Bʟᴀᴄᴋ ᴅɪᴀᴍᴏɴᴅ

Bʟᴀᴄᴋ ᴅɪᴀᴍᴏɴᴅ ফটোগ্রাফি,ভিডিওগ্রাফি, নীতিগল্প,হাসির জোকস,
একের ভিতর সব 🥰

জীবন যেখানে যেখানে যেমন 🤐
17/11/2025

জীবন যেখানে যেখানে যেমন 🤐

ডাবল গেম খেলা না*রী চিনবেন কিভাবে!সব মেয়েই খারাপ নয় — কিন্তু কিছু না*রী আছে, যারা আবেগ আর অভিনয় দিয়ে মানুষকে ব্যবহার করত...
03/11/2025

ডাবল গেম খেলা না*রী চিনবেন কিভাবে!

সব মেয়েই খারাপ নয় — কিন্তু কিছু না*রী আছে, যারা আবেগ আর অভিনয় দিয়ে মানুষকে ব্যবহার করতে জানে। অভিনয়ে তারা পাকা

তারা ভালোবাসে না, শুধু নিজের স্বার্থে কাছে আসে। আবার স্বার্থপরে ফুরিয়ে গেলে ওরাও ভ্যানিশ হয়ে যায়

শুরুতেই তারা এমনভাবে কথা বলবে যেন আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনাকে ছাড়া সে বাঁচবে না

প্রতিদিন খোঁজ নেবে, “খেয়েছেন?” “আমাকে মিস করেন?” — আমি তোমাকে মিস করছি

আপনি ভাববেন, সত্যিই কেউ এত খেয়াল রাখে! এত কেয়ারিং করে আমাকে।

আসলে ওগুলো হচ্ছে মানসিক ফাঁদ।

এরপর শুরু হয় নাটক —

বলবে, “আমি খুব কষ্টে আছি, কেউ আমাকে বোঝে না।” কেউ আমাকে ভালবাসে না

“আমার পরিবার আমাকে ভালোবাসে না, সবাই আমাকে ভুল বোঝে।” আমি পথের কাঁ*টা আমি না থাকলে আমার পরিবারের লোক ভালো থাকবে।😜

এইসব বলে আপনার ভিতরে দায়বোধ তৈরি করবে — যেন আপনি তাকে বাঁচাতে বাধ্য। তাকে আপনাকে বাঁচাতেই হবে।

একটু সময় গেলে বুঝবেন, সবকিছু ঘুরে ফিরে টাকা, উপহার, সুবিধাতে এসে ঠেকে।
মানে দামি গিফট চাইছে ফকিন্নির বাচ্চা।

তার জন্মদিনে দামি গিফট না দিলে মন খারাপ,

রাগ দেখাবে, যোগাযোগ বন্ধ রাখবে —

যতক্ষণ না আপনি আপনার পকেট ফাঁকা করে তাকে“ভালোবাসার প্রমাণ” দেন।

সে কখনোই চায় না আপনি অন্য মেয়েদের সঙ্গে কথা বলুন। একদমই না সে আপনার নিজের বোনের সাথে মায়ের সঙ্গেও না।

কিন্তু নিজে একাধিক ছেলের সঙ্গে যোগাযোগ রাখবে
সবাই তার ভাই লাগে —

সবাইকে “বিশেষ বন্ধু” বলে চালাবে।

এই ধরনের নারী ভালোবাসে না —

তারা ভালোবাসার নাম ব্যবহার করে নিজের লাভ তোলে।

কখনো মনোযোগের জন্য, কখনো অর্থের জন্য, কখনো নিজের ইগো পূরণের জন্য।

একজন বুদ্ধিমান পুরুষ এসব বোঝে —

সে দূরত্ব রাখে, তর্কে না গিয়ে চুপচাপ সরে আসে।

কারণ, যে মেয়ে সত্যিকারের হয়, তাকে প্রমাণ দিতে হয় না।

ভালো মেয়েরা আপনাকে ব্যবহার করবে না,

তারা আপনার সময়কে সম্মান করবে, আপনাকে বদলাতে নয় — বুঝতে চাইবে। আপনার সময় এবং অর্থকে সে মূল্য দেবে।
আর লুই*চ্চি মেয়েরা 😒
আপনি হলেন গিয়ে মাছ আর সেই মাছের টোপ ব্যবহার করে আপনাকে পানি থেকে তুলবে ।
তারা প্রতিবার চরিত্র বদলায়, শুধু অভিনয় একই থাকে।

