Health and Career

Health and Career Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health and Career, Dhaka.

"চাকরি নয়, উদ্যোক্তা হোন!"
স্বাস্থ্যসেবার মাধ্যমে ক্যারিয়ার গড়ুন।
আমরা আমন্ত্রণ জানাই সকল পেশাজীবী, শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী এবং উদ্যোক্তাদের।
ফ্রি উদ্যোগ প্রশিক্ষণ
হোমিও, হেকেমি, পল্লি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষ সুযোগ।

06/07/2025
05/07/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

28/06/2025

🌟 **সারাদেশব্যাপী ডায়াবেটিস সেন্টার পরিচালনার জন্য**

# # # **জেলা ও থানা পর্যায়ে ইনচার্জ ও মার্কেটার নিয়োগ চলছে!** 🌟

🟩 **বেতন ও কমিশন:** আলোচনা সাপেক্ষে 🟩 **অভিজ্ঞ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে**

✅ স্বাস্থ্যসেবা খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী উদ্যমী, দক্ষ ও দায়িত্বশীল প্রার্থীদের এখনই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/KDfvgx3yGGP4O9Foq065Oj?mode=ac_t
অথবা
📞 **যোগাযোগ করুন:** 01303-764781, 01982118940

দেরি না করে আজই আপনার অবস্থান নিশ্চিত করুন!

21/06/2025

4912 likes, 47 comments. “আসলে কেন বানানো হয়েছিল চীনের এই দেওয়াল”

18/06/2025

659 likes, 40 comments. “বাংলাদেশের ৬৪টি জেলার পূর্বনাম পর্ব-২”

18/06/2025

19K likes, 620 comments. “বাংলাদেশের ৬৪টি জেলার পূর্বনাম পর্ব-১”

🩺 স্বাস্থ্যসেবা পণ্যের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করুন – মাত্র ৩০,০০০ টাকায় পাচ্ছেন ৩৬০০০ টাকার পন্যএবং সাথে পাচ্ছেন কক্স...
18/06/2025

🩺 স্বাস্থ্যসেবা পণ্যের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করুন –
মাত্র ৩০,০০০ টাকায় পাচ্ছেন ৩৬০০০ টাকার পন্য
এবং সাথে পাচ্ছেন কক্সবাজারে রাজকীয় সফর! 🏖️🚘

পন্য সম্পর্কে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন।
https://docs.google.com/document/d/1gr1KnfcCymV7-wFRRmSnQlnz1q4CqM-361yinCodX94/edit?usp=drivesdk

আপনি আরো যা যা পাচ্ছেন:
✅ থ্রি-স্টার হোটেলে ৩ দিন ২ রাত থাকা।
✅ এসি গাড়িতে যাতায়াত
✅ ৯ বেলা ভিআইপি স্বাস্থ্যকর খাবার।

💼 আর শুধু ভ্রমণই নয়...

🔹 আপনি হবেন কোম্পানির একজন সম্মানিত সদস্য
🔹 পাবেন আজীবন স্বাস্থ্যসেবার পণ্য নিয়ে এই কোম্পানিতে ব্যবসা করার সুযোগ
🔹 নিজের পছন্দ অনুযায়ী কোম্পানির ৩৬,০০০ টাকার স্বাস্থ্য পণ্য কিনে নিতে পারবেন — সম্পূর্ণ নিজের চাহিদা অনুযায়ী!

🌿 কেন স্বাস্থ্যসেবা পণ্য?

🛡️ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার যাত্রায় আপনিও হোন একজন গর্বিত অংশীদার!
📦 যে পণ্য আপনি বিক্রি করবেন — তা ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা পৌঁছে দেবে।

📈 আজই ব্যবসা শুরু করুন,
✅ সামাজিক মর্যাদা, ✅ অর্থনৈতিক স্বাধীনতা, ✅ মানুষের উপকার — একসাথে!

