
19/03/2025
‼️😜 আর্য্য মীরাকে পছন্দ করেনা এটা তো পরিস্কার। কেন তাহলে তাকে সে কোম্পানিতে রেখেছে.? 🤔‼️
"চিরদিনই তুমি যে আমার" সিরিয়ালের নতুন একটা প্রোমো এসে গেছে। আর আমরা তা তো দেখতে পাচ্ছি, অপু সাধারণ চটি পড়ে হাজির হয় সিংহরায় গ্রুপের অফিসে। কিন্তু অফিসের ভেতরে এসেই তার চটিটা ছিঁড়ে যায়। 😥 কিন্তু সে থেমে না থেকে, সেই ছেঁড়া চটি নিয়েই হাজির হয় মীরা ও কিংকরের কেবিনে.! 😱 আর স্বাভাবিকভাবেই অপুকে দেখে চটে যায় মীরা। 👀
কোন কথা না বলে সোজা একটা লেটার ধরিয়ে দেয় কিংকর বাবুকে.! এরপর কিংকর মিরাকে বলে, এটা তোমার দেখা উচিত.! মীরা তোর লেটার টা দেখেই অবাক হয়ে যায়। 👀 সে দেখে, যে সেই লেটারের লেখা আছে, আজ থেকে সিংহরায় গ্রুপের নতুন অ্যাসিস্ট্যান্ট VP রূপে জয়েন করেছে অপর্না। 😱 আর সে কাজ করবে মীরারই আন্ডারে। 😜
মীরা কিছু বলবে, তার আগে সেখানে হাজির হয় আর্য্য। সে মীরাকের সবকিছু জানিয়ে দেয়। আর্য্য বলে আজ থেকে অপু এখানে জয়েন করেছে। আর মীরা যেন তাকে সবকিছু ভালোভাবে শিখিয়ে দেয়.! 🥰
So তাহলে অপুর একটা নতুন পথচলা শুরু হলো বলো। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে এসেছি, এটা না বললেই নয়। আমি প্রথম দিন থেকে দেখেছি, আর্য্য কিন্তু মীরাকে ঠিক একটা সহ্য করতে পারে না.! কিন্তু তা সত্য এটা বুঝতে পারিনা, আর্য্য যেহেতু মীরাকে পছন্দ করে না, তাহলে সে তাকে তার কোম্পানিতে এত বড় একটা পদে রেখেছে কেন.? 🤔 তাকে তো না রাখতেই পারে.? 🤔 আর এমনটাও তো নয়, যে মীরা এবং আর্য্য দুজনে একই পরিবারের.! কারণ আর্য্যের পদবী সিংহ রায়, সেখানে মীরার পদবী কিন্তু দত্ত। 😱 তাহলে কি এমন কারণ আছে, যার জন্য আর্য তাকে অপছন্দ করলেও সরাতে পারে না তার পদ থেকে..?? 🤔🤔 তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে..!! 🥰😋
দেখুন "চিরদিন তুমি যে আমার", প্রতিদিন সন্ধ্যে ৬:৩০ এ, শুধুমাত্র জি বাংলায়..!! 👍
★ এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পেজটিকে FOLLOW করে নিও..!! 🥰
★ বি: দ্র: - যারা আমাদের পোস্ট কপি & পেস্ট করছো, তাদের বলছি.! এইভাবে অন্যের পরিশ্রমের ফল না খেয়ে নিজে পরিশ্রম করো.! তাহলে দেখবে একদিন ঠিকই সফল হবে.! জীবনে শর্টকার্ট নেওয়ার চেষ্টা করোনা..!! 🙏🙏
https://www.facebook.com/profile.php?id=61573928444950