03/06/2025
From:তোমার অজানা কেউ
To:Minhaz Munna
অনেকদিন ধরে নিজের মনে লুকিয়ে রেখেছিলাম কিছু কথা। সাহস করে বলতে পারিনি কখনও...
তবে আজ হঠাৎ ইচ্ছা হলো, জানিয়ে ফেলি — হোক না সেটা শুধু বলা পর্যন্তই।
তোমার গান আমি প্রথম শুনেছিলাম কলেজের একটা গ্রুপে। তারপর থেকেই তোমার প্রতি একটা আলাদা মুগ্ধতা তৈরি হয়েছিল। এরপর তোমার ইনস্টাগ্রামেও শুনেছি—তোমার কণ্ঠটা যেন একরকম শান্তির অনুভূতি দেয়। কী যেন একটা টান তৈরি হয় প্রতিবার তোমার গান শুনলে।
তোমার গানে একটা অন্যরকম জাদু আছে—যেটা শুধু গান না, অনুভূতির মত কাজ করে। জানি, তুমি এসব জানো না। জানার কথাও না।
কিন্তু মাঝখানে শুনেছিলাম, তুমি নাকি কলেজের এক মেয়েকে পছন্দ করো। কথাটা জানার পর অনেক খারাপ লেগেছিল, নিজের অজান্তেই একটু হেরে গিয়েছিলাম মনে মনে। তাই আর কখনও কিছু বলিনি। চুপ থেকেছি, সবটা নিজের ভেতরে রেখে দিয়েছিলাম।
কিন্তু আজও, এতদিন পরেও, তোমার প্রতি সেই ভালোলাগাটা কোথাও থেকে গিয়েছে। তোমার গানের মতোই—শান্ত, কিন্তু গভীর।
জানি না তুমি এটা পড়বে কিনা, বুঝবে কিনা... শুধু চাই তুমি জানো—তোমার গান শুধু কানে না, কারো কারো মনে পৌঁছায়। এবং কখনও কখনও... সেখানে একটু ভালোলাগাও জন্ম নেয়।
আসলে, আমি তোমায় খুব পছন্দ করি 🥺
তোমার প্রতি একটা মিষ্টি অনুভূতি তৈরি হয়েছে, যেটা বলা ছাড়া আর থামাতে পারছিলাম না। জানি না তুমি কী ভাববে, কিন্তু সত্যিটা বলতে চেয়েছিলাম।
তুমি চাও না চাও, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি চেয়েছি তুমি জানো — তুমি শুধু ভালো গান গাও না, তুমি এমন একজন যাকে পছন্দ না করে থাকা যায় না।