HSC Suggestion &free class

  • Home
  • HSC Suggestion &free class

HSC Suggestion &free class Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSC Suggestion &free class, Digital creator, .

‼️😜 আর্য্য মীরাকে পছন্দ করেনা এটা তো পরিস্কার। কেন তাহলে তাকে সে কোম্পানিতে রেখেছে.? 🤔‼️ "চিরদিনই তুমি যে আমার" সিরিয়াল...
19/03/2025

‼️😜 আর্য্য মীরাকে পছন্দ করেনা এটা তো পরিস্কার। কেন তাহলে তাকে সে কোম্পানিতে রেখেছে.? 🤔‼️

"চিরদিনই তুমি যে আমার" সিরিয়ালের নতুন একটা প্রোমো এসে গেছে। আর আমরা তা তো দেখতে পাচ্ছি, অপু সাধারণ চটি পড়ে হাজির হয় সিংহরায় গ্রুপের অফিসে। কিন্তু অফিসের ভেতরে এসেই তার চটিটা ছিঁড়ে যায়। 😥 কিন্তু সে থেমে না থেকে, সেই ছেঁড়া চটি নিয়েই হাজির হয় মীরা ও কিংকরের কেবিনে.! 😱 আর স্বাভাবিকভাবেই অপুকে দেখে চটে যায় মীরা। 👀

কোন কথা না বলে সোজা একটা লেটার ধরিয়ে দেয় কিংকর বাবুকে.! এরপর কিংকর মিরাকে বলে, এটা তোমার দেখা উচিত.! মীরা তোর লেটার টা দেখেই অবাক হয়ে যায়। 👀 সে দেখে, যে সেই লেটারের লেখা আছে, আজ থেকে সিংহরায় গ্রুপের নতুন অ্যাসিস্ট্যান্ট VP রূপে জয়েন করেছে অপর্না। 😱 আর সে কাজ করবে মীরারই আন্ডারে। 😜

মীরা কিছু বলবে, তার আগে সেখানে হাজির হয় আর্য্য। সে মীরাকের সবকিছু জানিয়ে দেয়। আর্য্য বলে আজ থেকে অপু এখানে জয়েন করেছে। আর মীরা যেন তাকে সবকিছু ভালোভাবে শিখিয়ে দেয়.! 🥰

So তাহলে অপুর একটা নতুন পথচলা শুরু হলো বলো। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে এসেছি, এটা না বললেই নয়। আমি প্রথম দিন থেকে দেখেছি, আর্য্য কিন্তু মীরাকে ঠিক একটা সহ্য করতে পারে না.! কিন্তু তা সত্য এটা বুঝতে পারিনা, আর্য্য যেহেতু মীরাকে পছন্দ করে না, তাহলে সে তাকে তার কোম্পানিতে এত বড় একটা পদে রেখেছে কেন.? 🤔 তাকে তো না রাখতেই পারে.? 🤔 আর এমনটাও তো নয়, যে মীরা এবং আর্য্য দুজনে একই পরিবারের.! কারণ আর্য্যের পদবী সিংহ রায়, সেখানে মীরার পদবী কিন্তু দত্ত। 😱 তাহলে কি এমন কারণ আছে, যার জন্য আর্য তাকে অপছন্দ করলেও সরাতে পারে না তার পদ থেকে..?? 🤔🤔 তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে..!! 🥰😋

দেখুন "চিরদিন তুমি যে আমার", প্রতিদিন সন্ধ্যে ৬:৩০ এ, শুধুমাত্র জি বাংলায়..!! 👍

★ এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পেজটিকে FOLLOW করে নিও..!! 🥰

★ বি: দ্র: - যারা আমাদের পোস্ট কপি & পেস্ট করছো, তাদের বলছি.! এইভাবে অন্যের পরিশ্রমের ফল না খেয়ে নিজে পরিশ্রম করো.! তাহলে দেখবে একদিন ঠিকই সফল হবে.! জীবনে শর্টকার্ট নেওয়ার চেষ্টা করোনা..!! 🙏🙏

https://www.facebook.com/profile.php?id=61573928444950

01/11/2024

Send a message to learn more

অল্পের জন্য তোমার কাছ থেকে হাত ছারা হয়ে যেতে পারে তোমার আসা আকাঙ্ক্ষা স্বপ্ন ভবিষ্যৎ সবকিছু, তাই এখনো যতটুকু সময় আছে সম...
30/05/2024

অল্পের জন্য তোমার কাছ থেকে হাত ছারা হয়ে যেতে পারে তোমার আসা আকাঙ্ক্ষা স্বপ্ন ভবিষ্যৎ সবকিছু,
তাই এখনো যতটুকু সময় আছে সময়টুকু কাজে লাগাও,