📞 বুকিং করতে বা আরও জানতেঃ যোগাযোগ করুন: 01303764781

🔥 সীমিত সময়ের এই অফারে অংশ নিতে এখনই ইনবক্স করুন বা কল করুন।

স্বা'স্থ্যসেবা ক্যারিয়ারের সোনালী সুযোগ!আপনি কি স্বা'স্থ্যসেবায় দক্ষ ও নিবেদিতপ্রাণ স্বা'স্থ্যকর্মী হতে চান?তাহলে এই স...
28/05/2025

স্বা'স্থ্যসেবা ক্যারিয়ারের সোনালী সুযোগ!

আপনি কি স্বা'স্থ্যসেবায় দক্ষ ও নিবেদিতপ্রাণ স্বা'স্থ্যকর্মী হতে চান?
তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না।
আমরা নিচ্ছি উচ্চবিলাসী, পরিশ্রমী এবং চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী নারী ও পুরুষ স্বা'স্থ্যকর্মী।

✔️ অভিজ্ঞতা সম্পন্ন স্বা'স্থ্যকর্মী ও ঔষধ কোম্পানির মার্কেটিংয়ে কর্মরতদের অগ্রাধিকার।
✔️ স্বা'স্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনবল নিয়োগ চলছে।
✔️ অবসরপ্রাপ্ত কর্মীদেরও অগ্রাধিকার প্রদান করা হবে।

👉 আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন: 01720353246

জীবনে সবাই ব্যর্থ হয়। কিন্তু কিছু মানুষ এই ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখে, আবার কিছু মানুষ এটিকে শেখার সুযোগ হিসেবে গ্র...
21/03/2025

জীবনে সবাই ব্যর্থ হয়। কিন্তু কিছু মানুষ এই ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখে, আবার কিছু মানুষ এটিকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে।

👉ইতিহাসের পাতায় যাদের আমরা আজ "সফল ব্যক্তি" হিসেবে দেখি, তারা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে চরম ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু হাল ছেড়ে দেওয়ার বদলে তারা নতুন উদ্যমে উঠে দাঁড়িয়েছেন। চলুন দেখি, কীভাবে তারা ব্যর্থতা থেকে সফলতার চূড়ায় পৌঁছেছেন।

🔯🔯 ১. থমাস এডিসন (𝗧𝗵𝗼𝗺𝗮𝘀 𝗘𝗱𝗶𝘀𝗼𝗻) – হাজারও ব্যর্থতার পরও জ্বলে উঠলেন আলো নিয়ে

এই মানুষটি বলেছিলেন, "আমি ব্যর্থ হইনি, বরং আমি ১০,০০০ উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি।" বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য তাকে প্রায় ১০,০০০ বার ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু প্রতিবার ব্যর্থতার পর তিনি শিখেছেন, উন্নতি করেছেন এবং অবশেষে এমন কিছু সৃষ্টি করেছেন যা পুরো মানবজাতির জীবন পাল্টে দিয়েছে।

➡ উপলব্ধি: প্রতিটি ব্যর্থতা হলো নতুন কিছু শেখার একটি ধাপ।

🔯🔯 ২. স্টিভ জবস (𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀) – নিজের তৈরি কোম্পানি থেকেই বহিষ্কৃত!

একজন মানুষের নিজের হাতে গড়া কোম্পানি থেকে বের করে দেওয়া হলে তিনি কী অনুভব করতে পারেন? স্টিভ জবসকে অ্যাপল থেকে বরখাস্ত করা হয়েছিল! কিন্তু তিনি থেমে যাননি। 𝗣𝗶𝘅𝗮𝗿 ও 𝗡𝗲𝗫𝗧 প্রতিষ্ঠা করেন, যা পরে অ্যাপলকে আরও শক্তিশালী করে তোলে। এবং অবশেষে, তিনি অ্যাপলে ফিরে এসে প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করেন।

➡ উপলব্ধি: কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। জীবন তোমাকে ধাক্কা দেবে, কিন্তু তোমার কাজ হলো ফিরে আসা।

🔯🔯 ৩. আলবার্ট আইনস্টাইন (𝗔𝗹𝗯𝗲𝗿𝘁 𝗘𝗶𝗻𝘀𝘁𝗲𝗶𝗻) – 'বোকা' থেকে নোবেল বিজয়ী!

