Sezan's Tinny World

  • Home
  • Sezan's Tinny World

Sezan's Tinny World Bangladeshi Care Worker living in London United Kingdom. Support my page and YouTube Channel for grow up.

29/01/2025











#রুইমাছ
#রুইমাছকাটিং
#রুইমাজকাটিংপদ্ধতি
#রুই_মাছ
#রুই_মাছ_কাটিং
#রুই_মাছ_কাটিং_পদ্ধতি













22/01/2025

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১৬ বছরের কম বয়সী সন্তানদের জন্য সুযোগ-সুবিধা

যুক্তরাজ্যে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের অনেক বিষয় নিয়ে ভাবতে হয়।
তবে খুশির বিষয় হলো, এই দেশটি শিশুদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে। চলুন সহজ ভাষায় এই সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
1. বিনামূল্যে স্কুল শিক্ষা
আপনার সন্তান যদি ৫ থেকে ১৬ বছর বয়সী হয়, তবে সে সরকারি স্কুলে বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। স্কুলে ভর্তি হতে স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করুন। তারা আপনার এলাকার স্কুলগুলোতে আসন খালি আছে কিনা, সে তথ্য জানাবে।
2. স্বাস্থ্যসেবা (NHS)
যেহেতু আপনি ইমিগ্রেশন হেলথ সারচার্জ (IHS) প্রদান করেছেন, আপনার সন্তানও NHS-এর অধীনে বিনামূল্যে চিকিৎসা, টিকাদান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পাবে।
3. স্কুলে বিনামূল্যে খাবার
যদি আপনার পরিবার নির্দিষ্ট আর্থিক মানদণ্ড পূরণ করে, তবে আপনার সন্তান স্কুলে বিনামূল্যে খাবার পাওয়ার যোগ্য হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় কাউন্সিলের ওয়েবসাইট দেখুন।
4. লাইব্রেরি ও কমিউনিটি সুবিধা
আপনার সন্তান স্থানীয় লাইব্রেরি, খেলাধুলার ক্লাব এবং কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবে। এগুলো শুধু বিনোদনের জন্য নয়, সামাজিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ।
5. বিশেষ শিক্ষা সহায়তা
যদি আপনার সন্তানের বিশেষ কোনো শিখন বা শারীরিক সহায়তার প্রয়োজন হয়, স্কুল কর্তৃপক্ষ এটি বুঝে প্রয়োজনীয় সাপোর্ট দেবে। এমনকি আপনার সন্তান অতিরিক্ত ক্লাস বা থেরাপির সুযোগও পেতে পারে।
6. পরিবহন সুবিধা
কিছু এলাকায় শিশুদের জন্য স্কুলে যাওয়া-আসার জন্য বিনামূল্যে বাস পাসের ব্যবস্থা রয়েছে। এটি আপনার এলাকায় প্রযোজ্য কিনা, জানতে স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করুন।
7. চাইল্ড বেনিফিট
আপনার অভিভাবকত্বের ভিসা অনুযায়ী, আপনি চাইল্ড বেনিফিটের জন্য যোগ্য হতে পারেন। তবে এটি নির্ভর করে ভিসার শর্তাবলীর উপর। GOV.UK ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
8. চাইল্ডকেয়ার সুবিধা
যদি আপনি কাজ করেন বা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তবে নির্দিষ্ট ক্ষেত্রে ১৬ বছরের কম বয়সী সন্তানের জন্য চাইল্ডকেয়ার সুবিধা পাওয়া যেতে পারে।
9. স্থানীয় সেবা ও কার্যক্রম
স্থানীয় কাউন্সিল শিশুদের জন্য খেলাধুলা, সঙ্গীত, নাচ, আর্টসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এগুলোতে অংশগ্রহণ করে আপনার সন্তান নতুন কিছু শিখতে এবং মজা করতে পারবে।
10. মানসিক স্বাস্থ্য সহায়তা
আপনার সন্তানের যদি মানসিক চাপ বা উদ্বেগের মতো কোনো সমস্যা থাকে, তবে স্কুল ও স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরামর্শ ও সহায়তা দিতে প্রস্তুত।

প্রতিটি সুবিধা কিছু নির্দিষ্ট শর্ত ও নীতিমালা অনুযায়ী দেওয়া হয়। তাই সুনির্দিষ্ট তথ্যের জন্য আপনার এলাকার কাউন্সিল অফিসে যোগাযোগ করুন অথবা GOV.UK ওয়েবসাইট ভিজিট করুন। যুক্তরাজ্যে থাকার সময় এগুলো আপনার সন্তানের জন্য একটি নিরাপদ এবং সুন্দর অভিজ্ঞতা তৈরি করতে পারে।

16/01/2025

ইতিহাস স্বাক্ষী, বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের অন্যতম কারণ ছিল উনার খালা ঘঁসেটি বেগম অন্য দিকে টিউলিপ সিদ্দিকীর পতনের অন্যতম কারণ তার খালা স্বৈরাচারী হাসিনার।

06/01/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sezan's Tinny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share