New York Bangladesh Community

  • Home
  • New York Bangladesh Community

New York Bangladesh Community অামরা নিউইয়র্ক এর সকল সঠিক তথ্য দিয়ে থাকি ��
Admin:-Silence Poet (PK)��

10/08/2025
09/08/2025

Senbag upazila welfare society usa..🇧🇩🇺🇸

09/08/2025

তর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বন্দুক হামলা চালান ১৭ বছর বয়সী এক কিশোর।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে শনিবার রাতে এক বন্দুকধারীর হামলায় তিনজন আহত হয়েছেন।

এনওয়াইপিডির বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, ম্যানহাটনের কেন্দ্রস্থলে সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে ফোর্টি ফোর স্ট্রিটে এক বন্দুকধারীর গুলিতে দুই তরুণ ও ৬৫ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।

তদন্তকারীরা কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে। তর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বন্দুক হামলা চালান ১৭ বছর বয়সী এক কিশোর।

সন্দেহভাজন কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ কিশোরের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে।

গুলিবিদ্ধদের স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে একজন ১৮ বছর বয়সী নারী এবং ১৯ ও ৬৫ বছর বয়সী দুজন পুরুষ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ও ভুক্তভোগীরা একে অপরকে চিনত কিনা তা এখনও জানা যায়নি।

জুলাই মাসে ম্যানহাটনের একটি অফিস টাওয়ারে হাই-প্রোফাইল গুলিবর্ষণের ঘটনায় ব্ল্যাকস্টোনের একজন সিনিয়র নির্বাহী এবং একজন নিউ ইয়র্ক পুলিশ অফিসার সহ চারজন নিহত হন। এ ঘটনার রেশ না কাটতেই আবারও বন্দুক হামলার খবর সামনে এলো।
🇧🇩🇺🇸

** #পাওয়া_গেছে**ওজনপার্ক এলাকায় সালেহ উদ্দিন নামক এক ভাইয়ের ওয়ার্ক অথরাইজেশন কার্ডটি পাওয়া গেছে।আপনারা কেউ তাকে চিনে থাক...
06/08/2025

** #পাওয়া_গেছে**
ওজনপার্ক এলাকায় সালেহ উদ্দিন নামক এক ভাইয়ের ওয়ার্ক অথরাইজেশন কার্ডটি পাওয়া গেছে।
আপনারা কেউ তাকে চিনে থাকলে দয়াকরে তাঁকে জানাবেন।
বাইতুল মামুর মসজিদের নায়েবে ঈমাম জনাব আ: মান্নান ভাইয়ের নিকট কার্ডটি রয়েছে।
1033 glenmore ave, brooklyn

04/08/2025

নিউ ইয়র্কে বৈষম্য বিরোধী আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের বিক্ষোভ; এনওয়াইপিডির ধাওয়া
🇧🇩🇺🇸

03/08/2025

এবার মন্টানার বারে চারজন কে গুলি করে হত্যা।🇺🇲🇧🇩

দ্বীনদারি চাইলে পরিবেশ বাধা হতে পারে না।প্রবাসে, তা যত আধুনিক সমাজই হোক না কেন—যদি কারও অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা থা...
02/08/2025

দ্বীনদারি চাইলে পরিবেশ বাধা হতে পারে না।

প্রবাসে, তা যত আধুনিক সমাজই হোক না কেন—যদি কারও অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা থাকে, তাহলে পরিবেশ কখনোই বাধা হতে পারে না।

নিউইয়র্কে দায়িত্বরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম ছিলেন তার এক বাস্তব উদাহরণ। দায়িত্ব পালনকালেই তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃ''ত্যুর পর যুক্তরাষ্ট্র সরকার যে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে, তা ছিল চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো—সশস্ত্র সালাম, জাতীয় পতাকা মোড়ানো কফিন, এবং সরকারি পর্যায়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ বিদায়।

