
25/05/2025
নার্সদের সিঙ্গেল একটা অধিকারও জনগণ জানে না, এই জানেন না বলেই আজকে হাসপাতালে গেলে জঘন্য ব্যবহারের সম্মুখীন হোন।
১০০ জন রোগীর জন্য একজন নার্স বাদবাকি সব ইন্টার্ন আর স্টুডেন্ট, কতক্ষণ ভালো ব্যবহার পাবেন?
নার্সিং পেশাকে একটা স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য সবার আগে দরকার পরিবর্তন, বৃহৎ পরিবর্তন।
এই পরিবর্তনের জ্ঞান আপনাদের না থাকলে অনন্ত INC থেকে সহযোগিতা নেন।
এতদিন অধিকারের জন্য বোধহয় কোনো সেক্টরকে পোহাতে হয়না, দাবি উত্থাপনের পরে, যতটা নার্সদের পোহাতে হচ্ছে।
৯০% নারী হওয়াতে এই সেক্টর কতটা জঘন্য হয়ে আছে তা যদি আমি নিজে সাধারণ কোনো লেখক হয়ে থাকতাম, এই সেক্টরে না থেকে, তাহলে সারাদিনই বোধহয় জনসচেতনতার জন্য লেখালেখি করতাম।
আবার পরক্ষণে মনে আসে সাধারণ কেউ হলে তো এতোটা ভেতর থেকে রিয়েলাইজই করতাম না, যেমনটা এখন কেউ করছে না।
শিক্ষার্থী কেবল এই দেশে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়ারা নার্সদের তো পড়াশোনারই দরকার নেই তাই মনে হয়?
দেখেছেন কোনো স্বমন্বয়ক অমুক-তমুক এই বিষয় নিয়ে কথা বলতে?
হাড়ভাংগা ডিউটি বন্ধ করুন সিনিয়ররা, যেখানে আপনার পরিশ্রমের বেশি কাজ দেওয়া হবে সরাসরি না করুন, রাষ্ট্রকে জানতে দিন আমাদের আরো কতটা ঘাটতি আছে।
নাইট ডিউটি করে অসুস্থ হয়ে যান এটা নিজেদের উপর জুলুম এই জুলুম বন্ধ করুন, বন্ধের জন্য যা করতে হয় তাই করুন বিশ্ব মে দিবস কি মেনে নিয়ে হয়েছে? না মানার মধ্যেই জানান দেওয়া হয়েছিল পরিশ্রমের মাত্রা কমানোর আন্দোলন।