23/10/2025

মানুষ আসবে; যাবে। যার দিকে তাকিয়ে দুটা রাত সময় দিবে তার জন্যই একটা মায়া চলে আসবে। মায়া খুব তুচ্ছ জিনিস। মায়াময় কিছু না; তোমাকে শুধু একটা শুদ্ধ মানুষ খুঁজে নিতে হবে...... ❤️

15/10/2025

আমার প্রিয় মায়াবী নারী, যদি তুমি জানতে, তোমার অগোচরে তোমাকে আমি কতটা গভীর, নিঃশর্তভাবে ভালোবেসেছি তবে শপথ করে বলছি- তুমি আমাকে না খুঁজে এক মুহূর্তও স্থির থাকতে পারতে না। তোমার ভিতরটা আমাকে দেখার তীব্র ছটফটানিতে অস্থির হয়ে উঠতো।
তবুও, আমার এই গোপন প্রীতি কেবলই একতরফা উপাসনা হয়েই থাকবে যতদিন না এই মহাবিশ্বের স্রষ্টা তোমার হৃদয়েও আমার জন্য একই গভীর অনুভব রোপণ করেন। যেদিন আমি নিশ্চিত হবো তুমিও আমায় ভালোবাসো, সেদিনই আমি আমার অস্তিত্ব তোমার সামনে মেলে ধরবো। সেদিনই আমরা আমাদের পবিত্র বন্ধনকে 'হালাল' সুতোয় বাঁধবো। আমার এই শুদ্ধ অনুরাগে কোনো অপবিত্রতার আঁচড় লাগুক তা আমি কোনোভাবেই চাই না। এই আমার অঙ্গীকার!

এসো, আমার অজানা মায়াবী নারী, তুমি এসো। তোমার নীরব উপস্থিতি ভেঙে ধরা দাও। প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত আমার এই পবিত্র ভালোবাসার বার্তা তোমার আত্মায় পৌঁছে দেন। আমি অধীর অপেক্ষায় তোমার পথ চেয়ে আছি। যতদিন না তুমি আসবে, ততদিন আমার এই অপেক্ষা একনিষ্ঠ তপস্যার মতো জারি থাকবে।
শীঘ্রই এসো, আমাদের মিলনের 'হালাল' বার্তা নিয়ে, আমার জীবনে স্থায়ী হওয়ার জন্য।

14/10/2025

আপনি কাউকে খুব ভালোবাসেন কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেনো সে আপনাকে অনেক মিস করেছে তখন আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু আসলে না
আপনাকে সে মুখ ফুটে কখনও দুরে যেতে বলবে না আবার থেকে যেতেও বলবে না এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায়
একতরফা আর দুইতরফা ছাড়াও একপ্রকার মিথ্যা অভিনয়ের ভালোবাসা হয়
যেখানে আপনি ভালোবাসেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেমন সেও আপনাকে ভালোবাসে
যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেনো সে এরকম করে তখন সে সেটার উত্তর এমন ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে ভুল ভাবতে থাকবেন ভাববেন যে আপনি নিজেই ভুল ভাবছেন আপনার ধারণা ভুল
সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সবসময় এমন একটা ঘোর যেখানে আপনি প্রতি মূহুর্তে ভাবতে থাকবেন যে সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না
আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন তবুও দুরে যেতে পারেন না! সেই মিথ্যা মায়া কাটিয়ে উঠতে পারেন না
এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই হয়তো কারোরই জানা নেই এটাকে কোন সংজ্ঞায় ফেলা যায় না না অবহেলার সংজ্ঞায় ফেলা যায় না অগ্রাহ্যর সংজ্ঞায়
এটা এমন একটা ফাঁদ
যেখান থেকে সহজে বের হয়েও আসতে পারবেন না আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না.
ব্যাপারটা হচ্ছে এমন সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে বাট পাচ্ছেনা তাই আপনাকে অপশনে রাখছে কাউকে পেলে আপনাকে সোজাসোজি বলে দিবে আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না সে চাচ্ছে ব্রেকাপটা আপনি করেন দোষটা আপনার ঘাড়েই চাপুক সাপও মরল আর লাঠিও ভাঙ্গলোনা ভালোবাসা নিয়ে কনফিউসড্ হবেন না কখনো ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায় সে থাকতে থাকতেই তার মায়া থেকে বের হয়ে আসুন যাতে হুট করে সে চলে গেলে ধাক্কা সামলাতে পারেন।জীবন একটাই.,,,