ছোটবেলায় আইনস্টাইন এতটাই ধীর ছিলেন যে, স্কুলের শিক্ষকরা মনে করতেন তিনি মানসিকভাবে পিছিয়ে আছেন! তার ভাষা শেখার গতি ছিল ধীর, গণিতেও তিনি প্রথমে খুব ভালো ছিলেন না। কিন্তু তিনি পরবর্তীতে আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করে বিজ্ঞান জগতে যুগান্তকারী পরিবর্তন আনেন।

➡ উপলব্ধি: মানুষের ক্ষমতা একদিনে বোঝা যায় না। ধৈর্য এবং অধ্যবসায়ই আসল শক্তি।

🔯🔯🔹 ৪. জে. কে. রাওলিং (𝗝.𝗞. 𝗥𝗼𝘄𝗹𝗶𝗻𝗴) – দরিদ্র এক মা থেকে বিশ্বের সেরা লেখিকা

একজন সিঙ্গেল মাদার, যার কাছে খাবার কেনার টাকাও ছিল না, তিনি কি কল্পনাও করতে পারতেন যে একদিন তার লেখা বই ইতিহাস সৃষ্টি করবে? "হ্যারি পটার" সিরিজের পান্ডুলিপি ১২টি প্রকাশনী প্রত্যাখ্যান করেছিল। কিন্তু তিনি থামেননি। অবশেষে যখন বইটি প্রকাশিত হয়, তা বিশ্বের অন্যতম সেরা বিক্রিত বইয়ে পরিণত হয়।

➡ উপলব্ধি: প্রতিটি ‘না’ আসলে একটি ‘হ্যাঁ’-এর দিকে এগিয়ে যাওয়ার ধাপ মাত্র।

🔯🔯 ৫. মাইকেল জর্ডান (𝗠𝗶𝗰𝗵𝗮𝗲𝗹 𝗝𝗼𝗿𝗱𝗮𝗻) – বাস্কেটবল দলে সুযোগ পাননি, কিন্তু...

স্কুলে থাকাকালীন বাস্কেটবল দলে সুযোগ না পাওয়া মাইকেল জর্ডানকে কাঁদিয়েছিল। তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু হার মানেননি। তিনি আরও বেশি পরিশ্রম করেছেন এবং পরে ছয়বার এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় করেছেন।

➡ উপলব্ধি: প্রত্যাখ্যান মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার জন্য অনুপ্রেরণা।

🔯🔯৬. ওয়াল্ট ডিজনি (𝗪𝗮𝗹𝘁 𝗗𝗶𝘀𝗻𝗲𝘆) – "তুমি সৃজনশীল নও!"

ডিজনি যখন ছোট ছিলেন, তখন তাকে একটি পত্রিকা অফিস থেকে বরখাস্ত করা হয়েছিল এই বলে যে "তুমি যথেষ্ট সৃজনশীল নও!"। তার প্রথম কোম্পানিটিও ব্যর্থ হয়েছিল। কিন্তু তিনি থামেননি। আজ ডিজনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিনোদন কোম্পানিগুলোর একটি।

➡ উপলব্ধি: অন্যের মতামত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।

🔯🔯 ৭. হেনরি ফোর্ড (𝗛𝗲𝗻𝗿𝘆 𝗙𝗼𝗿𝗱) – একাধিকবার দেউলিয়া!

ফোর্ড যখন তার প্রথম দুটি গাড়ির ব্যবসা শুরু করেন, তখন দুটোই দেউলিয়া হয়ে গিয়েছিল। কিন্তু তিনি শিখেছিলেন, কীভাবে আরও ভালোভাবে কাজ করতে হয়। পরবর্তীতে "ফোর্ড মোটর কোম্পানি" তৈরি করে গাড়ি শিল্পে বিপ্লব ঘটান।

➡ উপলব্ধি: ব্যবসায় ব্যর্থতা আসবে, কিন্তু সেটা শেষ কথা নয়।

🔯🔯 ৮. কলোনেল স্যান্ডার্স (𝗖𝗼𝗹𝗼𝗻𝗲𝗹 𝗦𝗮𝗻𝗱𝗲𝗿𝘀) – ১০০৯ বার প্রত্যাখ্যান!