কিন্তু এতো কিছুর মাঝেও সকলের দৃষ্টি কেড়েছে এক বিশেষ দিক—তা হলো তার পরিবারের দ্বীনদারি।

তার স্ত্রী ও পরিবারের নারীরা পরিপূর্ণ পর্দা মেনে চলেন, আর পুরুষ সদস্যরা ইসলামি লেবাসে সজ্জিত। এই দৃশ্যটি প্রমাণ করে, দ্বীন মানার জন্য পরিবেশ নয়, দরকার ইচ্ছা, চেতনা আর আল্লাহর প্রতি ভালোবাসা।
আল্লাহ দিদারুল ইসলাম ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং তাঁর পরিবারকে ধৈর্য ও সম্মানিত প্রতিদান দান করুন।

আমিন।
🤲🏻🤲🏻🤲🏻
🇺🇸🇧🇩

31/07/2025

শেষশ্রদ্ধায় নিউ জার্সিতে চিরনিন্দ্রায় এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল।
🤲🤲🤲
😭😭😭
🇺🇲🇧🇩

শেষ বিদায়। দিদারুল ইসলামের জানাজা। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্ক।😭😭😭😭🇺🇸🇧🇩
31/07/2025

শেষ বিদায়।

দিদারুল ইসলামের জানাজা। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্ক।
😭😭😭😭
🇺🇸🇧🇩

নিউইর্য়কে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলাম: এক হৃদয়বিদারক বিদায়ের দৃশ্যনিউইয়র্ক সিটির বুকে এক শোকাবহ...
31/07/2025

নিউইর্য়কে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলাম: এক হৃদয়বিদারক বিদায়ের দৃশ্য

নিউইয়র্ক সিটির বুকে এক শোকাবহ দিন। সন্ত্রাসের গুলিতে প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত সাহসী পুলিশ অফিসার দিদারুল ইসলাম আজ চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন। ব্রংক্স পার্কচেস্টার জামে মসজিদের আঙিনায় আজ সকাল থেকেই হাজারো মানুষের ভিড়। প্রায় বিশ হাজার পুলিশ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনার দিয়ে তাঁর মরদেহ বহনকারী গাড়িকে বিদায় জানাবেন।

তাঁর জানাজার নামাজ শেষে অশ্রুসিক্ত নয়নে সবাই তাঁকে শেষ বিদায় জানাবে।
এই বিদায় শুধু একজন অফিসার বা সহকর্মীর নয় এটা এক বাবার, এক স্বামীর, এক ছেলের, এক ভাইয়ের হৃদয়বিদারক বিদায়।

যার চলে যায়, সেই বোঝে যে হায়,
বিচ্ছেদে কী যন্ত্রণা!
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন—
“আমার বাবা আর কখন ফিরবে?”
কি দিয়ে দেব সান্ত্বনা…?

এই মুহূর্তে দিদারুল ইসলামের পরিবার ভেঙে পড়েছে। স্ত্রীর চোখে অশ্রু আর চরম অনিশ্চয়তা। ছোট্ট সন্তান স্তব্ধ হয়ে বসে আছেসে এখনো বুঝে উঠতে পারেনি কেন তার বাবাকে কোলে নেয়া যাচ্ছে না, কেন বাবা আর কথা বলেন না। মায়ের কাঁধে মাথা রেখে বারবার জানতে চাইছে, “বাবা কোথায় গেলো?”
পরিবারের চারপাশে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশীরা নির্বাক।
এই নির্মম মৃত্যু যেন প্রশ্ন রেখে গেছে, আর কত মা সন্তান হারাবে? কত স্ত্রী হবে বিধবা? আর কত অবুঝ শিশুকে বড় হতে হবে বাবাহীন শূন্যতায়?
প্রয়াত পুলিশ অফিসার দিদারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

নিউইর্য়ক ।— New York.
🇺🇸🇧🇩

Address

New York

Website

Alerts

Be the first to know and let us send you an email when New York Bangladesh Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share