19/08/2024
🙃🙃
এইচএসসির বাকি অর্ধেক পরীক্ষা বাতিল করে অটোপাশ চায় এইচএসসি পরীক্ষার্থীরা
- সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ চায় ৩০+ বয়স হয়ে যাওয়া ভাইয়ারা
- সরকারি চাকরিতে বয়সসীমা ৪০ চায় ৩৫+ হয়ে যাওয়া দাদুরা
-৩৯ তম বিসিএসে ডাক্তার নিয়েছিল ৭ হাজার। গণভবনে ৩৯ তম দেওয়া দুইজনের সুপারিশপত্র পাওয়া যাওয়ার কারণে ৩৯তম বিসিএস বাতিল করে সেখান থেকে আরও কিছু ডাক্তার নিবে কিনা জানতে চায় ৩৯তম দেওয়া ভাইয়ারা।
-৪৩, ৪৪,৪৫, ৪৬তম কোন বিসিএসেই না হওয়া লোক চায় ৪৩-৪৬ সব বিসিএস বাতিল হোক।
-৪৫ তম হওয়া ৪৬ না হওয়া লোক চায় শুধু ৪৬ বাতিল হোক। ৪৬ হওয়া লোকের কথা ৪৬ বাতিল করলে সাথে ৪৫ ও করতে হবে। অভিযোগ দুইটার উপরেই আছে।
- চাকরীর বয়সসীমা পার হয়ে যাওয়া দাদু চায় ৩২তম থেকে ৪৬তম সব বিসিএস বাতিল করে একটা গণনিয়োগ দেওয়া হোক।
-MATS( Medical Assistant Training School) থেকে পড়া ছাত্ররা Medical Assistant না হয়ে নামের আগে ডাক্তার লেখার লিগ্যাল পারমিশন চায়।
-থানায় সোপর্দ করা আসামীকে আবার ১০ মিনিটের জন্য গণধোলাই দিতে অনুমতি চায় বামিস্ট আপুমণি।
হটাৎ কইরা বাংলাদেশ একটা "wishing granting factory" তে পরিণত হয়ে গেছে। আপনাদের আরও কারো কিছু চাওয়ার থাকলে চেয়ে নেন, এটাই সুযোগ!
© সাজ্জাদ হোসেন