Sumi's Art View.

  • Home
  • Sumi's Art View.

Sumi's Art View. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sumi's Art View., Chittagong,Bangladesh, .

I am here to tell my story and inspire people to love passion ❤️

Freelancing Tip👩‍💻 ll Design Tip👩‍🎨 ll cooking🍲 ll Fun🤣 ll Travelling🚀 ll Lifestyle blogging👨‍👩‍👦✌️
----------------❤️-----------------
Top Rated freelancer at Upwork

আমার ছোট্ট ভালবাসা গুলো। নিজেকে সব সময় productive রাখুন, দেখবেন Brain active থাকবে আর শয়তানি বুদ্ধি মাথায় আসবে না😁😁
13/08/2025

আমার ছোট্ট ভালবাসা গুলো।
নিজেকে সব সময় productive রাখুন, দেখবেন Brain active থাকবে আর শয়তানি বুদ্ধি মাথায় আসবে না😁😁

জীবনের এমন একটা ধাপে দাড়িয়ে আছি যে সামনে এগোতে গেলে পিছনের ১০ টা মানুষের দিকে তাকাতে হয়, আর পিছনোর তো উপায় ই নাই। স্বার্...
09/08/2025

জীবনের এমন একটা ধাপে দাড়িয়ে আছি যে সামনে এগোতে গেলে পিছনের ১০ টা মানুষের দিকে তাকাতে হয়, আর পিছনোর তো উপায় ই নাই। স্বার্থপর দের আবার এই প্যারা নাই।🥹

Halloween মানেই ভূত এর সাথে বসবাস😝😝
05/08/2025

Halloween মানেই ভূত এর সাথে বসবাস😝😝

ঠিক করোনার সময়টা থেকে ফ্রিল্যান্সিং এত বেশি ভাইরাল হয় আর ট্রেন্ডিং ছিল যে অলিতে গলিতে লতায় পাতায় সবাই ট্রেনিং সেন্টার খু...
03/08/2025

ঠিক করোনার সময়টা থেকে ফ্রিল্যান্সিং এত বেশি ভাইরাল হয় আর ট্রেন্ডিং ছিল যে অলিতে গলিতে লতায় পাতায় সবাই ট্রেনিং সেন্টার খুলে ফ্রিল্যান্সিং এর নামে তাবিজ বিক্রি শুরু করলো।

আর এখন এটারে এমন ভাবে পচাইসে মানুষ যে ইনকাম থাক আর না থাক কাজ পারুক আর না পারুক ঘরে ঘরে ফ্রিল্যান্সার বসে আছে!!

এই পচানির সুযোগ নিসে বিভিন্ন so called নামের IT Institute গুলো। এক একটা কোর্সের দাম বলে ৫০০০০ টাকা!!! স্বপ্ন দেখাবে প্রতি মাসে লাখ লাখ ডলার ইনকাম করবেন!!

আরে ভাই আমার সোজা প্রশ্নের সোজা উত্তর দেন। আসলেই যদি ব্যাপারটা এমন হতো তাহলে তারা কেন ফ্রিল্যান্সিং করে লাখ লাখ কামাই না??? কেন তারা কোর্স বিক্রি করকে আসছে?? আসলেই যদি তাদের সেই Skill থাকে তাহলে তো তারা মার্কেটে কাজ করেই কুল পাইতো না, Skilled আর আসলেই যে সঠিক Freelancing করে তার এসব আজাইরা কামের সময় আছে???

এই সেক্টর টারে ডাল ভাত কাচ মরিচ মনে করিয়েন না। এমন অনেক পোলাপাইন হাতের উপর দিয়ে গেসে, ৫০ জনের একটা ক্লাসে ৫ জন থাকেই by born talented. তারা যেভাবেই হোক নিজেদের জায়গা তৈরি করেই নিবে। ইনকামও করবে।

আমি যখন শুরু করি তখন তো কিচ্ছু ছিল না। Adobe illustrator এর বেসিক নিয়ে মাঠে নামসিলাম, নিজেকে Professional level এ আনতে আমার মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গেসে,এখনো আমার মনে হয় আমি এই সেক্টরের ২% ও জানি না আর তোমরা ২ দিন মাউস ঘুড়িয়েই নিজেদের এডলফ খান মনে করো!!!