ফ্রায়েড চিকেনের রেসিপি নিয়ে তিনি এক হাজারের বেশি রেস্টুরেন্টে গিয়েছিলেন, কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল! কিন্তু অবশেষে তিনি 𝗞𝗲𝗻𝘁𝘂𝗰𝗸𝘆 𝗙𝗿𝗶𝗲𝗱 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 (𝗞𝗙𝗖) প্রতিষ্ঠা করেন, যা এখন বিশ্বব্যাপী জনপ্রিয়।

➡ উপলব্ধি: সঠিক জিনিসের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

☮️☮️🔹 ব্যর্থতা থেকে কী শিখতে পারি?

✅️ ধৈর্য রাখো: ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটা একটি শিক্ষা।
✅️ আত্মবিশ্বাস রাখো: যদি তুমি নিজের ওপর বিশ্বাস না রাখো, তবে অন্য কেউ রাখবে না।
✅️ নতুন কৌশল অবলম্বন করো: একই ভুল বারবার না করে নতুন উপায় খোঁজো।
✅️ সমালোচনাকে ইতিবাচকভাবে নাও: মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, কিন্তু তুমি নিজের লক্ষ্যে অবিচল থাকো।

🔹 এই গল্পগুলো আমাদের শেখায় যে "ব্যর্থতা আসলে সাফল্যের জন্য প্রস্তুতি"। যদি আমরা ব্যর্থ হই, তাহলে সেটাকে শেখার মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত, হাল ছেড়ে দেওয়া নয়।

তাই, যদি কখনো ব্যর্থ হও, মনে রেখো—"তুমি থামতে পারো, বিশ্রাম নিতে পারো, কিন্তু কখনোই হাল ছেড়ে দিও না বিশ্বাস রাখুন মনের মধ্যে স্বপ্ন অনুভবে সফলতার যুদ্ধে বিজয় আপনার হবেই হবে ইনশাল্লাহ।!"

🔯🔯🔯

ডিলার আবশ্যক!ইউনিক ও মিরাকেল স্বাস্থ্য সেবা পণ্য নিয়ে ব্যবসা করতে চান?বিশ্বমানের প্রযুক্তি সমন্বিত পুষ্টি সম্পূরক ফুড সা...
23/12/2024

ডিলার আবশ্যক!
ইউনিক ও মিরাকেল স্বাস্থ্য সেবা পণ্য নিয়ে ব্যবসা করতে চান?

বিশ্বমানের প্রযুক্তি সমন্বিত পুষ্টি সম্পূরক ফুড সাপ্লিমেন্ট (স্প্রে), যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে।

প্রধান বৈশিষ্ট্য:

✅ উপাদান: ১১৮টি পুষ্টি উপাদানের সমন্বয়ে তৈরি
✅ ইমিউনিটি বুস্টার: সেলুলার লেভেলে কাজ করে
✅ উন্নত প্রযুক্তি: HGH (হিউম্যান গ্রোথ হরমোন) বৃদ্ধিতে সহায়তা করে
✅ সবার জন্য উপযোগী: যেকোনো বয়সের মানুষের জন্য কার্যকর

আপনার জন্য আয় করার সুযোগ:

মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম।

নিজস্ব ব্যবসার মাধ্যমে স্বাধীন ক্যারিয়ার গড়ুন।

আপনি কি ডিলারশিপ নিতে আগ্রহী?

জুম মিটিংয়ে বিস্তারিত জানতে পারবেন।
সময়: সন্ধ্যা ৬টা

বিশদ জানতে কল করুন:
📞 01303-764781

স্বাস্থ্য, সেবা ও সফলতার নতুন সুযোগের সাথে এগিয়ে চলুন!

সফল হতে চান ❓❓❓২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে...
16/12/2024

সফল হতে চান ❓❓❓

২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি,তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে।

প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা-
যারা আপনার চাইতে এগিয়ে,তারা আপনার চাইতে
বেশি পরিশ্রমী।এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না।
শুধু পরিশ্রম করলেই সব হয় না।তা-ই যদি হত,তবে গাধা হত বনের রাজা।শুধু পরিশ্রম করা নয়,এর পুরস্কার পাওয়াটাই বড় কথা।
only your results are rewarded,not your efforts!!!!
আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে?সবার দিনই তো ২৪ ঘণ্টায়।আমার বন্ধুকে দেখেছি,অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে।ও রাত জাগার সুবিধা তো পাবেই!

