স্বপ্ন বিলাসী-Shopno Bilashe

  • Home
  • স্বপ্ন বিলাসী-Shopno Bilashe

স্বপ্ন  বিলাসী-Shopno Bilashe আপনি যদি একজন খুলনা প্রেমি হয়ে থাকেন অবশ্যই আমাদের পেইজে ভিজিট করে যাবেন~🌍🌠🌀

নার্সদের সিঙ্গেল একটা অধিকারও জনগণ জানে না, এই জানেন না বলেই আজকে হাসপাতালে গেলে জঘন্য ব্যবহারের সম্মুখীন হোন।১০০ জন রোগ...
25/05/2025

নার্সদের সিঙ্গেল একটা অধিকারও জনগণ জানে না, এই জানেন না বলেই আজকে হাসপাতালে গেলে জঘন্য ব্যবহারের সম্মুখীন হোন।

১০০ জন রোগীর জন্য একজন নার্স বাদবাকি সব ইন্টার্ন আর স্টুডেন্ট, কতক্ষণ ভালো ব্যবহার পাবেন?

নার্সিং পেশাকে একটা স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য সবার আগে দরকার পরিবর্তন, বৃহৎ পরিবর্তন।

এই পরিবর্তনের জ্ঞান আপনাদের না থাকলে অনন্ত INC থেকে সহযোগিতা নেন।

এতদিন অধিকারের জন্য বোধহয় কোনো সেক্টরকে পোহাতে হয়না, দাবি উত্থাপনের পরে, যতটা নার্সদের পোহাতে হচ্ছে।

৯০% নারী হওয়াতে এই সেক্টর কতটা জঘন্য হয়ে আছে তা যদি আমি নিজে সাধারণ কোনো লেখক হয়ে থাকতাম, এই সেক্টরে না থেকে, তাহলে সারাদিনই বোধহয় জনসচেতনতার জন্য লেখালেখি করতাম।

আবার পরক্ষণে মনে আসে সাধারণ কেউ হলে তো এতোটা ভেতর থেকে রিয়েলাইজই করতাম না, যেমনটা এখন কেউ করছে না।

শিক্ষার্থী কেবল এই দেশে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়ারা নার্সদের তো পড়াশোনারই দরকার নেই তাই মনে হয়?

দেখেছেন কোনো স্বমন্বয়ক অমুক-তমুক এই বিষয় নিয়ে কথা বলতে?

হাড়ভাংগা ডিউটি বন্ধ করুন সিনিয়ররা, যেখানে আপনার পরিশ্রমের বেশি কাজ দেওয়া হবে সরাসরি না করুন, রাষ্ট্রকে জানতে দিন আমাদের আরো কতটা ঘাটতি আছে।

নাইট ডিউটি করে অসুস্থ হয়ে যান এটা নিজেদের উপর জুলুম এই জুলুম বন্ধ করুন, বন্ধের জন্য যা করতে হয় তাই করুন বিশ্ব মে দিবস কি মেনে নিয়ে হয়েছে? না মানার মধ্যেই জানান দেওয়া হয়েছিল পরিশ্রমের মাত্রা কমানোর আন্দোলন।

23/05/2025

আগামীকাল ২৪মে,প্রেস ব্রিফিং করবে 'ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রী বাস্তবায়ন কমিটি'

ওর স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।আজকে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১...
18/05/2025

ওর স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।

আজকে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পরশুদিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা, মাংস ব্যথা, মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।

জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কী করতে হবে ?

স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে

হাসপাতালে অনেক মায়েরা আসে বাচ্চা এক প্যাকেট খাওয়াতে পারবে না বলে অল্প অল্প করে স্যালাইন অল্প অল্প পানিতে বারবার বানায়। এটাও কিন্তু ক্ষতিকর, প্যাকেটের গায়ে যেভাবে বানানোর নিয়ম ঠিক সেভাবে বানাতে হবে।

সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি।  ゚        #নার্স
15/05/2025

সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি।
゚ #নার্স

উত্তাল শাহবাগ ✊✊ ゚    #নার্স
14/05/2025

উত্তাল শাহবাগ ✊✊
゚ #নার্স

14/05/2025

নিজেদের অধিকার আদায়ে স্টুডেন্টদের কর্ম বিরতিতে ডাকতে পারেন।আজ স্টুডেন্টদের পুলিশ পিটাচ্ছে, তার পরেও হাসপাতালে ডিউটি করবেন?
#নার্স

14/05/2025

মহাসমাবেশ 🌹
একদফা একদাবি 🖤
゚ #নার্স

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন বিলাসী-Shopno Bilashe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share