02/10/2024
আসসালামু আলাইকুম,
আপনারা জানেন যে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী,সহ উত্তরবঙ্গে কয়টি জেলায় বন্যা হচ্ছে।তাই আমরা ফেনী জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর জন্য উপহার পাঠানোর চেষ্টা করতেছি।
তাই আমরা উত্তরবঙ্গে কাজ করার জন্য একটা গ্রুপ খুঁজছি। গ্রুপের নাম #উত্তরবঙ্গের_পাশে_ফেনী চাইলে আপনারাও জয়েন হতে পারেন।
আমরা ৩ তারিখ রোজ বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত আপনাদের কাছথেকে আর্থিক অনুদান গ্রহণ করবো। তাই আপনারা যারা এই সময়ের মধ্যে প্রবাসী সহ যে যেখান থেকে পারেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনুদান পাঠাতে চান তারা আমাদের বিকাশ অথবা নগদ নম্বর দেওয়া থাকবে চাইলে পাঠাতে পারেন।
বিকাশ –নগদ পার্সোনাল
01731872273
01853431603
01857093395
এবং ৫ তারিখ রোজ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের "গণএান কর্মসূচি" চলবে।আপনারা যারা নগদ অনুদান দিতে চান সরাসরি চলে আসবেন। আমাদের "গণএান কর্মসূচীর" স্থানঃফেনী গ্র্যান্ড হক টাওয়ার প্রাঙ্গন, মিজান রোড়,ফেনী।
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি, সাংবাদিক, সংগঠন সহ সবার প্রতি কন্টিনিউ করার অনুরোধ রইল।আমরা প্রমাণ করতে চাই আমরা ফেনী মানুষ সাময়িক অসুবিধায় ছিলাম এখনো আছি তবে দেশে যে কোন প্রয়োজনে আগে আমরা যতটা মানবিক ছিলাম এখন আরও শতগুণ বেশি মানবিক হবো।
ইনশাআল্লাহ
ফেনীর সবাই শেয়ার দিবেন অপরিচিতদের মেনশন দিবেন।
#উত্তরবঙ্গের_পাশে_ফেনী