ISRA

ISRA Islam & Science Recharge Association

মুশফিক প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ে নিয়মিত, ধর্ম-কর্ম পালন করে ঠিকভাবে। মুশফিকের লেবাস-দাঁড়ি দেখে বা কথায় কথায় ইনশাআ...
27/08/2024

মুশফিক প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ে নিয়মিত, ধর্ম-কর্ম পালন করে ঠিকভাবে। মুশফিকের লেবাস-দাঁড়ি দেখে বা কথায় কথায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলা দেখে খুশি হতেই পারেন, সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার।

সেই মুশফিকই সাকিব আল হাসানের পক্ষে নির্লজ্জ স্টেটমেন্ট দিলেন। আপনি সারা জীবন ধর্ম পালন করেও যেমন জুলুমের পক্ষে থাকতে পারেন, আবার আরেকজন ধর্ম প্র্যাকটিস না করেও মজলুমের পক্ষে থাকতে পারে, জুলুমের বিপক্ষে থাকতে পারে।

এতো ধর্ম ধর্ম করা মানুষটা এতো মানুষ মরে গেছে, তাদের জন্য সে ইভেন দেশ স্বাধীন হওয়ার পরেও স্পষ্ট করে কিছুই লেখেনি। অথচ সাকিবের জন্য সে বিশাল প্যারাগ্রাফ লিখতে দুইদিন সময় নেয় নাই।

তাই আপনাদের বলি, নিয়মিত ধর্ম চর্চা করে তারা নিখাদ ভালো মানুষ এই চিন্তাধারা মাথা থেকে ফেলেন। বরং খারাপ মানুষেরাই নিজের দোষ ঢাকতে ধর্মকে ব্যবহার করে।

Post by Robiul..

22/08/2024

ঢাকা থেকে ফেনী যেতে চাচ্ছেন?
নতুন রুট হিসেবে ঢাকা-কুমিল্লা-লাকসাম-চৌমুহনী-ফেনী মহাসড়কটি ব্যবহার করুন।
এটা সবার কাছে পৌঁছে দিন। চৌদ্দগ্রাম গিয়ে আটকে থাকার কোনো মানে নেই।
- Salih Adnan হাফিজাহুল্লাহ

22/08/2024
যদি আসলেই দেশের জন্য কিছু করতে চান, তাহলে ভারতীয় পণ্য বয়কট করুন।
22/08/2024

যদি আসলেই দেশের জন্য কিছু করতে চান, তাহলে ভারতীয় পণ্য বয়কট করুন।

16/08/2024

২০১৩ সালের ডিসেম্বরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচীতে যোগ দিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নেতা। মিছিল থেকে তেজগাঁও থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

এই ভদ্রলোককে নির্যাতনের ধরণটা খুব অদ্ভুত ছিল। তাকে প্রচুর মারধোর করা হয়। কিন্তু মারধোরের পাশাপাশি পুলিশ খুব অদ্ভূত একটা কাজ করে। সাঈদী রাজাকার, সাঈদী লুইচ্চা, সাঈদীর মেয়ে গনিমতের মাল- এধরণের কথাও জোর করে বলিয়ে নেওয়া হয়। যদি বলতে না চায় বা দেরি করে তাহলে তার পুরুষাঙ্গে ইলেক্ট্রিক শক দেওয়া হয়। শেখ পরিবারের অনুসারীরা কেউ যখন চাইবে তখন তার মা বোন বৌকে ব্যবহার করতে পারবে এই কথা বলিয়ে নেওয়ার পর নির্যাতন থামানো হয়।

আমি নিজেও গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর ওনার সাথে দেখা হলে এই ঘটনা জানতে পারি।

এরপর এরকম ঘটনা আস্তে আস্তে আরও জানতে পারি। আমার পরিচিত দুইজন হুজুর আছে যাদের মুখে পুলিশ পেশাব করে দিয়ে পেশাব খেতে বাধ্য করেছে কারণ তারা শেখ মুজিবকে জাতির পিতা বলতে চায় নাই।

