Taqwa Times

Taqwa Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taqwa Times, News & Media Website, .

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)

বিদেশি সংস্কৃতি  দেশে চাপানোর চেষ্টা করবেন নাসংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে-- ঢাকায় বিশাল গণমিছিলপ...
26/04/2025

বিদেশি সংস্কৃতি দেশে চাপানোর চেষ্টা করবেন না
সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে
-- ঢাকায় বিশাল গণমিছিলপূর্ব সমাবেশে মুফতি ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, আমাদের পাশের রাষ্ট্র ভারতে মুসলিমদের ওপরে নির্মম নির্যাতন চলছে। ভারত থেকে মুসলিমদের নির্মূল করার অপচেষ্টা চলছে। ওয়াকফ আইন পরিবর্তন করে মুসলমানদের জায়গা জমিন দখল করে নেয়া হচ্ছে। মুসলিম সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতনের স্টীমরোলার চালানো হচ্ছে। মসজিদ দখল করা হচ্ছে। মাদরাসা দখল করে নেয়া হচ্ছে। এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকুও মোদী সরকার দখল করে নিচ্ছে।
তিনি মোদী সরকারের উদ্দেশে বলেন, আপনার সামনে ভালো দেখছি না। আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন। কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে।
তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওআইসিসহ সকল সংস্থাগুলোকে ভারতের নির্মমতার বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
মুফতি ফয়জুল করীম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনুসের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি? আপনার চারপাশে নাস্তিকদের পদায়ন করেছেন। তারা আপনাকে সুখে থাকতে দেবে না। আমার সতী স্ত্রী, আমার সতী মা, বোন, ফুফু, খালা, চাচীর আইন এরা করবে কেন? এদের ব্যাপারে আমি ভালো ভাষা ব্যবহার করতে চাই না। এ কমিশন পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব করার সাহস পায় কীভাবে? নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না্ বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের উপরও জনগণ থুথু নিক্ষেপ করবে। আপনার ওপর আমাদের সাপোর্ট আছে বলে আপনি যাচ্ছেতাই করবেন এটি হতে দেয়া হবে না। বিদেশি কোনো সংস্কৃতি আমাদের ওপর চাপানোর চেষ্টা করবেন না।
তিনি আরও বলেন, সংস্কারের আগে নির্বাচন নয়। আগে সংস্কার; পরে নির্বাচন। সংস্কারের আগে গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ সহ্য করবে না। জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "অচিরেই মার্চ ফর ঢাকা" কর্মসূচি আসছে। আগে সংস্কার পরে নির্বাচন এ দাবিতে আমরা অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করবো। জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার?
ইসির সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিতে হবে। এ দাবী এখন অধিকাংশ রাজনৈতিক দলের। একক কোনো দলকে সরকার বিশেষ কোনো সুবিধা দিলে তা দেশের জনগণ বরদাশত করবে না। বিশেষ কোনো দলকে সুবিধা দেয়ার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। হাজারো শহীদের রক্ত আর হাত,পা, চোখ হারানো পঙ্গুত্ববরণকারীদের সাথে বেইমানি করলে পরিণতি শুভ হবে না।
আজ শনিবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ভারতে ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, মুফতি দিলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, এডভোকেট হানিফ মিয়া, মুনতাসির আহমাদ, ইঞ্জিনিয়ার মোরাদ হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, শাহাদাত হোসাইন প্রধানিয়া, হাম্মাদ বিন মোশাররফ, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আরিয়ান মুহাম্মদ ইমন প্রমুখ। Islami Andolan Bangladesh
Islami Chhatra Andolan Bangladesh



25/08/2024

আর্জেন্ট– ফেণীতে কোন রেস্কিও টিম থাকলে প্লিজ উদ্ধার করুন।

"আমাদের উদ্ধার করেন কেউ। আর পারতেছি না। এক তলায় পানি উঠে গেছে। আপাতত ছাদের সিঁড়িতে আছি,সাথে 20+ মানুষ আছে। সাথে আমার দুই বোন আছে অন্তস্বত্ত্বা। ওদেরকে ভয় পাইতে নিষেধ করছি কিন্তু নিজেই ভয় পাচ্ছি। আর পারছি না।হেল্প করেন প্লিজ।”