আপনি বাড়তি কী করলেন,সেটাই ঠিক করে দেবে,আপনি বাড়তি কী পাবেন।আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না।বিল গেটস রাতারাতি বিল গেটস হননি।শুধু ইউনিভার্সিটি ড্রপআউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না।
আউটলায়ার্স বইটি পড়ে দেখুন।বড় মানুষের বড় প্রস্তুতি থাকে।
নজরুলের প্রবন্ধ গুলো পড়লে বুঝতে পারবেন,উনি কতটা স্বশিক্ষিত ছিলেন।শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না।কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না।সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না,বেশিরভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।

স্টুডেন্ট লাইফে কে কী বলল,সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না,সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক।যাকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি,সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়।কেরিয়ার নিয়ে যার তেমন কোন ভাবনা ছিল না,সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে।সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কী পারেন,কী পারেন না,এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না।

সরকারী ইউনিভার্সিটিতে চান্স পাননি? প্রাইভেটে পড়ছেন? সবাই বলছে,আপনার লাইফটা শেষ?আমি বলি,আরে!আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি।আপনি কতদূর যাবেন,এটা ঠিক করে দেয়ার অন্যরা কে?লাইফটা কি ওদের নাকি?
আপনাকে ডাক্তার- ইঞ্জিনিয়ার হতেই হবে কেন?যেখানেই পড়াশোনা করেন না কেন,আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর।
শুধু 'ওহ শিট','সরি বেবি','চ্যাটিং ডেটিং' দিয়ে জীবন চলবেন না।আপনি যার উপর ডিপেনডেন্ট,তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন।যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন,ঘোরাঘুরি করেন,সেটি কি আপনার নিজের টাকায় কেনা?

একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে।তখন আপনাকে যা যা করতে হবে,সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভাল বই পড়তে হয়,কিছু ভাল মুভি দেখতে হয়,কিছু ভাল মিউজিক শুনতে হয়,কিছু ভাল জায়গায় ঘুরতে হয়,কিছু ভাল মানুষের সাথে কথা বলতে হয়,কিছু ভাল কাজ করতে হয়।জীবনটা শুধু হাহাহিহি করে কাটিয়ে দেয়ার জন্য নয়।একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে,তখন দেখবেন,পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে,মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলাপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না।"আপনার মত করে লিখতে হলে
আমাকে কী করতে হবে?আমি আপনার মত রেজাল্ট করতে চাই। আমাকে কী করতে হবে?"এটা আমি প্রায়ই শুনি।আমি
বলি,"অসম্ভব পরিশ্রম করতে হবে।নো শর্টকাটস্।সরি!"
রিপ্লাই আসে,"কিন্তু পড়তে যে ভাল লাগে না। কী করা যায়?"এর উত্তরটা একটু ভিন্ন ভাবে দিই।

আপনি যখন স্কুল কলেজে পড়তেন,তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকত,সে সময়ে আপনি তাকে দেখে হাসতেন।এখন সময় এসেছে, আপনি পড়ার টেবিলে বসে থাকবেন।
জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয়,সে সময়ে জীবনটাকে উপভোগ করলেন,যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা,সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না,এটাই স্বাভাবিক।এটা মেনে নিন।
মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান।এখনই সময়!
কষ্ট করুন,লক্ষ্য ঠিক রাখুন,ব্যর্থ হবেন
কিন্তু থামবেন না,এগিয়ে যান--
১০০০ বার ব্যর্থ হলে তা থেকে ১০০০টা
শিক্ষা নিন,তারপর সফলতা পান।❤️

Address

Dhaka

Opening Hours

Monday 06:00 - 00:30
Tuesday 06:00 - 00:30
Wednesday 06:00 - 00:30
Thursday 06:00 - 00:30
Friday 06:00 - 00:30
Saturday 06:00 - 00:30
Sunday 06:00 - 00:30

Alerts

Be the first to know and let us send you an email when Health and Career posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share