শেখ মুজিবকে জাতির পিতা বলার সাথে থিওলজিকাল একটা আপত্তি অনেকের আছে। অনেক হুজুর শেখ মুজিবকে সম্মান করে শেখ সাহেব বলেন। কিন্তু জাতির পিতা প্রসঙ্গটা ওনারা এড়িয়ে যান। কারণ ওরা মনে করেন যে জাতির পিতা স্রেফ ও স্রেফ হযরত ইবরাহিম।

একজন হুজুর মনে করতেন যে মুজিবকে জাতির পিতা বললে ইমান চলে যাবে। একারণে হাজার নির্যাতনের মুখেও মুজিবকে উনি জাতির পিতা বলেন নাই। তার জননাঙ্গ থেতলে দেওয়া হয়েছিল। তাকে উলঙ্গ করে উল্টা করে ঝুলিয়ে পিটিয়েছিল হাফ ডজন পুলিশ। মাত্র আড়াই মাস আগে বিয়ে করা এই তরুন হুজুরের বৌ পরে তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করতে বাধ্য হয়।

কেন শেখ মুজিব এক্সপ্রেসওয়ের নাম পাল্টে হুজুররা হযরত ইবরাহিম এক্সপ্রেসওয়ে লিখেছে সেটা আমরা মধ্যবিত্তরা বুঝবো না। কারণ আমরা কোনদিন জানি নাই, জানতে চাই নাই যে স্রেফ হযরত ইবরাহিমকে জাতির পিতা বিশ্বাস করার কারণে কি অবর্ননীয় নির্যাতন চালানো হয়েছিল এদেশের বহু মানুষের ওপর।

আমরা সেই মানুষদের মানুষই মনে করি নাই। তাদের দু:খ-শোকে তাদের পাশে দাঁড়াই নাই। তাদের অধিকারের দাবীতে একটা স্ট্যাটাসও লিখি নাই।

এই মুজিব ফ্যাসিবাদের প্রতীক। সেই মুজিবের জন্য আমাদের অনেক দয়ামায়া। কেন ফ্যাসিস্ট পিতাকে অশ্রদ্ধা করা হয় সেটা আমরা বুঝতেই পারি না। ফ্যাসিবাদের আঘাত আসলে মধ্যবিত্তের ওপর কম পড়েছে তো, তাই এখনও ফ্যাসিস্টপ্রীতি আমাদের দেখতে হচ্ছে।

সেদিন যদি ফ্যাসিস্ট মুজিবের পতন না হত, তাহলে শেখ কামালরা যার তার বোন আর বৌকে তুলে নিয়ে হারেম বানাতো। হয়ত ভোরবেলার ধানমন্ডির কোন রাস্তার পাশে নগ্ন কিংবা অর্ধমৃত অবস্থায় তাদেরকে পেতেন আপনারা।
Mohammad Ishrak

15/08/2024

পোষাক বদলানো অনেক সহজ,
কিন্তু ভিতরটা বদলানো অনেক কঠিন।

06/08/2024

শুধু পুলিশ বিভাগেই চাকরি করতো ভারতের ৮০ হাজার লোক।
সূত্র: যমুনা টিভি.।
ইনশা আল্লাহ শিগ্রী ভারত মুক্ত হবে।

06/08/2024

১১ লক্ষ ২ হাজার ১৫৮ কোটি ১৯ লক্ষ ৫০৩ টাকা ।

আর তোমরা পরে আছো গণভবন এর সামান্য ২-৪ টাকার জিনিস নিয়ে 🤧

৯৩,৭৬০,৩৪৮,০০০ মার্কিন ডলার।
বাংলাদেশি টাকায় ১১,০০২,১৫৮,০১৯,৫০৩.২০ টাকা পাচার হয়েছে গত ১৬ বছরে। 🙂

-বাংলাভিশন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ISRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share