17/08/2025
নাটক 🎭 রূপকথার কেলেঙ্কারী 🎭
একটু অন্যরকম প্রচেষ্টা, ধরাবাঁধা সাজসজ্জা ও চেনা ভাবধারার বাইরে বেরিয়ে একটু নতুন করে কোনো গল্পকে উপস্থাপন করা...
এটাই বাঁকড়ি করে এসেছে বরাবর.. আজও তার ব্যাতিক্রম হলোনা.. হৃদয় ভরে গেলো দর্শক বন্ধুদের ভালোবাসায়...
বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বাঁকড়ি আয়োজিত বহু আকাঙ্খিত 'বাদল উৎসবে'র সন্ধ্যায় বাঁকড়ি'র পক্ষ থেকে আমরা মঞ্চস্থ করলাম বাদল সরকারের নাটক "রূপকথার কেলেঙ্কারী".. সঙ্গে ছিলো বন্ধু নাট্যদল প্রকল্পনার পক্ষ থেকে নাটক "বীজ"।
গত তিনমাস ধরে বহু বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতার মধ্যে রিহার্সাল চালিয়ে গিয়ে আজ শেষপর্যন্ত আমরা নাটকটি সফল মঞ্চায়ন করতে পারলাম..
জানিনা দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছি! ভালো মন্দ সমালোচনার গল্প তো শুনবো আপনাদের কাছ থেকে.....
আজ শুধু এটুকুই বলবো, আমরা বাঁকড়ির সমস্ত সদস্য বাঁকুড়াবাসীর কাছে কৃতজ্ঞ.. বরাবরের মতো আজও আপনারা আমাদের উপহার দিয়েছেন হল ভর্তি দর্শক.. ধন্যবাদ সেইসকল দর্শক দের যারা মনসা পূজো এবং অঝোর বৃষ্টি উপেক্ষা করেও আমাদের নাটক দেখতে এসেছিলেন.. বাঁকড়ির প্রতি আপনাদের এই ভালোবাসা আমরা মাথায় করে রাখলাম....
তারপর বলবো আমাদের কুশীলবদের কথা, যারা মঞ্চে নেচে গেয়ে দাপিয়ে অভিনয় করে বাঁকড়ির ঝুলি ভরিয়ে দিয়েছে দর্শকদের অজস্র হাততালি তে..
নিবেদিতা দে
পৌলমি মন্ডল
প্রিয়ম ব্যানার্জী
সৌরভ চক্রবর্তী
রাজীব রায়
কৌশিক মন্ডল
সোমনাথ ব্যানার্জী
সুতসোম ভাদূড়ী
এরপর যাদের কথা না বললেই নয়, তারা হলো
স্বরূপ কুমার পাল
অনিকেত রায়
অঙ্কন ঠাকুর
মঞ্চের বাইরে থেকে ঠিক যতটা দায়িত্ব নিলে একটা নাটক কে সুন্দর ভাবে মঞ্চস্থ করা যায়, তার চেয়েও অনেক বেশি করেছ তোমরা..
এছাড়াও অদিতি ঘোষ মল্লিক, বিপাশা চ্যাটার্জী, পারমিতা দি এবং দলের আরো অন্যান্য সদস্যেরা আজ শুরুর থেকে শেষ পর্যন্ত বিভিন্ন দায়িত্ব সামলে দর্শকদের কাছে আমাদের চিরাচরিত মান বজায় রেখেছেন...
এদের কাউকেই আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ছোটো করছিনা... তারা যে বাঁকড়ির কতবড় শক্তি শুধু এটুকু স্বীকারোক্তি বাঁকড়ির পক্ষ থেকে তাদের প্রাপ্য..
সবশেষে একজনের কথা বলাটা দরকার, এই অন্যরকম ভাবনার সাহস আর নতুন কিছু করার খিদেটা সকলের মধ্যে যে তৈরী করেছে, 'আমাদের পারতেই হবে' এই আপ্তবাক্য টা সত্যি করার অনর্গল চেষ্টা করেছে, সে হলো রূপকথার কেলেঙ্কারীর নির্দেশক সুতসোম ভাদূড়ী..
বাকী কথা দর্শক বলবেন.. কেমন লাগলো অবশ্যই জানাবেন... আমরা পেজ থেকে পোস্ট করতে থাকবো আপনাদের রিভিউ...
দিনের শেষে আমরা বুকে জড়িয়ে রাখলাম বাদল উৎসবের রঙীন স্মৃতি.. দেখা হবে আবার অন্য কোনো নাটক নিয়ে...
দর্শকদের আশীর্বাদে এভাবেই সৃষ্টির খেলায় মেতে থাকুক বাঁকড়ি.. সঙ্গে থাকুক বাঁকুড়াবাসীর ভালোবাসা.. সঙ্গে থাকুক আগামীর থিয়েটার পাগল প্রজন্ম..
নাটকের জয় হোক... থিয়েটারের জয় হোক..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