উপজেলা: ফেনী সদর
গ্রাম: তুলাবাড়িয়া
পোস্ট : ফেনী সদর
৬ নং কালিদহ ৮ নং ওয়ার্ড
বাড়ি: তুলাবাডীয়া হাই স্কুলের উওর পাশ রামকৃষ্ণ মিশন রোড বা দাউদপুল সুইমপুল দিয়া দখিণ দিকে ডানে রোড
মোবাইল: ০১৬০৯৪৩১৪৩২
০১৩৩০৩৬৩০৩০
০১৭২৬০১৩০০৮
01683951281(active)

24/08/2024
24/08/2024

অনেক বেশি আর্জেন্ট আজকে খাবার না পেলে মরে যাবে। ফেনী জেলার ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সির হাটে উত্তর শ্রীপুরে সৌদিয়া হোটেলের পাটেয়ারী টাওয়ারে ২৫০+ জন মানুষ অবস্হান করছে। যারা গত তিনদিন ধরে বন্যার পানি খেয়ে আছে। সবাই শুধু এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে। শুকনো খাবার এখানে প্রয়োজন আর্জেন্ট৷ +8801609057259,(শিপন) +8801825223260, +8801884159588(বিমল) যোগাযোগের জন্য সেখানে অবস্হানকারী তিনজনের নাম্বার দেওয়া হয়েছে।
©

আসসালামুআলাইকুম, আমি লিও মাঈন উদ্দিন,  আমার স্ত্রী ডেলিভারি রোগি,  আমার স্ত্রী তাদের বাড়িতে আটকা পড়ছে, গ্রামের নাম: জয় ন...
24/08/2024

আসসালামুআলাইকুম, আমি লিও মাঈন উদ্দিন, আমার স্ত্রী ডেলিভারি রোগি, আমার স্ত্রী তাদের বাড়িতে আটকা পড়ছে, গ্রামের নাম: জয় নগর থানা: জোরারগঞ্জ, মিরসরাই, বাড়ির নাম: বসর মিয়াজী বাড়ি, আমি বর্তমানে মিরসরাই এর পাশে বিশ্ব রোড়ে আছি, পানি বৃদ্ধি পাওয়া যেতে পারছি না। দয়া করে সহযোগিতা করুন।

আমার নাম্বার: 01762135112
আমার শালার নাম্বার-01845-01291

24/08/2024

কোন সিমে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন–

গ্রামীণফোন : *121*1*3 # বা *9 #
রবি: *123*007 #
এয়ারটেল: *141 # বা *8 #
বাংলালিংক: *874 #
টেলিটক: *1122 #

জেনে রাখুন। হুট করে ব্যালেন্স শেষ হলে কাজে লাগতে পারে। বিশেষ করে বন্যদুর্গত এলাকায় যারা আছেন।

24/08/2024

ফেনি শহরে পানি কমেছে কিছু৷ ত্রান দরকার কেউ দিতে পারলে emergency call diben
১৩ নং ফোরাত নগর ৩ নং ওয়ার্ড হাজী বাড়ি ফেনী সদর
200+ মানুষ আটকে আছে । দুইদিন ধরে কোন খাবার খাইনি।

Masum -01647543833
01977870414

এই মুহুর্তে আমার পরিবার আশ্রয় কেন্দ্রের ঠাই খুঁজতেছে😭ঘরে পানি😭লোকেশন:- তালতলী ঘাট,চরমজলিশপুর,ফেনীবাবা-+880 1615-019302ভা...
23/08/2024

এই মুহুর্তে আমার পরিবার আশ্রয় কেন্দ্রের ঠাই খুঁজতেছে😭
ঘরে পানি😭
লোকেশন:- তালতলী ঘাট,চরমজলিশপুর,ফেনী
বাবা-+880 1615-019302
ভাই-+880 1771-562923

উদ্ধার কর্মী ও সেচ্ছাসেবীদের সহযোগিতা চাই🙏
সেচ্ছাসেবীদের বা উদ্ধারকর্মীদের লোকেশন দিন 🙏

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share