12/07/2025
রাশিয়ায় আপনি যদি একটি ট্রেনে যাত্রা করেন, বিশেষ করে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের মতো দীর্ঘ রুটে, তাহলে দেখবেন আশেপাশের অধিকাংশ যাত্রী বই পড়ায় ডুবে আছেন। চার ঘণ্টার ভ্রমণ যেন হয়ে ওঠে এক একটি পাঠোৎসব। কেউ হাতে ধরে বই পড়ছেন, কেউ মোবাইল বা ট্যাবলেটে চোখ রেখে পাঠ করছেন পিডিএফ সংস্করণ। এমনকি যাত্রীরা সিট না পেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তে ছাড়েন না।
বিশ্বের নানা দেশের সংস্কৃতি, অভ্যাস ও জীবনযাত্রার ধরণে ভিন্নতা রয়েছে। তবে কিছু জাতি রয়েছে, যাদের কোনো একটি দিক বিশেষভাবে লক্ষণীয়। রুশ জাতির ক্ষেত্রে এমন একটি বিস্ময়কর ও গর্বিত বৈশিষ্ট্য হলো—তাঁদের অগাধ পাঠাভ্যাস। এই জাতি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বেশি বইপড়ুয়া জাতি হিসেবে পরিচিত।
এটা শুধু ট্রেনেই নয়, রাশিয়ার প্রতিটি প্রান্তেই এই চিত্র চোখে পড়ে। পার্কে, কফি শপে, চায়ের দোকানে কিংবা বাস-স্টপে, মানুষের হাতে বই থাকাটাই যেন স্বাভাবিক দৃশ্য। বৃদ্ধ-বৃদ্ধারা অবসরে সময় কাটাতে বইকেই সঙ্গী করে নেন। অফিস শেষে বন্ধুদের আড্ডার অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে—"গতকাল যে বইটা পড়া শেষ করলাম, সেটার কাহিনি এক কথায় অসাধারণ!"
রাশিয়ায় শিশুদের মধ্যে বইপড়ার অভ্যাস গড়ে তোলাও এক বিশেষ সাংস্কৃতিক ধারা। ছোট ছোট বাচ্চারা মায়ের পাশে বসে বই পড়ছে, মাও একাগ্রচিত্তে পড়ছেন নিজস্ব বই। পরিবারে বই নিয়ে আলোচনা, উপহার হিসেবে বই দেওয়া, লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটানো—সবই খুব স্বাভাবিক ঘটনা।
রাশিয়ানদের মধ্যে বই কেনার প্রবণতাও চোখে পড়ার মতো। এক জরিপ অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০% মানুষ প্রতি মাসে গড়ে ৫টি করে বই কিনে থাকেন। আশ্চর্যজনকভাবে, ৭০% পরিবারের নিজস্ব ছোট-বড় লাইব্রেরি রয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয়, বই তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
এই পাঠপ্রবণতা রাশিয়ান সমাজে মননশীলতা, চিন্তাশীলতা ও গভীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। বইকে শুধুমাত্র জ্ঞানার্জনের মাধ্যম নয়, বরং জীবনযাপনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে গণ্য করেন তাঁরা।
এমন পাঠ-সংস্কৃতি যে কোনো জাতির জন্য আদর্শ হয়ে উঠতে পারে। রুশ জাতির এই বইপ্রীতি প্রমাণ করে, প্রযুক্তি যতই অগ্রসর হোক, মুদ্রিত বা ডিজিটাল—বইয়ের মাহাত্ম্য কখনো কমে না, যদি জাতির মননে থাকে জ্ঞানের প্রতি গভীর আকর্ষণ।
রুশ জাতি শুধু শক্তিশালী সামরিক বা বৈজ্ঞানিক দিক থেকেই নয়, তাঁরা সত্যিকার অর্থেই এক মননশীল, জ্ঞানভিত্তিক জাতি। তাঁদের জীবনদর্শনে বই কেবল বিনোদনের উপকরণ নয়—তা তাঁদের আত্মার খাদ্য, সংস্কৃতির প্রতীক, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য উত্তরাধিকার।
©️ An Animesh