একটা কথা মনে রাখবেন সত্যি কোনোদিন চাপা থাকে না। এই দেশ চোর বাটপারে ভরা। যে IT সেক্টর এই দেশের অর্থনীতি তে বড় একটা অবদান রাখতে পারতো, সেই IT সেক্টর সব অযোগ্য লোক আর বাটপারে ভরা। যোগ্যরা আড়ালেই থাকে কারন যোগ্যতার দাম এই দেশ দেয় না।

Halloween এর কাজ চলছে🫣 কত্ত ভূত একসাথে দেখেছো!!😁😁
03/08/2025

Halloween এর কাজ চলছে🫣
কত্ত ভূত একসাথে দেখেছো!!😁😁

03/08/2025

ফেসবুকের কি কচুর আপডেট আনে, এখন ছবি আপলোড এর সময় ইফেক্ট দিলে সেটা রিল এর মতো হয়ে যাচ্ছে 😓

কখনো কখনো ১০ পা সামনে যাওয়ার জন্য ৫ পা পিছাতে হয়😏
02/08/2025

কখনো কখনো ১০ পা সামনে যাওয়ার জন্য ৫ পা পিছাতে হয়😏

মানুষের জীবনের সাথে মিলে কিনা দেখো তোGood morning
31/07/2025

মানুষের জীবনের সাথে মিলে কিনা দেখো তো
Good morning

আমার সেই ২০১৭ সালের হাতিয়ারটা! ২০১৭ সালে Fiverr এ একাউন্ট খুললেও ২০১৮ ছিল আমার ড্রিম বছর। এতো অর্ডার আসতো!! প্রতিদিন সকা...
30/07/2025

আমার সেই ২০১৭ সালের হাতিয়ারটা! ২০১৭ সালে Fiverr এ একাউন্ট খুললেও ২০১৮ ছিল আমার ড্রিম বছর।
এতো অর্ডার আসতো!! প্রতিদিন সকাল এ ঘুম থেকে উঠেই দেখতাম অর্ডার এসে গেছে। কাজের ভিতর এমন ভাবে ঢুকে গেলাম যে শেষ সেমিস্টারে এক বিষয়ে ফেইল করে বসলাম😛
কাজ যদি ভালবাসার হয় এমন রিটেক কতই দেওয়া যায় তাই না😁

Evening craving😛এমন একটা লোভনীয় Pizza যদি সন্ধ্যায় খাওয়া যায় আর কি লাগে বলুন🤗
30/07/2025

Evening craving😛
এমন একটা লোভনীয় Pizza যদি সন্ধ্যায় খাওয়া যায় আর কি লাগে বলুন🤗

কী যাদু!! তালগাছ এ ছেলেটা উঠলো কীভাবে বলুন তো??
30/07/2025

কী যাদু!! তালগাছ এ ছেলেটা উঠলো কীভাবে বলুন তো??

রাগ করে আছাড় মেরে কাপ এর মাথাটা ভেঙে ফেলেছিলাম, কারন এটা সস্তা ছিল। ভাঙ্গলে আর একটা কিনতে পারবো। রাগ করে মোবাইল বা কম্পি...
29/07/2025

রাগ করে আছাড় মেরে কাপ এর মাথাটা ভেঙে ফেলেছিলাম, কারন এটা সস্তা ছিল। ভাঙ্গলে আর একটা কিনতে পারবো।

রাগ করে মোবাইল বা কম্পিউটার এ কখনো আঘাত করি না কারন এগুলো অনেক দামি। সহজে কিনতে পারবোনা।

প্রতিটি মানুষের মূল্যায়ন ও এভাবেই হয়। আচ্ছা মানুষকে কীভাবে সস্তা আর দামি হিসেবে বিচার করে বলুন তো??

Address

Chittagong,Bangladesh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi's Art View. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share