14/10/2025

ভুজুংভাজুং আর কত বুঝ দিবা! এবার একটু বসো, স্থির হও, ক্ষান্ত দাও।

13/10/2025

যারা কথা দিয়ে কথা রাখতে পারে না, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমার মতে মানবজাতির সাথে সম্পর্ক রাখার কোনো যোগ্যতাই তাদের নেই। যদি আমিও এমনটা করি, তাহলে আমারও কারো সাথে সম্পর্ক রাখার কোনো যোগ্যতা থাকবে না।

​মানুষ বিশ্বাস করে আপনাকে কত কথাই না বলে, কত ব্যক্তিগত মুহুর্তই না তৈরী করে। সেই সম্পর্ক যখন কোনো কারণে নষ্ট হয়ে যায় তখনও আপনার উচিত তার বিশ্বাসের মর্যাদা দেওয়া। তার গোপন কথাগুলো গোপনই রাখা।
​কিন্তু, যদি আপনি সেই মর্যাদা না রেখে তার সম্মানহানি করার চেষ্টা করেন, তবে আপনাকে আমি হিংস্র পশুর চেয়েও জঘন্য মনে করবো।

​তাই বলি– কাউকে কোনো কিছুর প্রতিশ্রুতি দিলে, তা যেন জীবন দিয়ে হলেও রক্ষা করেন।
​আমি নিজেও কিছু প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি, যার জন্য আমি অনুতপ্ত এবং আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী । তবে এতটুকু গর্ব করে বলতে পারি যে আমি কখনো কারোর বিশ্বাস ভাঙিনি বা বিশ্বাসের অমর্যাদা করিনি। আর এই অভিজ্ঞতা থেকেই বলছি– কাউকে প্রতিশ্রুতি দিলে জীবন দিয়ে হলেও তা রক্ষা করা উচিত।

12/10/2025

যারা মায়া বাড়ায় অথচ ভালোবাসে না।
সেই সব মানুষদের সঙ্গে আমার আর কখনো দেখা না হোক।🖤❤️

12/10/2025

জীবনসঙ্গী কালা ধলা কুৎসিত যাই হোক শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক!🖤🌸

11/10/2025

সবাইকে বিশ্বাস করা বিপদজনক
তবে সবাইকে অবিশ্বাস করা আরো বিপদজনক...🫢

10/10/2025

ছদ্মবেশি বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে তারা অত্যন্ত চতুর, ঠান্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন, আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে,যেন আপনি ভাববেন একজন মানুষ এতো ভালো কীভাবে হতে পারে? তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে, পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন।
কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন,তখনই তাদের আসল রুপ আপনার সামনে উন্মোচিত হবে।
ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যা-ই করুক আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন, আরও অনেক বল রয়েছে তাদের জন্য। একটা সময় তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চুড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে।
তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহুর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়, অন্ধবিশ্বাস বা,অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়..!💔😌

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Bʟᴀᴄᴋ ᴅɪᴀᴍᴏɴᴅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bʟᴀᴄᴋ ᴅɪᴀᴍᴏɴᴅ:

Share