার কথাও ভাবছে নেটফ্লিক্স। এইসব দেখেশুনে চুপ থাকলেন না এসভিএফ কর্ণধার মহেন্দ্র সোনি। জিতদা এবং খাকির পুরো টিমকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন তিনি।

দাগির নতুন পোস্টার 🔥সাথে আফরান নিশোর পাগল করা লুক ❤️
22/03/2025

দাগির নতুন পোস্টার 🔥
সাথে আফরান নিশোর পাগল করা লুক ❤️

আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত শ্রীমান vs শ্রীমতী। এই ছবিতে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন মিঠ...
21/03/2025

আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত শ্রীমান vs শ্রীমতী। এই ছবিতে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত। এই ছবিরও কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন বাংলার এক নম্বর মুভি রিভিউয়ার অরিত্র ব্যানার্জি। ছবির গোটা টিমের প্রতি আমাদের শুভকামনা।

Aritra's Gyan

আল্লু অর্জুনের পুষ্পা ২ কে পিছনে ফেলে ট্রেন্ডিংয়ে সুপারস্টার জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 🔥
21/03/2025

আল্লু অর্জুনের পুষ্পা ২ কে পিছনে ফেলে ট্রেন্ডিংয়ে সুপারস্টার জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 🔥

মুক্তি পেলো দাগি ছবির প্রথম গান 'একটুখানি মন'। গানটির লিরিক্স অনবদ্য এবং বেশ দরদ দিয়ে গাওয়া হয়েছে। সঙ্গে আফরান নিশো এ...
20/03/2025

মুক্তি পেলো দাগি ছবির প্রথম গান 'একটুখানি মন'। গানটির লিরিক্স অনবদ্য এবং বেশ দরদ দিয়ে গাওয়া হয়েছে। সঙ্গে আফরান নিশো এবং তমা মির্জার চরম অভিনয় গানটাকে অন্য মাত্রা দিয়েছে। গানটা আপনি যখন শুনবেন তখন একটা আলাদা শান্তি অনুভব করতে পারবেন ❤️

এই খবরটা সত্যি কিনা জানিনা, একটা আপডেট পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।‌ শোনা যাচ্ছে দেবদা এবং রাণা সরকারের মধ্...
18/03/2025

এই খবরটা সত্যি কিনা জানিনা, একটা আপডেট পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।‌ শোনা যাচ্ছে দেবদা এবং রাণা সরকারের মধ্যে মতবিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। ধূমকেতু মুক্তি পাবে ঠিকই তবে সেখানে রাণা সরকার দেবদার ডায়লগ অন্য কাউকে দিয়ে ডাব করিয়ে ছবিটা মুক্তি দেবেন যেটা দেবদার ভক্তদের জন্য অত্যন্ত দুঃখজনক আপডেট। একটা জিনিস অবাক করার মতন দেবদার হাউজের তরফ থেকে কিন্তু ধূমকেতু নিয়ে এখনো মুখ খোলা হয়নি যেটা তাঁরা তাঁদের অন্য ছবিগুলোর ক্ষেত্রে করেনা। তাঁরা‌ যেকোনো ছবি অ্যানাউন্স করার প্রথম দিন থেকেই ছবিটাকে প্রোমোট করতে থাকেন কিন্তু ধূমকেতু মুক্তির আর মাত্র এক দেড় মাস জানা সত্ত্বেও তাঁরা আপডেট দিচ্ছেনা অন্যদিকে রাণা সরকার সোশ্যাল মিডিয়ায় ধূমকেতু মুক্তির কথা বলে যাচ্ছেন। এমনকি শুভশ্রীও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে ধূমকেতু মুক্তির বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। যেটা বলার, দেবদা বা তাঁর হাউজের তরফে কোনো আপডেট শেয়ার না করা হলে কিন্তু এখনো বোঝা যাচ্ছেনা যে সত্যিই এই ছবিটা মুক্তি পাবে নাকি রাণা সরকার শুধু প্রচারে থাকার জন্য এইসব করে যাচ্ছেন।

Dev fans টলিউডের এর মেরুদণ্ড দেব Dev fans club bally Dev Fan Club-Rangpur Dev Fan Club Dev The RockStar DEV FANS CLUB Bagnan

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Filmi Panchforon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share