তোমাদের প্রোপার গাইডলাইন এবং সকল সাজেশন দিতে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল কেয়ার whatsapp গ্রুপ খোলা হয়েছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হতে চাও ইনবক্সে দাও
যারা শুধু ইনবক্সে নক দিবে তাদেরকে অ্যাড দেয়া হবে

💥💥সুযোগ পাবে মাত্র ৩০০ জন একবারে এইচএসসি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন দেয়া হবে
ইনবক্সে নক❣️❣️

29/05/2024

আলরেডি paragraph লেখা হয়েছে এখন তোমাদের রেসপন্স পেলে দিতে পারি!
মাত্র ১ টা প্যারাগ্রাফ দিবো। ৩০ টার মতো প্যারাগ্রাফ আপনি লিখতে পারবে যারা চাও কমেন্টে Yes লিখ! খুবই প্রয়োজন হলে SMS দিবেন!

19/05/2024

🟦English, Bangla & ICT Challenge Course এ ৫০% ছাড়ে ভর্তি চলছে.....
💥অফার প্রাইজ ---
💥English 1st & 2nd Paper- ৯৯৯/-
💥English & Bangla কম্বো কোর্স ফি-- ১৩৯৯/-
💥English, Bangla & ICT কম্বো কোর্স ফি - ১৪৯৯/-
💥English, Bangla, ICT & Economics কম্বো কোর্স ফি - ১৯৯৯/-
(অফার টি থাকবে ২১ এ মে পর্যন্ত)

💥English 1st & 2nd Paper এর কোর্স প্ল্যান!!! !
মোট ক্লাস ৪৫ টি।
কোর্স ফি -১৯৯৯ টাকা!!( ২১ এ মে পর্যন্ত ৯৯৯/-)

💥Bangla 1st & 2nd Paper এর কোর্স প্ল্যান!!! !
মোট ক্লাস ৩০ টি।
কোর্স ফি - ১৪৯৯ টাকা!!( ( ২১ এ মে পর্যন্ত ৭৪৯/-)

💥ICT এর কোর্স প্ল্যান
মোট ক্লাস -৩০ টি
কোর্স ফি - ১৪৯৯টাকা ( ২১ এ মে পর্যন্ত ৭৪৯/-)

💥Free Hand Writing এর কোর্স প্ল্যান
মোট ক্লাস -15 টি
কোর্স ফি - ১৪৯৯ টাকা!! ( ২১ এ মে পর্যন্ত ৭৪৯/-)

💥Economics 1st & 2nd Paper এর কোর্স প্ল্যান!!! !
মোট ক্লাস ৩০ টি।
কোর্স ফি -১১৯৯ টাকা!! ( ২১ এ মে পর্যন্ত ৫৯৯/-)
➡️লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। সুতরাং পরবর্তীতে নিজের সুবিধামতো যেকোন সময় যেকোন ক্লাস দেখতে পারবেন।
💥ক্লাস হবে Facebook Secret Group এ।
⛔⛔কিভাবে ভর্তি হবেন ??
বিকাশ / নগদ/ রকেট :
01934481730
(send money / Cash in only )

⭕ পেমেন্ট করে কি করবেন??
sms or whatsapp এ নক করবেন 01934481730 number এ।
bkash এর শেষ ডিজিট দিয়ে

✔️ভর্তি হতে .....Call করুনঃ
01934481730( Whatsapp)

16/05/2024

এইচএসসি ২০২৪ কে কে আছো সাড়া দাও?

তোমাদের এই ৪৫ দিন বেশ সিরিয়াস সময়।
তোমরা আর ৪৫ দিন সময় পাবে এইচএসসি'র জন্য। তোমাদের সহযোগিতার জন্য একটা স্টাডি রুটিন দেওয়া হবে যা অনুসরণ করলে খুব সহজেই A+ পাওয়া যাবে।

শুরু থেকে সাজেশন+গাইডলাইন+ হ্যান্ডনোট পেতে কমেন্টে লিখো ইন্টারেস্ট! 💝

সবগুলো দেওয়া হবে TTarget A+ English, Bangla & ICT ( HSC-24) গ্রুপে।
সবাই তাড়াতাড়ি জয়েন করো।

15/05/2024

৪৫ দিনে চ্যালেঞ্জ নিয়ে ফ্রী তে English, Bangla & ICT তে A+ এর প্রস্তুতি নিবো!
১০০০ জন সিরিয়াস স্টুডেন্টকে WhatsApp group এ এড করবো।
গ্রুপে ক্লাস রুটিন,সাজেশন দেওয়া হবে। লিংক কমেন্ট বক্সে!

14/05/2024

সুখবর!
আইসিটি ৩২০ টি Mcq দিব। আশাকরি এর বাইরে পড়তে হবেনা।
মোট ১ হাজার স্টুডেন্টকে দেওয়া হবে।
কার কার লাগবে? ইনবক্সে নক দিলেই গ্রুপে এড করা হবে।

Address


Telephone

+8801934481730

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC Suggestion &free class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share