তুমি আর নেই সেই তুমি

  • Home
  • তুমি আর নেই সেই তুমি

তুমি আর নেই সেই তুমি আমরা সবাই সবকিছুই নিজের মত করে পেতে চাই । কিন্তু বাস্তব বড়ই আলাদা । আমরা চাই এক, আর হয় তার বিপরীত ।

আজ ১২-১২-১২ । আমরা সবাই সবকিছুই নিজের মত করে পেতে চাই । কিন্তু বাস্তব বড়ই আলাদা । আমরা চাই এক, আর হয় তার বিপরীত । আর সেই সব বিপরীতের ভিড়ে এই পেজটা ।

16/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

16/06/2025

রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর বাইরে বৃষ্টির ঝমঝম আওয়াজ প্রেমিকার সাথে কাটানো পুরানো স্মৃতিগুলোকে নতুন করে মনের ভিতরে আন্দোলিত করে তুলছে। সবই তো চলছে আগের নিয়মে, শুধু সে হয়ে গেছে এখন অন্য কারো। 🥲🥲

17/09/2023

কেউ যদি আপনার সাথে দেখা করার অনুরোধ করে তাহলে কোনো অযুহাত না দিয়ে দেখা করে ফেলুন।হয়ত আর কখনো তার সাথে দেখা নাও হতে পারে।অনেকের সাথেই আমাদের শেষ দেখা হয়ে গেছে।❤️

16/09/2023

"I am one who loved not wisely but too well"

-William Shakespeare

05/09/2023

আমি আকাশের পানে তাকিয়ে
রয়েছি তোমার অপেক্ষায়,
কবে তুমি আসবে ফিরে
বলবে অবসান হয়েছে আমার প্রতীক্ষার।। ❤️❤️

09/06/2023

আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;-
এক নক্ষত্রের নিচে তবু-একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,

----- জীবনানন্দ দাশ--।

23/05/2023

তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। কারণ, অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে হারানো অনেক ভালো। ❤️❤️

21/05/2023

প্রতি দিনের শেষে রাত হলেই আমার অবেচতন মনে ভাবনা শুরু হয়ে যায়,তোমাকে হারিয়ে আমি সত্যিই কি সুখী? 💘💘

কথা ঠিক কিনা? জোরসে বলেন?
20/05/2023

কথা ঠিক কিনা? জোরসে বলেন?

যারা যারা একবার হলেও বাবা,মা,ভাই,বন্ধু বা শিক্ষকের কাছে হলেও গাধা খেতাব পেয়েছন,তাদেরকে জানাই আজ বিশ্ব গাধা দিবসের শুভেচ্...
08/05/2023

যারা যারা একবার হলেও বাবা,মা,ভাই,বন্ধু বা শিক্ষকের কাছে হলেও গাধা খেতাব পেয়েছন,তাদেরকে জানাই আজ বিশ্ব গাধা দিবসের শুভেচ্ছা। শুভেচ্ছা পেয়ে কেউ হাত তুলতে ভুলবেন না কিন্তু। 🫡🫡

06/05/2023

একা বসে ভাবছো কি
দূরে দাঁড়িয়ে গাইছি আমি,
আনমনে বাসছি ভালো
তুমি পূর্ণিমারি স্নিগ্ধ আলো।

তুমি ভোরের মিষ্টি বাতাস,
কখনো আবার মনের আকাশ।
তুমি বললেই এনে দেবো
পূর্ণিমার সেই একফালি চাঁদ।।

ভাললাগে তোমাকে, ভালবাসি বলে দিতে চাই,
তোমার মনের ঠিকানায় আমি গান লিখে যাই।
শুরু থেকে শেষ অব্দি আমি তোমাকেই চাই,
তোমার চোখের কাজলে আমি হারিয়ে যাই।।

চোখেরই আড়ালে, হাতেরই নরমে
দেখে তোমাকে হারিয়ে যাই,
আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে
ভালবাসার রঙে রাঙাতে চাই।। ❤️❤️

04/05/2023

নূপুরের ধ্বনি বাজে ঝনঝন
এই বুঝি তুমি এলে!
তুমি এলে মোর শূন্য জীবনে
রঙিন পাখনা মেলে।

-নাট্যকার ফারুক আহমেদ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when তুমি আর নেই সেই তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share