17/06/2024
ফেসবুকে লুজারমার্কা পোস্টগুলো ব্লক করার কোনও উপায় কারও জানা আছে? বুঝলাম এ যুগে মানুষের কষ্ট অনেক বেশি, ছ্যাকা খাওয়ার হারও বেশি- তো মসজিদ, মন্দির, গির্জা, মাজার এসব জায়গায় গিয়ে মাথা চাপড়ালেই পারে, অনর্থক ফেসবুকে আরেকজনের নিউজফীড দূষিত করে কোন নারকীয় আনন্দ পাও শুনি???